ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

এবছর দক্ষিণাঞ্চলে ৬ লাখ টন ইলিশ উৎপাদনের আশা

  • শাহ জালাল, বরিশাল
  • আপডেট সময় ১২:১৪:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
  • ১৩৪ ভিউ হয়েছে

এবারের মূল প্রজনন মৌসুমের ২২ দিনের ইলিশসহ সব ধরনের মাছ আহরন নিষেধাজ্ঞাকালীন গত ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিনের নিষেধাজ্ঞাকালীন সময়ে দেশের ইলিশ প্রজন্মে আরো অন্তত ৪১ হাজার কোটি জাটকা যুক্ত হয়েছে বলে মনে করছেন মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীগণ। ফলে আগামী ৩০ জুন পর্যন্ত চলমান ‘জাটকা নিধন বিরোধী অভিযান’ সুষ্ঠুভাবে কার্যকর হলে চলতি অর্থ বছরে দেশে ইলিশের উৎপাদন ৬ লাখ টনে উন্নীত হতে পারে বলেও মনে করছেন মৎস্য বিজ্ঞানীরা।

এসময়ে দক্ষিণাঞ্চলের অভ্যন্তরীণ ও উপকূলীয় প্রজনন এলাকায় ৫২.০৪ ভাগ মা ইলিশ ডিম ছেড়েছে। ফলে এবার গত বছরের একই সময়ের তুলনায় দশমিক ৫ ভাগ বেশী ডিম ছাড়ার পাশাপাশি আরো অন্তত ৩৫ ভাগ মা ইলিশ ডিম ছাড়ারত ছিল বলে গবেষণা ইনস্টিটিউটের দায়িত্বশীল সূত্রে জানা গেছে। গত বছর মূল প্রজনন মৌসুমে প্রায় ৮ লাখ ৫ হাজার কেজি ডিম ছাড়ে মা ইলিশ। যার প্রস্ফুটনে দেশে ৪০ হাজার ২৭৬ কোটি জাটকা ইলিশ পরিবারে যুক্ত হয়েছিল।

এবারের ২২ দিনের আহরন নিষিদ্ধকালীন সময়ে উপকূলের বিশাল জেলে সম্প্রদায়ের সামাজিক নিরাপত্তায় ৩৭টি জেলার ১৫৫টি উপজেলার ৫ লাখ ৫৪ হাজার ৮৮৭টি জেলে পরিবারের মাঝে ২৫ কেজি করে ১৩ হাজার ৮৭২ টন চাল বিতরন করা হয়েছে । এরমধ্যে শুধুমাত্র বরিশাল বিভাগের ৩ লাখ ৭ হাজার ৮৪১ জেলে পরিবারের মাঝে প্রায় ৭ হাজার ৭শ টন চাল বিতরন করা হয়েছে বলে মৎস্য অধিপ্তরের বরিশাল বিভাগের উপ-পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস জানিয়েছেন। তার মতে, দেশে উৎপাদিত ইলিশের প্রায় ৭০%-ই বরিশাল বিভাগের অভ্যন্তরীণ নদ-নদী ও উপকূলীয় এলাকায় উৎপাদন ও আহরন হচ্ছে।

স্রোতের বিপরীতে প্রতিদিন ৭১ কিলোমিটার পর্যন্ত ছুটে চলা অভিপ্রয়াণী মাছ ইলিশ জীবনচক্রে স্বাদু পানি থেকে সমুদ্রের নোনা পানিতে এবং সেখান থেকে পুনরায় স্বাদু পানিতে অভিপ্রয়াণ করে। মৎস্য বিজ্ঞানীদের মতে, বাংলাদেশের ইকোসিষ্টেমে সারা বছরই ৩০% ইলিশ ডিম বহন করে। বাকি ৭০% আশ্বিনের বড় পূর্ণিমা ও অমাবশ্যার আগে পরে ডিম ছাড়ছে।

