নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুরের হাটখোলায় এলাকায় ক্রনি অ্যাপারেলস নামে একটি গার্মেন্টসে গ্যাস ওয়েল্ডিংয়ের কাজ করার সময় পাইপ ফেটে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ১৪ শ্রমিক দগ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টার দিকে দগ্ধ অবস্থায় উদ্ধার তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।
দগ্ধরা হলেন- মেহেদী হাসান (৩০), জাকির (২৬), কামরুল (৪০), মাহবুব (৩০), শফিক (২৮), সিকিউরিটি মনির (২৮), সামসু (৩২), রিপন (৩৪), রুবেল মিয়া(১৯), জিতু (৪০), পলাশকান্তি (৪২), মুকুল (৪২), মিঠুন (২৫) ও মুকুল (৪০)।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম জানান, নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্যাসের পাইপ লিকেজ থেকে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ১৪ জন জরুরি বিভাগে এসেছেন। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।
তিনি আরও বলেন, তবে বেশিরভাগ মানুষেরই দগ্ধের পরিমাণ কম। যাদের ভর্তির প্রয়োজন হবে তাদেরকে ভর্তি দেওয়া হবে বাকিদেরকে ছেড়ে দেওয়া হবে। এখনই বিস্তারিত বলা যাচ্ছে না।
দগ্ধ কামরুল বলেন, ক্রনি অ্যাপারেলসে গ্যাসের ওয়েল্ডিং মেশিন দিয়ে কাজ করার সময় হঠাৎ গ্যাস পাইপ ফেটে যায়। এতে করে আমাদের বেশ কয়েকজন দগ্ধ হয়। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে।
দগ্ধ ১৪ জনের মধ্যে ১২ জনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দিবেন বলে জানিয়েছেন চিকিৎসক। বাকি দুজনের দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় অবজারভেশনে রাখা হয়েছে। সিদ্ধান্ত পরে নিবেন চিকিৎসকরা বলেও জানান তিনি।