ঢাকা ১২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

৪৫তম বিসিএসের স্থগিত লিখিত পরীক্ষা জানুয়ারির শেষে

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সবকিছু ঠিক থাকলে চলতি জানুয়ারি মাসের শেষ সপ্তাহে স্থগিত লিখিত পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করছে পিএসসি।

শুক্রবার (৫ জানুয়ারি) পিএসসি পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাস এ তথ্য জানান। তিনি বলেন, ৪৫তম বিসিএসের স্থগিত লিখিত পরীক্ষা চলতি মাসের শেষ সপ্তাহে আয়োজনের পরিকল্পনা রয়েছে। আগামী ১০ জানুয়ারি এ বিষয়ে সভা হওয়ার কথা রয়েছে। সভায় পরীক্ষা আয়োজনের বিষয়টি চূড়ান্ত করা হতে পারে।

গত ২৭ নভেম্বর থেকে ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা শুরুর কথা ছিল। কিন্তু অনিবার্য কারণে এ পরীক্ষা স্থগিত করার কথা জানায় পিএসসি।

এর আগে, গত ৬ জুন ৪৫তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করে পিএসসি। এতে উত্তীর্ণ হন ১২ হাজার ৭৮৯ জন। এ বিসিএসের মাধ্যমে মোট ২ হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে। নন-ক্যাডারে নেওয়া হবে ১ হাজার ২২ জনকে।

তবে ২ হাজার ৩০৯ ক্যাডারের মধ্যে সবচেয়ে বেশি ৫৩৯ জন নিয়োগ হবে স্বাস্থ্য ক্যাডারে। এরপর ৪৩৭ জন নিয়োগ পাবেন শিক্ষা ক্যাডারে। এ ছাড়া পুলিশে ৮০, কাস্টমসে ৫৪ ও প্রশাসনে ২৭৪ জনকে নিয়োগ দেওয়া হবে।

ট্যাগ:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ রাখুন

সংবাদ প্রকাশকের তথ্য

৪৫তম বিসিএসের স্থগিত লিখিত পরীক্ষা জানুয়ারির শেষে

আপডেট সময় ০৭:৪৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সবকিছু ঠিক থাকলে চলতি জানুয়ারি মাসের শেষ সপ্তাহে স্থগিত লিখিত পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করছে পিএসসি।

শুক্রবার (৫ জানুয়ারি) পিএসসি পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাস এ তথ্য জানান। তিনি বলেন, ৪৫তম বিসিএসের স্থগিত লিখিত পরীক্ষা চলতি মাসের শেষ সপ্তাহে আয়োজনের পরিকল্পনা রয়েছে। আগামী ১০ জানুয়ারি এ বিষয়ে সভা হওয়ার কথা রয়েছে। সভায় পরীক্ষা আয়োজনের বিষয়টি চূড়ান্ত করা হতে পারে।

গত ২৭ নভেম্বর থেকে ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা শুরুর কথা ছিল। কিন্তু অনিবার্য কারণে এ পরীক্ষা স্থগিত করার কথা জানায় পিএসসি।

এর আগে, গত ৬ জুন ৪৫তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করে পিএসসি। এতে উত্তীর্ণ হন ১২ হাজার ৭৮৯ জন। এ বিসিএসের মাধ্যমে মোট ২ হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে। নন-ক্যাডারে নেওয়া হবে ১ হাজার ২২ জনকে।

তবে ২ হাজার ৩০৯ ক্যাডারের মধ্যে সবচেয়ে বেশি ৫৩৯ জন নিয়োগ হবে স্বাস্থ্য ক্যাডারে। এরপর ৪৩৭ জন নিয়োগ পাবেন শিক্ষা ক্যাডারে। এ ছাড়া পুলিশে ৮০, কাস্টমসে ৫৪ ও প্রশাসনে ২৭৪ জনকে নিয়োগ দেওয়া হবে।