আশ্বিনের ভরা মৌসুমে ভোলার তজুমদ্দিন উপজেলার উত্তর তজুমদ্দিন থেকে পশ্চিম সৈয়দ আউলিয়া পয়েন্ট, কলাপাড়ার লতাচাপলি পয়েন্ট এবং লাতাচাপলী ইউনিয়নের লেবুর বাগান পয়েন্ট, মঠাবাড়িয়ার সাপলেজা সংলগ্ন ভাইজোড়া পয়েন্ট, শরনখোলার পক্ষিরচর ও বগী এলাকা, শাহেরখালী থেকে হাতিকন্দি ও উত্তর কুতবদিয়া থেকে গন্ডামারা পয়েন্টে মা ইলিশের অত্যাধিক প্রাচুর্য চিহ্নিত করে এই ৭ হাজার ৩৪২ বর্গ কিলোমিটার নদ-নদীতে ২২ দিন সবধরনের মৎস্য আহরন সম্পূর্ণ নিষিদ্ধ ছিল ।

হিলসা ফিসারিজ ম্যানেজমেন্ট অ্যাকশন প্লানের আওতায় ২০০৫ সালেই সর্বপ্রথম প্রধান প্রজনন মৌসুমে ১০ দিন ইলিশের আহরণ বন্ধ রাখা হয়। মৎস্য বিজ্ঞানীদের সুপারিশে ২০১১ সালে তা ১১ দিন এবং ২০১৫ সালে ১৫ দিন ও ২০১৬ সালে থেকে ২২ দিনে উন্নীত করা হয়েছে। ইলিশ নিয়ে নানামুখি বৈজ্ঞানিক পদক্ষেপ গ্রহনের ফলে দেশে ইলিশের উৎপাদন একসময়ের ১.৯৮ লাখ টন থেকে ২০২১-২২ সালে ৫.৬৬ লাখ টনে উন্নীত হয়েছে। যা গত অর্থ বছরে পৌনে ৬ লাখ টনে উন্নীত হয়েছে বলে মৎস্য অধিদপ্তর দাবি করছে। এরমধ্যে বরিশাল বিভাগে গত অর্থ বছরে আগের বছরে চেয়ে প্রায় ১৪ হাজার টন বেশী ৩.৮৪ লাখ টন ইলিশ উৎপাদান ও আহরন হয়েছে।

আমাদের অর্থনীতিতে জাতীয় মাছ ইলিশের একক অবদান এখন ১%-এর বেশী। আর মৎস্য খাতে অবদান প্রায় ১২.৫০%। সারা বিশে^র ৬০% ভাগেরও বেশী ইলিশ এখন বাংলাদেশেই উৎপাদন হচ্ছে।

ট্যাগ:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ রাখুন

সংবাদ প্রকাশকের তথ্য

এবছর দক্ষিণাঞ্চলে ৬ লাখ টন ইলিশ উৎপাদনের আশা

আপডেট সময় ১২:১৪:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩

এবারের মূল প্রজনন মৌসুমের ২২ দিনের ইলিশসহ সব ধরনের মাছ আহরন নিষেধাজ্ঞাকালীন গত ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিনের নিষেধাজ্ঞাকালীন সময়ে দেশের ইলিশ প্রজন্মে আরো অন্তত ৪১ হাজার কোটি জাটকা যুক্ত হয়েছে বলে মনে করছেন মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীগণ। ফলে আগামী ৩০ জুন পর্যন্ত চলমান ‘জাটকা নিধন বিরোধী অভিযান’ সুষ্ঠুভাবে কার্যকর হলে চলতি অর্থ বছরে দেশে ইলিশের উৎপাদন ৬ লাখ টনে উন্নীত হতে পারে বলেও মনে করছেন মৎস্য বিজ্ঞানীরা।

