ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চাল নিয়ে চালবাজী, সিন্ডিকেটের কারসাজি

মানিকগঞ্জের ঘিওর উপজেলার ৭টি ইউনিয়নের বিভিন্ন হাট বাজারে চাল নিয়ে ব্যবসায়ীরা চালবাজী শুরু করছে। এক সপ্তাহের ব্যবধানে প্রতি বস্তা চালে ৩শ’ টাকা থেকে ৪শ’ টাকা দাম বাড়িয়ে দিয়েছে। এর সাথে ডাল, আটা, চিনি সহ বিভিন্ন নৃত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম বেড়েছে কয়েকগুন। ফলে খেটে খাওয়া লোকজন তাদের পরিবার পরিজন নিয়ে দিশেহারা হয়ে পড়েছে।

জানা গেছে, ঘিওর বাজারে দীর্ঘদিন যাবৎ চাল বাজার নিয়ন্ত্রন করছে ৫ সদস্যের একটি প্রভাবশালী সিন্ডিকেট। বিভিন্ন সময়ে সংঘবদ্ধ এই চক্রটি সরকারের নিয়মনীতি অমান্য করে ইচ্ছামত চালের দাম নির্ধারন করে কেনাবেচা করে। এই চক্রটি দীর্ঘদিন যাবৎ তাদের ব্যবসা দাপটের সাথে চালিয়ে যাচ্ছে। বাজারে ৫ সিন্ডিকেট ব্যবসায়ীদের প্রতিজনের ৩/৪টি করে গোডাউন চালের গোডাউন হাজার হাজার বিভিন্ন রকমের চাল মজুদ কওে রাখা হয়েছে। গোডাউন ভর্তি বিভিন্ন ধরনের চাউল কম মুল্যে এনে গুদামজাত করে রেখেছে। স্থানীয় সিন্ডিকেট গোপনে মিটিং করে তারা বিভিন্ন সময়ে বাজার সংকট সৃষ্টি করে অতিরিক্ত মূল্যে বিক্রি করে থাকে। সংঘবদ্ধ চক্রটি রাতারাতি আঙ্গুল ফুঁলে কলাগাছে পরিনত হয়েছে। তবে এদের ব্যাপারে কারো কোন মাথা ব্যথা নেই বললেই চলে। তবে সেই হিসাবে ঘিওর হাটে ধানের দাম বাড়েনি। বর্তমানে প্রতিমন ধান ৯শ’৫০ টাকা থেকে ১হাজার ৫০ টাকা মন দরে বিক্রি হচ্ছে।

জেলার বৃহত্তম হাট হিসাবে ঘিওরের ঐতিহ্য রয়েছে বহু দিন ধরে। কিন্তু কিছু সংখ্যক ব্যবসায়ীরা এই হাট বাজারের সুনাম ও ঐতিহ্য ধ্বংস করার লক্ষে চাল, ডাল. আটা. চিনিসহ বিভিন্ন নৃত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মুল্য বাড়িয়ে বিক্রি করছে। তবে আগামী দিনগুলোতে কী পরিস্থিতি হয় – এমন শঙ্কায় সুযোগটা কাজে লাগাচ্ছে স্থানীয় চাল ব্যবসায়ীরা।

সরেজমিন বাজার পরিদর্শন করে দেখা গেছে, মিনিকেট ৫০ বস্তা চাল এক সপ্তাহ আগে ২৪শ’ টাকা বিক্রি হতো বর্তমানে ২৮শ’ টাকায় বিক্রি হচ্ছে। নাজিরশাইল ২৫ কেজি ১৪শ”৫০ টাকা থেকে বর্তমানে ১৭শ’ টাকা বিক্রি হচ্ছে। ৫ কেজি মোটা ২৯ চাল ২১শ’ টাকা থেকে বর্তমানে ২৫শ’ টাকা বিক্রি হচ্ছে। বি .আর -২৮ চাল ৫০ কেজির বস্তা ১৯শ’ টাকা থেকে বর্তমানে ২৩শ’ টাকা বিক্রি হচ্ছে। ২৫কেজি গুটি স্বর্ণা ১৫শ’ ৫০ টাকা থেকে বর্তমানে ২১শ’ টাকা বিক্রি হচ্ছে।

অপরদিকে, ২৫ কেজি মসুরি ডাল মোটা ১৪শ’ টাকা থেকে বর্তমানে বিক্রি হচ্ছে ১৯শ’ টাকা, মসুরি ডাল কেঙ্গারু ২৫ কেজির বস্তা ২৫শ’ ৫০ টাকা থেকে বর্তমানে ৩২শ’ ৫০ টাকায় বিক্রি হচ্ছে। ময়ুরী মার্কা আটা ১৫শ’ টাকা থেকে বর্তমানে ২২শ’ টাকা বিক্রি হচ্ছে। চিনি ৫০ কেজির বস্তা ২৬শ’ টাকা থেকে বর্তমানে বিক্রি হচ্ছে ২৯শ’ টাকা। এ ছাড়া বিভিন্ন ধরনের সমল্লার দাম বেড়ে গেছে কয়েকগুন।

