আগেই জানা গিয়েছে এবারের আইপিলের নিলাম অনুষ্ঠিত হবে ভারতের বাইরে। ভেন্যু হিসেবে আলোচনায় ছিল সৌদি আরবের বেশ কয়েকটি শহর। এবার জানা গেছে আইপিএলের নিলাম অনুষ্ঠিত হতে চলেছে সৌদি আরবের জেদ্দাতে।
আগামী ২৪ ও ২৫ নভেম্বর অনুষ্ঠিত হবে আইপিএলের নিলাম। আসন্ন এই নিলামের জন্য মোট ১ হাজার ৫৭৪ জন ক্রিকেটার নাম জমা দিয়েছেন। এর মধ্যে বিদেশি ক্রিকেটার আছেন ৪০৯ জন। আর ভারতীয় ক্রিকেটার রয়েছেন ১ হাজার ১৬৫ জন।
এর মধ্যে ৩২০জন ক্যাপড ও ১ হাজার ২২৪ জন আনক্যাপড ক্রিকেটার নাম লিখিয়েছেন। ৩০ জন ক্রিকেটার নাম জমা দিয়েছেন আইসিসির সহযোগী দেশগুলো থেকে। সবচেয়ে বেশি ৯১ জন ক্রিকেটার নাম দিয়েছেন সাউথ আফ্রিকা থেকে।
এর বাইরে আফগানিস্তানের ২৯, অস্ট্রেলিয়া ৭৬, বাংলাদেশ ১৩, কানাডা ৪, ইংল্যান্ড ৫২, আয়ারল্যান্ড ৯, ইতালি ১, নেদারল্যান্ডস ১২, নিউজিল্যান্ড ৩, স্কটল্যান্ড, শ্রীলঙ্কা ২৯, সংযুক্ত আরব আমিরাতের ১, যুক্তরাষ্ট্র ১০, ওয়েস্ট ইন্ডিজ ৩৩ ও জিম্বাবুয়ের ৮ ক্রিকেটার উঠবেন নিলামে।
আইপিএলের নিলাম শুরুর আগে এই তালিকা কিছুটা ছোট হয়ে আসবে। নিলামে এখনও পর্যন্ত কোন কোন ক্রিকেটার নাম লিখিয়েছেন তাদের নাম প্রকাশ করেনি আয়োজকরা। কদিন পরেই ক্রিকেটারদের মূল্য তালিকা প্রকাশের কথা রয়েছে আইপিএলের আয়োজকদের।