ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আর্থিক সংকট: অস্ত্র বেচে আয়ের পথে ইসলামাবাদ

আর্থিক সংকটে পাকিস্তান। শ্রীলঙ্কার মতো খাতায়-কলমে দেউলিয়া না হলেও স্বাধীনতার পর অন্যতম মন্দ সময়ের মধ্যে দিয়ে চলছে পাক অর্থনীতি। ডলারের দাম বেড়েই চলেছে, অগ্নিমূল্য নিত্য প্রয়োজনীয় জিনিস। এই অবস্থায় ইউক্রেনকে ৩৬৪ মিলিয়ান ডলারের (ভারতীয় মুদ্রায় ৩৬ কোটি টাকা) অস্ত্র বেচে আয়ের পথে ইসলামাবাদ।

বিবিসি ইর্দুর দাবি, গত বছর একটি আমেরিকান সংস্থার মাধ্যমে ইউক্রেনের সঙ্গে এই চুক্তি করে পাকিস্তান। যদিও অস্ত্র বেচার কথা প্রকাশ্যে বলতে নারাজ তারা।

সোমবার বিবিসি উর্দুর একটি প্রতিবেদনে বলা হয়েছে, রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাঁটি থেকে ব্রিটিশ কার্গো বিমানে ওই গোলাবারুদ নিয়ে যাওয়া হয়। সাইপ্রাস এবং রোমানিয়া হয়ে তা পৌঁছায় ইউক্রেনে। মোট পাঁচবার এভাবে ব্রিটিশ কার্গো বিমান যাতায়াত করেছে অস্ত্র সরবরাহে। যদিও পড়শি দেশ রোমানিয়া হয়ে ইউক্রেনকে অস্ত্র বেচার কথা বারবার অস্বীকার করেছে ইসলামাবাদ।

ব্রিটিশ সংবাদমাধ্যমের দাবি, দুটি আমেরিকান সংস্থা ‘গ্লোবাল মিলিটারি’ এবং ‘নর্থরোপ গ্রুমম্যানে’র মাধ্যমে ১৫৫মিমি কামানের গোলা বেচা হয়েছে। জানা গেছে, মার্কিন সংস্থার সঙ্গে পাকিস্তানের চুক্তি হয় ২০২২ সালের ১৭ আগস্ট।

উল্লেখ্য, ভিখারির দশা হওয়া পাক সরকার একাজ করতে পারে বলেই মনে করছে আন্তর্জাতিক মহল। যদিও কূটনৈতিক ক্ষেত্রে ‘নিরেপক্ষ’ অবস্থান নেওয়ায় সে কথা মুখে বলতে পারছে না ইসলামাবাদ।

ট্যাগ:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ রাখুন

সংবাদ প্রকাশকের তথ্য

আর্থিক সংকট: অস্ত্র বেচে আয়ের পথে ইসলামাবাদ

আপডেট সময় ০৬:১১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩

আর্থিক সংকটে পাকিস্তান। শ্রীলঙ্কার মতো খাতায়-কলমে দেউলিয়া না হলেও স্বাধীনতার পর অন্যতম মন্দ সময়ের মধ্যে দিয়ে চলছে পাক অর্থনীতি। ডলারের দাম বেড়েই চলেছে, অগ্নিমূল্য নিত্য প্রয়োজনীয় জিনিস। এই অবস্থায় ইউক্রেনকে ৩৬৪ মিলিয়ান ডলারের (ভারতীয় মুদ্রায় ৩৬ কোটি টাকা) অস্ত্র বেচে আয়ের পথে ইসলামাবাদ।

বিবিসি ইর্দুর দাবি, গত বছর একটি আমেরিকান সংস্থার মাধ্যমে ইউক্রেনের সঙ্গে এই চুক্তি করে পাকিস্তান। যদিও অস্ত্র বেচার কথা প্রকাশ্যে বলতে নারাজ তারা।

সোমবার বিবিসি উর্দুর একটি প্রতিবেদনে বলা হয়েছে, রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাঁটি থেকে ব্রিটিশ কার্গো বিমানে ওই গোলাবারুদ নিয়ে যাওয়া হয়। সাইপ্রাস এবং রোমানিয়া হয়ে তা পৌঁছায় ইউক্রেনে। মোট পাঁচবার এভাবে ব্রিটিশ কার্গো বিমান যাতায়াত করেছে অস্ত্র সরবরাহে। যদিও পড়শি দেশ রোমানিয়া হয়ে ইউক্রেনকে অস্ত্র বেচার কথা বারবার অস্বীকার করেছে ইসলামাবাদ।

ব্রিটিশ সংবাদমাধ্যমের দাবি, দুটি আমেরিকান সংস্থা ‘গ্লোবাল মিলিটারি’ এবং ‘নর্থরোপ গ্রুমম্যানে’র মাধ্যমে ১৫৫মিমি কামানের গোলা বেচা হয়েছে। জানা গেছে, মার্কিন সংস্থার সঙ্গে পাকিস্তানের চুক্তি হয় ২০২২ সালের ১৭ আগস্ট।

উল্লেখ্য, ভিখারির দশা হওয়া পাক সরকার একাজ করতে পারে বলেই মনে করছে আন্তর্জাতিক মহল। যদিও কূটনৈতিক ক্ষেত্রে ‘নিরেপক্ষ’ অবস্থান নেওয়ায় সে কথা মুখে বলতে পারছে না ইসলামাবাদ।