ঢাকা ০৪:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মেট্রোরেলে নারীদের স্বস্তির যাত্রা

মেট্রোরেলের নারীদের জন্য নির্ধারিত কোচটি কর্মজীবী, শিক্ষার্থী বা গৃহিনী সবার কাছেই পছন্দের গণপরিবহন হয়ে উঠেছে। অফিস সময় বা এর আগে পরে প্রায় সবসময়ই এই কোচটি যাত্রীতে পরিপূর্ণ থাকে। তবে মেয়েদের নেই কোন অভিযোগ বরং বেশ স্বস্তি নিয়েই যাতায়াত করছে তারা। আরো একটি কোচ বাড়ানোর আহ্বানও জানান নারী যাত্রীরা।

এ যেন অন্য রকম এক চিত্র। এতো এতো নারী একসাথে গাদাগাদি করে বসে বা দাঁড়িয়ে মেট্রোরেলে যাতায়াত করছে কিন্তু তাতেও নেই কারো কোন অস্বস্তি বা সংকোচ। বরং সবাই সবাইকে জায়গা করে দিচ্ছে বা সহযোগিতা করছে। একটু সময়ের জন্য হলেও গল্প বা আড্ডার পরিবেশও তৈরি হচ্ছে কখনো কখনো।

মেট্রোরেলের এই নারী কোচে প্রতিদিন চলাফেরা করছে হাজার হাজার নারী। কর্মজীবী, শিক্ষার্থী বা গৃহিনী, তরুনী বা বৃদ্ধ সবারই এখন পছন্দের গণপরিবহ হয়ে উঠেছে মেট্রোরেলের এই কোচ।

কর্মক্ষেত্রে নারীর পদচারণা বাড়লেও রাজধানীতে কর্মজীবী নারীদের জন্য নিরাপদ গণপরিবহনের ব্যবস্থা নেই। দুই একটি রুটে নারীদের জন্য আলাদা বাস চলাচল করলেও তা জনপ্রিয় করা যায়নি। এছাড়া অন্য বাসগুলোতে নারীদের জন্য আলাদা সিট থাকলেও তা তেমন কার্যকরী হয়নি। সেই জায়গায় মোট্রেরেলে নারীদের আলাদা কোচটি অনেকটাই নিরাপদ করেছে মেয়েদের পথচলা। উত্তরা থেকে মতিঝিল, এই পথের নারী যাত্রীরা এখন প্রায় সবাই স্বাচ্ছন্দে যাতায়াত করছে।

ছয়টি কোচ নিয়ে সকাল সাতটা দশ থেকে রাত আটটা চল্লিশ পর্যন্ত চলাচল করছে মেট্রোরেল। প্রতিটি ট্রেনের প্রথম কোচটিই নারী যাত্রীদের জন্য নির্ধারিত।

যাত্রী সংখ্যা বাড়তে থাকায় নারীদের আরও একটি আলাদা কোচ বাড়ানোর পরিকল্পনা আছে বলে জানিয়েছেন মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।

আপাতত সাধারণ নারী যাত্রীদের অফিস সময়টা পরিহার করার পরামর্শও দেন তিনি।

ট্যাগ:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ রাখুন

সংবাদ প্রকাশকের তথ্য

মেট্রোরেলে নারীদের স্বস্তির যাত্রা

আপডেট সময় ০৭:০৯:৫২ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪

মেট্রোরেলের নারীদের জন্য নির্ধারিত কোচটি কর্মজীবী, শিক্ষার্থী বা গৃহিনী সবার কাছেই পছন্দের গণপরিবহন হয়ে উঠেছে। অফিস সময় বা এর আগে পরে প্রায় সবসময়ই এই কোচটি যাত্রীতে পরিপূর্ণ থাকে। তবে মেয়েদের নেই কোন অভিযোগ বরং বেশ স্বস্তি নিয়েই যাতায়াত করছে তারা। আরো একটি কোচ বাড়ানোর আহ্বানও জানান নারী যাত্রীরা।

এ যেন অন্য রকম এক চিত্র। এতো এতো নারী একসাথে গাদাগাদি করে বসে বা দাঁড়িয়ে মেট্রোরেলে যাতায়াত করছে কিন্তু তাতেও নেই কারো কোন অস্বস্তি বা সংকোচ। বরং সবাই সবাইকে জায়গা করে দিচ্ছে বা সহযোগিতা করছে। একটু সময়ের জন্য হলেও গল্প বা আড্ডার পরিবেশও তৈরি হচ্ছে কখনো কখনো।

মেট্রোরেলের এই নারী কোচে প্রতিদিন চলাফেরা করছে হাজার হাজার নারী। কর্মজীবী, শিক্ষার্থী বা গৃহিনী, তরুনী বা বৃদ্ধ সবারই এখন পছন্দের গণপরিবহ হয়ে উঠেছে মেট্রোরেলের এই কোচ।

কর্মক্ষেত্রে নারীর পদচারণা বাড়লেও রাজধানীতে কর্মজীবী নারীদের জন্য নিরাপদ গণপরিবহনের ব্যবস্থা নেই। দুই একটি রুটে নারীদের জন্য আলাদা বাস চলাচল করলেও তা জনপ্রিয় করা যায়নি। এছাড়া অন্য বাসগুলোতে নারীদের জন্য আলাদা সিট থাকলেও তা তেমন কার্যকরী হয়নি। সেই জায়গায় মোট্রেরেলে নারীদের আলাদা কোচটি অনেকটাই নিরাপদ করেছে মেয়েদের পথচলা। উত্তরা থেকে মতিঝিল, এই পথের নারী যাত্রীরা এখন প্রায় সবাই স্বাচ্ছন্দে যাতায়াত করছে।

ছয়টি কোচ নিয়ে সকাল সাতটা দশ থেকে রাত আটটা চল্লিশ পর্যন্ত চলাচল করছে মেট্রোরেল। প্রতিটি ট্রেনের প্রথম কোচটিই নারী যাত্রীদের জন্য নির্ধারিত।

যাত্রী সংখ্যা বাড়তে থাকায় নারীদের আরও একটি আলাদা কোচ বাড়ানোর পরিকল্পনা আছে বলে জানিয়েছেন মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।

আপাতত সাধারণ নারী যাত্রীদের অফিস সময়টা পরিহার করার পরামর্শও দেন তিনি।