নাম প্রকাশ না করার শর্তে জনৈক চাল ব্যবসায়ী জানান, মোকামে চালের দাম বেশি কাজেই আমরা বেশি দামে চাল বিক্রি করছি। এ ব্যাপারে আমাদের কিছুই করার নেই। তবে ঘিওর বাজারে পাইকারী এসব ব্যবসায়ীদের কোন মূল্য তালিকা টানানো নেই। কোন ক্রেতাদের চাল বিক্রির রিসিট দেওয়া হয়না। ইচ্ছামত দাম নির্ধারন করে চলছে তাদের রমরমা ব্যবসা।

গোলাপনগর গ্রামের মোঃ আফজাল হোসেন, করিম , শুকুর আলী, কুস্তা গ্রামের জব্বার,আফজাল জানান, সোমবার সকালে ২৫ কেজি বাঁশমতি চাল ১৭শ ৫০ টাকা দিয়ে ক্রয় করেছি। আমাকে কোন ধরনের রিসিট দেওয়া হয়নি। প্রতিটি দোকানে প্রতি বস্তা চাউলে ৩শ’ থেকে ৪শ’ টাকা বেশি নেওয়া হচ্ছে। এতে সরকারের ভাবমূর্তি চরমভাবে ব্যহত চচ্ছে। পুরো চাল বাজার নিয়ন্ত্রন করছে ৫ সদস্যের একটি সিন্ডিকেট। ইচ্ছামত দাম বাড়িয়ে দেয়। প্রতিটি ব্যবসায়ী চাউল মজুদ করে অতিরিক্ত দামে বিক্রি করে বহু টাকার মালিক হয়েছে। শুষ্ট তদন্ত সাপেক্ষে এইসব মজুদদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা দরকার বলে বিশিষ্টজনেরা জানিয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম জানান, ইতোমধ্যে চাল বেশি দামে বিক্রি করার জন্য বাজার মনিটরিং করা হয়েছে। বিভিন্ন অযুহাত দেখিয়ে যদি কোন ব্যবসায়ী অতিরিক্ত দামে চাল, ডাল. আটাসহ অন্যান্য নৃত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বেশি মূল্যে বিক্রয় করে তাহলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

এলাকার অভিঞ্জ মহল ও শুশিল সমাজের প্রতিনিধিরা শুষ্ঠ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন।

ট্যাগ:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ রাখুন

সংবাদ প্রকাশকের তথ্য

চাল নিয়ে চালবাজী, সিন্ডিকেটের কারসাজি

আপডেট সময় ১২:২৭:০৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪

মানিকগঞ্জের ঘিওর উপজেলার ৭টি ইউনিয়নের বিভিন্ন হাট বাজারে চাল নিয়ে ব্যবসায়ীরা চালবাজী শুরু করছে। এক সপ্তাহের ব্যবধানে প্রতি বস্তা চালে ৩শ’ টাকা থেকে ৪শ’ টাকা দাম বাড়িয়ে দিয়েছে। এর সাথে ডাল, আটা, চিনি সহ বিভিন্ন নৃত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম বেড়েছে কয়েকগুন। ফলে খেটে খাওয়া লোকজন তাদের পরিবার পরিজন নিয়ে দিশেহারা হয়ে পড়েছে।

জানা গেছে, ঘিওর বাজারে দীর্ঘদিন যাবৎ চাল বাজার নিয়ন্ত্রন করছে ৫ সদস্যের একটি প্রভাবশালী সিন্ডিকেট। বিভিন্ন সময়ে সংঘবদ্ধ এই চক্রটি সরকারের নিয়মনীতি অমান্য করে ইচ্ছামত চালের দাম নির্ধারন করে কেনাবেচা করে। এই চক্রটি দীর্ঘদিন যাবৎ তাদের ব্যবসা দাপটের সাথে চালিয়ে যাচ্ছে। বাজারে ৫ সিন্ডিকেট ব্যবসায়ীদের প্রতিজনের ৩/৪টি করে গোডাউন চালের গোডাউন হাজার হাজার বিভিন্ন রকমের চাল মজুদ কওে রাখা হয়েছে। গোডাউন ভর্তি বিভিন্ন ধরনের চাউল কম মুল্যে এনে গুদামজাত করে রেখেছে। স্থানীয় সিন্ডিকেট গোপনে মিটিং করে তারা বিভিন্ন সময়ে বাজার সংকট সৃষ্টি করে অতিরিক্ত মূল্যে বিক্রি করে থাকে। সংঘবদ্ধ চক্রটি রাতারাতি আঙ্গুল ফুঁলে কলাগাছে পরিনত হয়েছে। তবে এদের ব্যাপারে কারো কোন মাথা ব্যথা নেই বললেই চলে। তবে সেই হিসাবে ঘিওর হাটে ধানের দাম বাড়েনি। বর্তমানে প্রতিমন ধান ৯শ’৫০ টাকা থেকে ১হাজার ৫০ টাকা মন দরে বিক্রি হচ্ছে।

