ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

কর্মস্থলে অনুপস্থিত, তিন চিকিৎসককে শোকজ

মানিকগঞ্জ সদর হাসপাতালে কর্মরত চারজন বিশেষজ্ঞ চিকিৎসকের বিরুদ্ধে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছে। দুজন চিকিৎসক সপ্তাহে তিন দিন এবং অপর দুজন নিজেদের মধ্যে সমঝোতার মাধ্যমে ডিউটি করছেন। এতে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, কর্মস্থলে নিয়মিত অনুপস্থিত থাকা তিন চিকিৎসককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।

জানা গেছে, ২০২২ সালের জুনে সদর হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগে জুনিয়র কনসালট্যান্ট হিসেবে যোগ দেন ডা. মো. মাহবুবুল ইসলাম। হাসপাতালে যোগদানের পর থেকে তিনি শনি, সোম এবং বুধবার উপস্থিত থাকেন। সপ্তাহের বাকি তিন দিন তিনি নানা অজুহাতে কর্মস্থলে উপস্থিত থাকেন না।

এদিকে প্রায় দেড় বছর আগে যোগদান করেন স্কিনের জুনিয়র কনসালটেন্ট ডা. নাহিদ পারভেজ খান। তিনিও সপ্তাহে রোববার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার উপস্থিত থাকেন। তবে বাকি তিন দিন তাঁকে পাওয়া যায় না।

অন্যদিকে অর্থোপেডিক বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. সেলিম রেজা প্রায় ৮ মাস আগে হাসপাতালে যোগ দিয়েছেন। তিনিও মন চাইলেই যখন-তখন হাসপাতালে অনুপস্থিত থাকেন। একই বিভাগে জুনিয়র কনসালটেন্ট ডা. মো. শহিদুল আজম খান সিনিয়রের সঙ্গে পাল্লা দিয়ে অনুপস্থিত থাকেন বলে দেখা গেছে। তবে শনিবার তিনি কর্মস্থলে উপস্থিত ছিলেন। নিয়মিত উপস্থিত না থাকলেও যেদিন জরুরি ওটির কাজ থাকে, সেদিন দুজন (সেলিম রেজা এবং শহিদুল আজম) চিকিৎসক একত্র হয়ে অপারেশনের কাজ সম্পন্ন করেন।

শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সদর হাসপাতালে সরেজমিনে দেখা যায়, ২১৫ নম্বর রুমের অর্থোপেডিক বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. মো. শহিদুল আজম খান ছাড়া তিনজন চিকিৎসক কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। সদর হাসপাতালের ২১৪ নম্বর কক্ষে গিয়ে দেখা যায়, ফিজিক্যাল মেডিসিন বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডা. মাহবুবুল ইসলাম তার রুমে উপস্থিত নেই। একই অবস্থা হাসপাতালের ২১৩ নম্বর কক্ষের স্কিনের জুনিয়র কনসালটেন্ট ডা. নাহিদ পারভেজ খান এবং ২১৫ নম্বর কক্ষের অর্থোপেডিক চিকিৎসক ডা. সেলিম রেজার। তাঁরা ডিউটির সময়ে নিজ কর্মস্থলে উপস্থিত না থাকায় জেলার বিভিন্ন স্থান থেকে আসা রোগীরা বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। এ ছাড়া যেসব বিভাগে দুজন করে কনসালটেন্ট রয়েছে সমঝোতার মাধ্যমে একজন করে নিয়মিত অনুপস্থিত থাকেন।

হাসপাতালের ২১৩ নম্বর কক্ষের সামনে কথা হয় সদর উপজেলার হাটিপাড়া থেকে আসা মাসুমা আক্তারের সঙ্গে। তিনি বলেন, ‘আমার সাড়ে তিন বছরের ছেলের মুখে সাদা সাদা মেজতার মতো কী যেন হয়েছে। সেটা দেখানোর জন্য এসেছিলাম কিন্তু অনেক সময় বসে থাকার পরও ডাক্তারকে পেলাম না। কখন আসবে সেটাও কেউ বলতে পারছে না। এখন আবার ফিরে যেতে হবে।’

দৌলতপুর উপজেলা থেকে আসা হাবিবুর রহমান বলেন, ‘বেশ কিছুদিন ধরে আমার শরীরে প্রচণ্ড ব্যথা অনুভব করছি। ডা. মাহবুবুল ভালো চিকিৎসা দেয় বলে এলাকায় একজনের কাছ থেকে শুনে এইখানে এসেছি। কিন্তু এসে তাকে পেলাম না। এখন কী করব বুঝতে পারছি না।’

