ঢাকা ০১:২১ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ভোলার গ্যাস আসছে ঢাকার শিল্পাঞ্চলে

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৩:২৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩
  • ১০০ ভিউ হয়েছে

প্রথমবারের মতো ভোলার গ্যাস আসছে রাজধানী ঢাকায়। তবে পাইপলাইনে নয়, দ্বীপ জেলা ভোলা থেকে ঢাকার শিল্পাঞ্চলে গ্যাস আসছে সিএনজি আকারে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এ সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ভোলার গ্যাস বরিশাল, খুলনার শিল্প এবং বিদ্যুতে ব্যবহারে গুরুত্ব দেওয়া হচ্ছে।নসরুল হামিদ জানান, ভোলার গ্যাস বিভিন্ন উপায়ে কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে এ কার্যক্রম উদ্বোধন করেন জ্বালানি ও খনিজসম্পদ সচিব নুরুল আলম।

তিনি জানান, বোতলজাত এ প্রাকৃতিক গ্যাস শুরুতে পাবেন তিতাসের শিল্প গ্রাহকেরা। প্রতি ইউনিট এ গ্যাসের দাম পড়বে ৪৩ টাকা। চাহিদা দিলে একেকটি গাড়িতে সাড়ে ৬ হাজার ঘনমিটার সিএনজি পৌঁছে যাবে সংকটে থাকা শিল্পে।শুরুতে দৈনিক ৫ এমএমসওএফ গ্যাস আনা হলেও আগামী বছর তা উন্নীত করা হবে ২০ এমএমসিএফে।

অনুষ্ঠানে পেট্রোবাংলা চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার বলেন, কূপ খনন বাড়ানো গেলে দেশেই আরও তেল-গ্যাসের সন্ধান মিলবে৷ কমবে ঘাটতি।বোতলজাত এ গ্যাস সরবরাহের কাজ করছে ইন্ট্রাকো রিফুয়েলিং। দেশে নতুন এ উদ্যোগের সফলতা মিললে এমনভাবে গ্যাস সরবরাহে জোর দেওয়ার কথা জানিয়েছেন নীতি নির্ধারকেরা।

১৯৯৫ সালে দ্বীপ জেলা ভোলার বোরহানউদ্দিনে সন্ধান মেলে প্রাকৃতিক গ্যাসের। এরপর ২০০৯ ও ২০২৩ সালেও গ্যাসকূপের সন্ধান পাওয়া যায়। তবে মূল ভুখণ্ড থেকে জলপথে বিচ্ছিন্ন এলাকার গ্যাস পাইপলাইনের অভাবে পুরোপুরি কাজে লাগানো যাচ্ছিল না। এখন পাইপলাইন ছাড়াই সিএনজি আকারে জলপথে ঢাকায় আসবে ভোলার গ্যাস।

ট্যাগ:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ রাখুন

সংবাদ প্রকাশকের তথ্য

ভোলার গ্যাস আসছে ঢাকার শিল্পাঞ্চলে

আপডেট সময় ০৩:২৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩

প্রথমবারের মতো ভোলার গ্যাস আসছে রাজধানী ঢাকায়। তবে পাইপলাইনে নয়, দ্বীপ জেলা ভোলা থেকে ঢাকার শিল্পাঞ্চলে গ্যাস আসছে সিএনজি আকারে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এ সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ভোলার গ্যাস বরিশাল, খুলনার শিল্প এবং বিদ্যুতে ব্যবহারে গুরুত্ব দেওয়া হচ্ছে।নসরুল হামিদ জানান, ভোলার গ্যাস বিভিন্ন উপায়ে কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে এ কার্যক্রম উদ্বোধন করেন জ্বালানি ও খনিজসম্পদ সচিব নুরুল আলম।

তিনি জানান, বোতলজাত এ প্রাকৃতিক গ্যাস শুরুতে পাবেন তিতাসের শিল্প গ্রাহকেরা। প্রতি ইউনিট এ গ্যাসের দাম পড়বে ৪৩ টাকা। চাহিদা দিলে একেকটি গাড়িতে সাড়ে ৬ হাজার ঘনমিটার সিএনজি পৌঁছে যাবে সংকটে থাকা শিল্পে।শুরুতে দৈনিক ৫ এমএমসওএফ গ্যাস আনা হলেও আগামী বছর তা উন্নীত করা হবে ২০ এমএমসিএফে।

অনুষ্ঠানে পেট্রোবাংলা চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার বলেন, কূপ খনন বাড়ানো গেলে দেশেই আরও তেল-গ্যাসের সন্ধান মিলবে৷ কমবে ঘাটতি।বোতলজাত এ গ্যাস সরবরাহের কাজ করছে ইন্ট্রাকো রিফুয়েলিং। দেশে নতুন এ উদ্যোগের সফলতা মিললে এমনভাবে গ্যাস সরবরাহে জোর দেওয়ার কথা জানিয়েছেন নীতি নির্ধারকেরা।

১৯৯৫ সালে দ্বীপ জেলা ভোলার বোরহানউদ্দিনে সন্ধান মেলে প্রাকৃতিক গ্যাসের। এরপর ২০০৯ ও ২০২৩ সালেও গ্যাসকূপের সন্ধান পাওয়া যায়। তবে মূল ভুখণ্ড থেকে জলপথে বিচ্ছিন্ন এলাকার গ্যাস পাইপলাইনের অভাবে পুরোপুরি কাজে লাগানো যাচ্ছিল না। এখন পাইপলাইন ছাড়াই সিএনজি আকারে জলপথে ঢাকায় আসবে ভোলার গ্যাস।