ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

পোন উৎসবে যৌনমিলনে অচেনা পুরুষের সঙ্গে মাতেন বউরা

ইন্দোনেশিয়ায় একটি অদ্ভুত ঐতিহ্য। এখানে প্রতি বছর নারীরা অচেনা পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হন। এই সম্পর্কের বিষয়ে বিবাহিত মহিলাদের স্বামীরাও অবগত থাকেন। তাদের এই রীতি বহু পুরনো।

ইন্দোনেশিয়ার পোন উৎসবের সময়, বিপুল সংখ্যক নারী-পুরুষ কেমুকাস পর্বতে পৌঁছন। এখানে মহিলারা একজন অচেনা ব্যক্তিকে খোঁজেন এবং তারপর তার সঙ্গে সঙ্গম করেন৷ এই উৎসবের রীতি অনুযায়ী প্রতি ৩৫ দিন পরপর এই ভাবে শারীরিক মিলনে লিপ্ত হতে হয়৷ এবং তা ৭ বার পূরণ করতে হয়ে৷ এভাবেই এই বিশেষ অনুষ্ঠানের রীতি সম্পন্ন হয়৷

এই ঐতিহ্যের পিছনে রয়েছে এক বিশেষ ইতিহাস৷ ষোড়শ শতাব্দীতে জাবায় পাঙ্গেরান সামোদ্রো নামে একজন রাজা ছিলেন। তিনি তার সৎ মা নাই ওনট্রোভুলানের প্রতি মোহগ্রস্ত ছিলেন। তারা সোলো-তে পালিয়ে যান৷ এক রাতে দু’জনে যখন রতিক্রিয়ায় মত্ত, তখন দু’জনেই খুন হন। এটা বিশ্বাস করা হয় যে পাঞ্জেরান সামোদ্রো এবং নয়ি অন্ট্রভুলান মৃত্যুর আগে যে মিলন সম্পূর্ণ করতে পারেনি, সেই কাজটিই সম্পন্ন করেন গ্রামের মহিলারা৷ এটাও বিশ্বাস করা হয় যে এর মাধ্যমে সব অশান্তি ও ঝামেলা শেষ হয় এবং বাড়িতে সমৃদ্ধি আসে।

এমনও একটি বিশ্বাস রয়েছে যে প্যাঙ্গেরান সামোদ্রো এবং নয়ি অন্ট্রভুলান শারীরিক সম্পর্ক করে পাপ করেছিলেন কারণ তাদের মধ্যে সম্পর্ক ছিল মা ও ছেলের। যদি কোন মহিলা বা পুরুষ অপরিচিত ব্যক্তির সঙ্গে সহবাস করেন তবে তিনিও পাপ করছেন। এবং এই ‘পাপ’ কর্মের ফলে সামোদ্রো এবং অন্ট্রভুলান তাদের আশীর্বাদ করছেন৷ যা সাধারণ গ্রামের মহিলাদের জীবনে সুখ-শান্তি বয়ে নিয়ে আসবে৷ ফলে এই পাপ আখেরে পুণ্য ডেকে নিয়ে আসবে তাদের জীবনে৷

জাভার সোলো গ্রামে কেমুকাস পর্বতে পোন উৎসব উদযাপিত হয়। এখানে আসা লোকেরা প্রথমে প্যাঙ্গেরান সামোদ্রো এবং নাই ওনট্রোভুলানের সমাধিতে ফুল দিয়ে পুজো করেন। তারপর পুকুরে স্নান করার পর সঙ্গীর সঙ্গে যৌনমিলন করেন। এভাবেই উৎসবের বিশেষ রীতি পালন হয়৷

ট্যাগ:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ রাখুন

সংবাদ প্রকাশকের তথ্য

পোন উৎসবে যৌনমিলনে অচেনা পুরুষের সঙ্গে মাতেন বউরা

আপডেট সময় ০১:২৮:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪

ইন্দোনেশিয়ায় একটি অদ্ভুত ঐতিহ্য। এখানে প্রতি বছর নারীরা অচেনা পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হন। এই সম্পর্কের বিষয়ে বিবাহিত মহিলাদের স্বামীরাও অবগত থাকেন। তাদের এই রীতি বহু পুরনো।

ইন্দোনেশিয়ার পোন উৎসবের সময়, বিপুল সংখ্যক নারী-পুরুষ কেমুকাস পর্বতে পৌঁছন। এখানে মহিলারা একজন অচেনা ব্যক্তিকে খোঁজেন এবং তারপর তার সঙ্গে সঙ্গম করেন৷ এই উৎসবের রীতি অনুযায়ী প্রতি ৩৫ দিন পরপর এই ভাবে শারীরিক মিলনে লিপ্ত হতে হয়৷ এবং তা ৭ বার পূরণ করতে হয়ে৷ এভাবেই এই বিশেষ অনুষ্ঠানের রীতি সম্পন্ন হয়৷

এই ঐতিহ্যের পিছনে রয়েছে এক বিশেষ ইতিহাস৷ ষোড়শ শতাব্দীতে জাবায় পাঙ্গেরান সামোদ্রো নামে একজন রাজা ছিলেন। তিনি তার সৎ মা নাই ওনট্রোভুলানের প্রতি মোহগ্রস্ত ছিলেন। তারা সোলো-তে পালিয়ে যান৷ এক রাতে দু’জনে যখন রতিক্রিয়ায় মত্ত, তখন দু’জনেই খুন হন। এটা বিশ্বাস করা হয় যে পাঞ্জেরান সামোদ্রো এবং নয়ি অন্ট্রভুলান মৃত্যুর আগে যে মিলন সম্পূর্ণ করতে পারেনি, সেই কাজটিই সম্পন্ন করেন গ্রামের মহিলারা৷ এটাও বিশ্বাস করা হয় যে এর মাধ্যমে সব অশান্তি ও ঝামেলা শেষ হয় এবং বাড়িতে সমৃদ্ধি আসে।

এমনও একটি বিশ্বাস রয়েছে যে প্যাঙ্গেরান সামোদ্রো এবং নয়ি অন্ট্রভুলান শারীরিক সম্পর্ক করে পাপ করেছিলেন কারণ তাদের মধ্যে সম্পর্ক ছিল মা ও ছেলের। যদি কোন মহিলা বা পুরুষ অপরিচিত ব্যক্তির সঙ্গে সহবাস করেন তবে তিনিও পাপ করছেন। এবং এই ‘পাপ’ কর্মের ফলে সামোদ্রো এবং অন্ট্রভুলান তাদের আশীর্বাদ করছেন৷ যা সাধারণ গ্রামের মহিলাদের জীবনে সুখ-শান্তি বয়ে নিয়ে আসবে৷ ফলে এই পাপ আখেরে পুণ্য ডেকে নিয়ে আসবে তাদের জীবনে৷

জাভার সোলো গ্রামে কেমুকাস পর্বতে পোন উৎসব উদযাপিত হয়। এখানে আসা লোকেরা প্রথমে প্যাঙ্গেরান সামোদ্রো এবং নাই ওনট্রোভুলানের সমাধিতে ফুল দিয়ে পুজো করেন। তারপর পুকুরে স্নান করার পর সঙ্গীর সঙ্গে যৌনমিলন করেন। এভাবেই উৎসবের বিশেষ রীতি পালন হয়৷