জেলার বৃহত্তম হাট হিসাবে ঘিওরের ঐতিহ্য রয়েছে বহু দিন ধরে। কিন্তু কিছু সংখ্যক ব্যবসায়ীরা এই হাট বাজারের সুনাম ও ঐতিহ্য ধ্বংস করার লক্ষে চাল, ডাল. আটা. চিনিসহ বিভিন্ন নৃত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মুল্য বাড়িয়ে বিক্রি করছে। তবে আগামী দিনগুলোতে কী পরিস্থিতি হয় – এমন শঙ্কায় সুযোগটা কাজে লাগাচ্ছে স্থানীয় চাল ব্যবসায়ীরা।

সরেজমিন বাজার পরিদর্শন করে দেখা গেছে, মিনিকেট ৫০ বস্তা চাল এক সপ্তাহ আগে ২৪শ’ টাকা বিক্রি হতো বর্তমানে ২৮শ’ টাকায় বিক্রি হচ্ছে। নাজিরশাইল ২৫ কেজি ১৪শ”৫০ টাকা থেকে বর্তমানে ১৭শ’ টাকা বিক্রি হচ্ছে। ৫ কেজি মোটা ২৯ চাল ২১শ’ টাকা থেকে বর্তমানে ২৫শ’ টাকা বিক্রি হচ্ছে। বি .আর -২৮ চাল ৫০ কেজির বস্তা ১৯শ’ টাকা থেকে বর্তমানে ২৩শ’ টাকা বিক্রি হচ্ছে। ২৫কেজি গুটি স্বর্ণা ১৫শ’ ৫০ টাকা থেকে বর্তমানে ২১শ’ টাকা বিক্রি হচ্ছে।

অপরদিকে, ২৫ কেজি মসুরি ডাল মোটা ১৪শ’ টাকা থেকে বর্তমানে বিক্রি হচ্ছে ১৯শ’ টাকা, মসুরি ডাল কেঙ্গারু ২৫ কেজির বস্তা ২৫শ’ ৫০ টাকা থেকে বর্তমানে ৩২শ’ ৫০ টাকায় বিক্রি হচ্ছে। ময়ুরী মার্কা আটা ১৫শ’ টাকা থেকে বর্তমানে ২২শ’ টাকা বিক্রি হচ্ছে। চিনি ৫০ কেজির বস্তা ২৬শ’ টাকা থেকে বর্তমানে বিক্রি হচ্ছে ২৯শ’ টাকা। এ ছাড়া বিভিন্ন ধরনের সমল্লার দাম বেড়ে গেছে কয়েকগুন।

নাম প্রকাশ না করার শর্তে জনৈক চাল ব্যবসায়ী জানান, মোকামে চালের দাম বেশি কাজেই আমরা বেশি দামে চাল বিক্রি করছি। এ ব্যাপারে আমাদের কিছুই করার নেই। তবে ঘিওর বাজারে পাইকারী এসব ব্যবসায়ীদের কোন মূল্য তালিকা টানানো নেই। কোন ক্রেতাদের চাল বিক্রির রিসিট দেওয়া হয়না। ইচ্ছামত দাম নির্ধারন করে চলছে তাদের রমরমা ব্যবসা।

গোলাপনগর গ্রামের মোঃ আফজাল হোসেন, করিম , শুকুর আলী, কুস্তা গ্রামের জব্বার,আফজাল জানান, সোমবার সকালে ২৫ কেজি বাঁশমতি চাল ১৭শ ৫০ টাকা দিয়ে ক্রয় করেছি। আমাকে কোন ধরনের রিসিট দেওয়া হয়নি। প্রতিটি দোকানে প্রতি বস্তা চাউলে ৩শ’ থেকে ৪শ’ টাকা বেশি নেওয়া হচ্ছে। এতে সরকারের ভাবমূর্তি চরমভাবে ব্যহত চচ্ছে। পুরো চাল বাজার নিয়ন্ত্রন করছে ৫ সদস্যের একটি সিন্ডিকেট। ইচ্ছামত দাম বাড়িয়ে দেয়। প্রতিটি ব্যবসায়ী চাউল মজুদ করে অতিরিক্ত দামে বিক্রি করে বহু টাকার মালিক হয়েছে। শুষ্ট তদন্ত সাপেক্ষে এইসব মজুদদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা দরকার বলে বিশিষ্টজনেরা জানিয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম জানান, ইতোমধ্যে চাল বেশি দামে বিক্রি করার জন্য বাজার মনিটরিং করা হয়েছে। বিভিন্ন অযুহাত দেখিয়ে যদি কোন ব্যবসায়ী অতিরিক্ত দামে চাল, ডাল. আটাসহ অন্যান্য নৃত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বেশি মূল্যে বিক্রয় করে তাহলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

এলাকার অভিঞ্জ মহল ও শুশিল সমাজের প্রতিনিধিরা শুষ্ঠ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন।