ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

পার্লারের গোপন কক্ষে সিসি ক্যামেরা, গ্রেপ্তার ৩

রাজধানীর ধানমণ্ডিতে উইমেন্স ওয়ার্ল্ড নামের একটি পার্লারের বিভিন্ন কক্ষে সিসি ক্যামেরার স্থাপানের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে ধানমণ্ডি থানা পুলিশ। এই ঘটনায় থানা পুলিশ বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে।

গ্রেপ্তারা হলো- এমদাদুল হাসান, তসলিম আরিফ ইলিয়াস, এইচ এম জুয়েল খন্দকার। মামলার আসামিরা হলেন উইমেন্স ওয়ার্ল্ডের মালিক তসলিমা চৌধুরী কনা আলম, ফারনাস আলম, এমদাদুল হাসান, তসলিম আরিফ ইলিয়াস ও এইচ এম জুয়েল খন্দকার।

বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে এই মামলা দায়ের করা হয়। মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পারভেজ ইসলাম।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় এক নারী ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে উইমেন্স ওয়ার্ল্ডের ধানমন্ডি ২৭ নম্বরের শাখা থেকে ৮টি সিসি ক্যামেরা ও ক্যামেরার ডিভিআর জব্দ করে।

মামলার বিষয়ে ওসি পারভেজ ইসলাম বলেন, রাজধানীর ধানমণ্ডি ২৭ নম্বরের উইমেন্স ওয়ার্ল্ডের শাখায় ফেশিয়াল করতে যাওয়া এক ভুক্তভোগী নারীর অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালানো হয়।অভিযানে বিভিন্ন কক্ষে ৮টি সিসি ক্যামেরা ও ক্যামেরার ডিভিআর পাওয়া যায়। অভিযানে তিনজনকে আটক করা হয়। পরে পুলিশ বাদী হয়ে উইমেন্স ওয়ার্ল্ডের মালিকসহ পাঁচজনের নামে মামলা দায়ের করা হয়েছে।

ওসি জানান, আটক তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তবে কনা আলম ও ফারনাস আলম নামের দুজন মালিক পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

কেন স্পর্শকাতর কক্ষে ক্যামেরা স্থাপন করা হয়েছে জানতে চাইলে ওসি পারভেজ ইসলাম বলেন: গ্রেপ্তার তিন কর্মকর্তা আমাদের জানিয়েছেন মালিক পক্ষের সিদ্ধান্তেই ক্যামেরা লাগানো হয়েছে। এছাড়া জব্দ করা ক্যামেরার ডিভিআরে বিভিন্ন কক্ষের ফুটেজ থাকার প্রমাণ পাওয়া গেছে। তবে ক্যামেরার কোনো ফুটেজের অপব্যবহার হয়েছে কি না সেটি জানতে তদন্ত চলছে।

তিনি আরও বলেন, মৌখিক অভিযোগকারী নারী মানসিকভাবে বিপর্যস্ত হওয়ায় তিনি লিখিত অভিযোগ করেননি। তবে থানা পুলিশের অভিযানে স্পর্শকাতর স্থানে সিসিটিভি ক্যামেরা রাখার দায়ে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। গ্রেপ্তার তিন জনকে আদালতে পাঠানো হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বলেন, উইমেন্স ওয়ার্ল্ডের শাখায় গিয়ে পুলিশ ঘটনার সত্যতা পেয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

ট্যাগ:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ রাখুন

সংবাদ প্রকাশকের তথ্য

পার্লারের গোপন কক্ষে সিসি ক্যামেরা, গ্রেপ্তার ৩

আপডেট সময় ০৫:৫৮:৩১ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩

রাজধানীর ধানমণ্ডিতে উইমেন্স ওয়ার্ল্ড নামের একটি পার্লারের বিভিন্ন কক্ষে সিসি ক্যামেরার স্থাপানের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে ধানমণ্ডি থানা পুলিশ। এই ঘটনায় থানা পুলিশ বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে।

গ্রেপ্তারা হলো- এমদাদুল হাসান, তসলিম আরিফ ইলিয়াস, এইচ এম জুয়েল খন্দকার। মামলার আসামিরা হলেন উইমেন্স ওয়ার্ল্ডের মালিক তসলিমা চৌধুরী কনা আলম, ফারনাস আলম, এমদাদুল হাসান, তসলিম আরিফ ইলিয়াস ও এইচ এম জুয়েল খন্দকার।

বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে এই মামলা দায়ের করা হয়। মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পারভেজ ইসলাম।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় এক নারী ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে উইমেন্স ওয়ার্ল্ডের ধানমন্ডি ২৭ নম্বরের শাখা থেকে ৮টি সিসি ক্যামেরা ও ক্যামেরার ডিভিআর জব্দ করে।

মামলার বিষয়ে ওসি পারভেজ ইসলাম বলেন, রাজধানীর ধানমণ্ডি ২৭ নম্বরের উইমেন্স ওয়ার্ল্ডের শাখায় ফেশিয়াল করতে যাওয়া এক ভুক্তভোগী নারীর অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালানো হয়।অভিযানে বিভিন্ন কক্ষে ৮টি সিসি ক্যামেরা ও ক্যামেরার ডিভিআর পাওয়া যায়। অভিযানে তিনজনকে আটক করা হয়। পরে পুলিশ বাদী হয়ে উইমেন্স ওয়ার্ল্ডের মালিকসহ পাঁচজনের নামে মামলা দায়ের করা হয়েছে।

ওসি জানান, আটক তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তবে কনা আলম ও ফারনাস আলম নামের দুজন মালিক পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

কেন স্পর্শকাতর কক্ষে ক্যামেরা স্থাপন করা হয়েছে জানতে চাইলে ওসি পারভেজ ইসলাম বলেন: গ্রেপ্তার তিন কর্মকর্তা আমাদের জানিয়েছেন মালিক পক্ষের সিদ্ধান্তেই ক্যামেরা লাগানো হয়েছে। এছাড়া জব্দ করা ক্যামেরার ডিভিআরে বিভিন্ন কক্ষের ফুটেজ থাকার প্রমাণ পাওয়া গেছে। তবে ক্যামেরার কোনো ফুটেজের অপব্যবহার হয়েছে কি না সেটি জানতে তদন্ত চলছে।

তিনি আরও বলেন, মৌখিক অভিযোগকারী নারী মানসিকভাবে বিপর্যস্ত হওয়ায় তিনি লিখিত অভিযোগ করেননি। তবে থানা পুলিশের অভিযানে স্পর্শকাতর স্থানে সিসিটিভি ক্যামেরা রাখার দায়ে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। গ্রেপ্তার তিন জনকে আদালতে পাঠানো হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বলেন, উইমেন্স ওয়ার্ল্ডের শাখায় গিয়ে পুলিশ ঘটনার সত্যতা পেয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।