এ বিষয়ে জানতে চাইলে মানিকগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ বাহাউদ্দিন বলেন, ‘কর্তৃপক্ষের অনুমতি ছাড়া যে তিনজন নিয়মিত কর্মস্থলে অনুপস্থিত থাকেন তাদের বারবার সতর্ক করার পর কাজ না হওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাদের শোকজ করা হয়েছে। তবে শহিদুল আজম নিয়মিত কর্মস্থলে উপস্থিত থাকেন।’

জানা গেছে, জেলার এই হাসপাতালে একজন পরিচালক (তত্ত্বাবধায়ক) ও একজন সহকারী পরিচালক থাকার কথা। নিয়োগ না হওয়ায় শুধুমাত্র পরিচালক দিয়ে হাসপাতাল পরিচালিত হচ্ছে। এ ছাড়া ২৫০ বেডের হাসপাতালে ২২ জন কনসালটেন্টের মধ্যে ১৮ জন রয়েছেন। এখন পর্যন্ত চারটি (মেডিসিন, গাইনি, সার্জারি ও রেডিওলজি) সিনিয়র কনসালটেন্ট পোস্ট খালি রয়েছে। অবকাঠামোর দিক থেকে সদর হাসপাতালে মেডিকেল অফিসার থাকার কথা ২৮ জন। কিন্ত সেখানে উপস্থিত আছেন ১১ জন।

মানিকগঞ্জ জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সাধারণ সম্পাদক বিমল রায় বলেন, ‘বর্তমান সরকারের নবাগত স্বাস্থ্যমন্ত্রী সম্প্রতি জানিয়েছেন, জেলা সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত যেসব চিকিৎসকেরা নিয়মিত উপস্থিত থাকেন না তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। স্বাস্থ্যমন্ত্রীর এই কথার সঙ্গে আমরা একমত প্রকাশ করছি। আমাদের দাবি হচ্ছে, স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সদর হাসপাতালে যেসব চিকিৎসক উপস্থিত থাকতে পারেন না তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে নতুন পদায়ন করা হোক।’

ট্যাগ:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ রাখুন

সংবাদ প্রকাশকের তথ্য

কর্মস্থলে অনুপস্থিত, তিন চিকিৎসককে শোকজ

আপডেট সময় ১১:৩৯:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪

মানিকগঞ্জ সদর হাসপাতালে কর্মরত চারজন বিশেষজ্ঞ চিকিৎসকের বিরুদ্ধে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছে। দুজন চিকিৎসক সপ্তাহে তিন দিন এবং অপর দুজন নিজেদের মধ্যে সমঝোতার মাধ্যমে ডিউটি করছেন। এতে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, কর্মস্থলে নিয়মিত অনুপস্থিত থাকা তিন চিকিৎসককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।

জানা গেছে, ২০২২ সালের জুনে সদর হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগে জুনিয়র কনসালট্যান্ট হিসেবে যোগ দেন ডা. মো. মাহবুবুল ইসলাম। হাসপাতালে যোগদানের পর থেকে তিনি শনি, সোম এবং বুধবার উপস্থিত থাকেন। সপ্তাহের বাকি তিন দিন তিনি নানা অজুহাতে কর্মস্থলে উপস্থিত থাকেন না।

এদিকে প্রায় দেড় বছর আগে যোগদান করেন স্কিনের জুনিয়র কনসালটেন্ট ডা. নাহিদ পারভেজ খান। তিনিও সপ্তাহে রোববার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার উপস্থিত থাকেন। তবে বাকি তিন দিন তাঁকে পাওয়া যায় না।

অন্যদিকে অর্থোপেডিক বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. সেলিম রেজা প্রায় ৮ মাস আগে হাসপাতালে যোগ দিয়েছেন। তিনিও মন চাইলেই যখন-তখন হাসপাতালে অনুপস্থিত থাকেন। একই বিভাগে জুনিয়র কনসালটেন্ট ডা. মো. শহিদুল আজম খান সিনিয়রের সঙ্গে পাল্লা দিয়ে অনুপস্থিত থাকেন বলে দেখা গেছে। তবে শনিবার তিনি কর্মস্থলে উপস্থিত ছিলেন। নিয়মিত উপস্থিত না থাকলেও যেদিন জরুরি ওটির কাজ থাকে, সেদিন দুজন (সেলিম রেজা এবং শহিদুল আজম) চিকিৎসক একত্র হয়ে অপারেশনের কাজ সম্পন্ন করেন।

শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সদর হাসপাতালে সরেজমিনে দেখা যায়, ২১৫ নম্বর রুমের অর্থোপেডিক বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. মো. শহিদুল আজম খান ছাড়া তিনজন চিকিৎসক কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। সদর হাসপাতালের ২১৪ নম্বর কক্ষে গিয়ে দেখা যায়, ফিজিক্যাল মেডিসিন বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডা. মাহবুবুল ইসলাম তার রুমে উপস্থিত নেই। একই অবস্থা হাসপাতালের ২১৩ নম্বর কক্ষের স্কিনের জুনিয়র কনসালটেন্ট ডা. নাহিদ পারভেজ খান এবং ২১৫ নম্বর কক্ষের অর্থোপেডিক চিকিৎসক ডা. সেলিম রেজার। তাঁরা ডিউটির সময়ে নিজ কর্মস্থলে উপস্থিত না থাকায় জেলার বিভিন্ন স্থান থেকে আসা রোগীরা বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। এ ছাড়া যেসব বিভাগে দুজন করে কনসালটেন্ট রয়েছে সমঝোতার মাধ্যমে একজন করে নিয়মিত অনুপস্থিত থাকেন।

হাসপাতালের ২১৩ নম্বর কক্ষের সামনে কথা হয় সদর উপজেলার হাটিপাড়া থেকে আসা মাসুমা আক্তারের সঙ্গে। তিনি বলেন, ‘আমার সাড়ে তিন বছরের ছেলের মুখে সাদা সাদা মেজতার মতো কী যেন হয়েছে। সেটা দেখানোর জন্য এসেছিলাম কিন্তু অনেক সময় বসে থাকার পরও ডাক্তারকে পেলাম না। কখন আসবে সেটাও কেউ বলতে পারছে না। এখন আবার ফিরে যেতে হবে।’

দৌলতপুর উপজেলা থেকে আসা হাবিবুর রহমান বলেন, ‘বেশ কিছুদিন ধরে আমার শরীরে প্রচণ্ড ব্যথা অনুভব করছি। ডা. মাহবুবুল ভালো চিকিৎসা দেয় বলে এলাকায় একজনের কাছ থেকে শুনে এইখানে এসেছি। কিন্তু এসে তাকে পেলাম না। এখন কী করব বুঝতে পারছি না।’

এ বিষয়ে জানতে চাইলে মানিকগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ বাহাউদ্দিন বলেন, ‘কর্তৃপক্ষের অনুমতি ছাড়া যে তিনজন নিয়মিত কর্মস্থলে অনুপস্থিত থাকেন তাদের বারবার সতর্ক করার পর কাজ না হওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাদের শোকজ করা হয়েছে। তবে শহিদুল আজম নিয়মিত কর্মস্থলে উপস্থিত থাকেন।’

জানা গেছে, জেলার এই হাসপাতালে একজন পরিচালক (তত্ত্বাবধায়ক) ও একজন সহকারী পরিচালক থাকার কথা। নিয়োগ না হওয়ায় শুধুমাত্র পরিচালক দিয়ে হাসপাতাল পরিচালিত হচ্ছে। এ ছাড়া ২৫০ বেডের হাসপাতালে ২২ জন কনসালটেন্টের মধ্যে ১৮ জন রয়েছেন। এখন পর্যন্ত চারটি (মেডিসিন, গাইনি, সার্জারি ও রেডিওলজি) সিনিয়র কনসালটেন্ট পোস্ট খালি রয়েছে। অবকাঠামোর দিক থেকে সদর হাসপাতালে মেডিকেল অফিসার থাকার কথা ২৮ জন। কিন্ত সেখানে উপস্থিত আছেন ১১ জন।

মানিকগঞ্জ জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সাধারণ সম্পাদক বিমল রায় বলেন, ‘বর্তমান সরকারের নবাগত স্বাস্থ্যমন্ত্রী সম্প্রতি জানিয়েছেন, জেলা সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত যেসব চিকিৎসকেরা নিয়মিত উপস্থিত থাকেন না তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। স্বাস্থ্যমন্ত্রীর এই কথার সঙ্গে আমরা একমত প্রকাশ করছি। আমাদের দাবি হচ্ছে, স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সদর হাসপাতালে যেসব চিকিৎসক উপস্থিত থাকতে পারেন না তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে নতুন পদায়ন করা হোক।’