ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

শিশুদের সামনে যা করবেন না

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৯:০৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪
  • ৫২ ভিউ হয়েছে

শিশুদের সামনে যেমন আচারণ করা হবে, তেমনভাবেই গড়ে ওঠে শিশুরা। বিশেষ করে বাবা-মায়ের সংস্পর্শে তাদের মন ও মস্তিষ্কে বিশেষ প্রভাব পড়ে থাকে।

তাই শিশুদের সামনে নিত্যদিনের আচারণের পূর্বে সতর্ক হতে হয় বাবা-মায়ের। আর ঠিক সেই কারণেই এবার থেকে এড়িয়ে চলতে হবে কিছু ভুল।

নিজেকে শোধরান:

অনেক সময়ই বাচ্চাদের আচরণ নিয়ে স্কুল কিংবা স্কুলের বাইরে থেকে অভিযোগ আসে। বার বার এমন অভিযোগ এলে নিজেদের সতর্ক হতে হবে। খতিয়ে দেখেন হবে তাঁর এমন আচরণের পিছনে আপনারা দায়ী নন তো।

বাড়ির বড়রা জোরে কথা বললে ওটাকে স্বাভাবিক বলে ধরে নেয় শিশুরা। তাই বাচ্চাদের সামনে আস্তে কথা বলুন।

টিভি বা মোবাইলের কনটেন্ট নিয়ে সাবধান:

ইন্টারনেটের বদৌলতে দুনিয়া এখন হাতের মুঠোয়। স্মার্টফোনের কারণে যা আজ আরও সহজলভ্য হয়ে উঠেছে। ইউটিউব কিংবা ওটিটির মাধ্যমে বিভিন্ন কনটেন্টে ভায়োলেন্স থেকে ইমোশন, সবকিছুই মেশানো থাকে। তাই তার প্রতিঘাতও হয় গভীর। যে কারণে শিশুদের সামনে ভায়োলেন্স কনটেন্ট দেখা এড়িয়ে চলতে হবে। মনে রাখতে হবে, খুদের কিন্তু বাস্তবটা বুঝে নেওয়ার বিচারবুদ্ধি নেই। তাই মাত্রাতিরিক্ত হিংসাত্মক দৃশ্য গভীর প্রভাব ফেলতে পারে।

তাড়ান নেগেটিভিটি:

বাড়ির পরিবেশ হওয়া উচিত শান্ত ও বন্ধুত্বপূর্ণ। বাড়িতে যাতে খুব বেশি চেঁচামেচি না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। আত্মীয়দের নেগেটিভ চিন্তাভাবনা থেকে সন্তানকে আড়াল করে রাখতে হবে। নয়তো ছোট বয়স থেকেই বাচ্চার মনে জায়গা করে নেবে নেচিবাচক চিন্তাভাবনা। ফলে বাচ্চা হারিয়ে ফেলবে তার সহজ সরল ব্যক্তিত্ব।

এড়িয়ে চলুন কর্কশ শব্দ:

বাচ্চার সামনে কোনও অশোভন শব্দ উচ্চারণ করা যাবে না। এমনকী বাচ্চাকে বকাঝকার সময়ও এমন কোনও শব্দ বলা যাবে না, যা তাঁর মনে আঘাত করতে পারে।

আপনার মুখের অশোভন শব্দ শুনে শিশরা তা পরবর্তীতে ব্যবহার করতে পারে। তাই এ বিষয়ে যথেষ্ট সতর্ক হতে হবে।

ট্যাগ:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ রাখুন

সংবাদ প্রকাশকের তথ্য

শিশুদের সামনে যা করবেন না

আপডেট সময় ০৯:০৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪

শিশুদের সামনে যেমন আচারণ করা হবে, তেমনভাবেই গড়ে ওঠে শিশুরা। বিশেষ করে বাবা-মায়ের সংস্পর্শে তাদের মন ও মস্তিষ্কে বিশেষ প্রভাব পড়ে থাকে।

তাই শিশুদের সামনে নিত্যদিনের আচারণের পূর্বে সতর্ক হতে হয় বাবা-মায়ের। আর ঠিক সেই কারণেই এবার থেকে এড়িয়ে চলতে হবে কিছু ভুল।

নিজেকে শোধরান:

অনেক সময়ই বাচ্চাদের আচরণ নিয়ে স্কুল কিংবা স্কুলের বাইরে থেকে অভিযোগ আসে। বার বার এমন অভিযোগ এলে নিজেদের সতর্ক হতে হবে। খতিয়ে দেখেন হবে তাঁর এমন আচরণের পিছনে আপনারা দায়ী নন তো।

বাড়ির বড়রা জোরে কথা বললে ওটাকে স্বাভাবিক বলে ধরে নেয় শিশুরা। তাই বাচ্চাদের সামনে আস্তে কথা বলুন।

টিভি বা মোবাইলের কনটেন্ট নিয়ে সাবধান:

ইন্টারনেটের বদৌলতে দুনিয়া এখন হাতের মুঠোয়। স্মার্টফোনের কারণে যা আজ আরও সহজলভ্য হয়ে উঠেছে। ইউটিউব কিংবা ওটিটির মাধ্যমে বিভিন্ন কনটেন্টে ভায়োলেন্স থেকে ইমোশন, সবকিছুই মেশানো থাকে। তাই তার প্রতিঘাতও হয় গভীর। যে কারণে শিশুদের সামনে ভায়োলেন্স কনটেন্ট দেখা এড়িয়ে চলতে হবে। মনে রাখতে হবে, খুদের কিন্তু বাস্তবটা বুঝে নেওয়ার বিচারবুদ্ধি নেই। তাই মাত্রাতিরিক্ত হিংসাত্মক দৃশ্য গভীর প্রভাব ফেলতে পারে।

তাড়ান নেগেটিভিটি:

বাড়ির পরিবেশ হওয়া উচিত শান্ত ও বন্ধুত্বপূর্ণ। বাড়িতে যাতে খুব বেশি চেঁচামেচি না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। আত্মীয়দের নেগেটিভ চিন্তাভাবনা থেকে সন্তানকে আড়াল করে রাখতে হবে। নয়তো ছোট বয়স থেকেই বাচ্চার মনে জায়গা করে নেবে নেচিবাচক চিন্তাভাবনা। ফলে বাচ্চা হারিয়ে ফেলবে তার সহজ সরল ব্যক্তিত্ব।

এড়িয়ে চলুন কর্কশ শব্দ:

বাচ্চার সামনে কোনও অশোভন শব্দ উচ্চারণ করা যাবে না। এমনকী বাচ্চাকে বকাঝকার সময়ও এমন কোনও শব্দ বলা যাবে না, যা তাঁর মনে আঘাত করতে পারে।

আপনার মুখের অশোভন শব্দ শুনে শিশরা তা পরবর্তীতে ব্যবহার করতে পারে। তাই এ বিষয়ে যথেষ্ট সতর্ক হতে হবে।