এসময়ে দক্ষিণাঞ্চলের অভ্যন্তরীণ ও উপকূলীয় প্রজনন এলাকায় ৫২.০৪ ভাগ মা ইলিশ ডিম ছেড়েছে। ফলে এবার গত বছরের একই সময়ের তুলনায় দশমিক ৫ ভাগ বেশী ডিম ছাড়ার পাশাপাশি আরো অন্তত ৩৫ ভাগ মা ইলিশ ডিম ছাড়ারত ছিল বলে গবেষণা ইনস্টিটিউটের দায়িত্বশীল সূত্রে জানা গেছে। গত বছর মূল প্রজনন মৌসুমে প্রায় ৮ লাখ ৫ হাজার কেজি ডিম ছাড়ে মা ইলিশ। যার প্রস্ফুটনে দেশে ৪০ হাজার ২৭৬ কোটি জাটকা ইলিশ পরিবারে যুক্ত হয়েছিল।

এবারের ২২ দিনের আহরন নিষিদ্ধকালীন সময়ে উপকূলের বিশাল জেলে সম্প্রদায়ের সামাজিক নিরাপত্তায় ৩৭টি জেলার ১৫৫টি উপজেলার ৫ লাখ ৫৪ হাজার ৮৮৭টি জেলে পরিবারের মাঝে ২৫ কেজি করে ১৩ হাজার ৮৭২ টন চাল বিতরন করা হয়েছে । এরমধ্যে শুধুমাত্র বরিশাল বিভাগের ৩ লাখ ৭ হাজার ৮৪১ জেলে পরিবারের মাঝে প্রায় ৭ হাজার ৭শ টন চাল বিতরন করা হয়েছে বলে মৎস্য অধিপ্তরের বরিশাল বিভাগের উপ-পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস জানিয়েছেন। তার মতে, দেশে উৎপাদিত ইলিশের প্রায় ৭০%-ই বরিশাল বিভাগের অভ্যন্তরীণ নদ-নদী ও উপকূলীয় এলাকায় উৎপাদন ও আহরন হচ্ছে।

স্রোতের বিপরীতে প্রতিদিন ৭১ কিলোমিটার পর্যন্ত ছুটে চলা অভিপ্রয়াণী মাছ ইলিশ জীবনচক্রে স্বাদু পানি থেকে সমুদ্রের নোনা পানিতে এবং সেখান থেকে পুনরায় স্বাদু পানিতে অভিপ্রয়াণ করে। মৎস্য বিজ্ঞানীদের মতে, বাংলাদেশের ইকোসিষ্টেমে সারা বছরই ৩০% ইলিশ ডিম বহন করে। বাকি ৭০% আশ্বিনের বড় পূর্ণিমা ও অমাবশ্যার আগে পরে ডিম ছাড়ছে।

আশ্বিনের ভরা মৌসুমে ভোলার তজুমদ্দিন উপজেলার উত্তর তজুমদ্দিন থেকে পশ্চিম সৈয়দ আউলিয়া পয়েন্ট, কলাপাড়ার লতাচাপলি পয়েন্ট এবং লাতাচাপলী ইউনিয়নের লেবুর বাগান পয়েন্ট, মঠাবাড়িয়ার সাপলেজা সংলগ্ন ভাইজোড়া পয়েন্ট, শরনখোলার পক্ষিরচর ও বগী এলাকা, শাহেরখালী থেকে হাতিকন্দি ও উত্তর কুতবদিয়া থেকে গন্ডামারা পয়েন্টে মা ইলিশের অত্যাধিক প্রাচুর্য চিহ্নিত করে এই ৭ হাজার ৩৪২ বর্গ কিলোমিটার নদ-নদীতে ২২ দিন সবধরনের মৎস্য আহরন সম্পূর্ণ নিষিদ্ধ ছিল ।

হিলসা ফিসারিজ ম্যানেজমেন্ট অ্যাকশন প্লানের আওতায় ২০০৫ সালেই সর্বপ্রথম প্রধান প্রজনন মৌসুমে ১০ দিন ইলিশের আহরণ বন্ধ রাখা হয়। মৎস্য বিজ্ঞানীদের সুপারিশে ২০১১ সালে তা ১১ দিন এবং ২০১৫ সালে ১৫ দিন ও ২০১৬ সালে থেকে ২২ দিনে উন্নীত করা হয়েছে। ইলিশ নিয়ে নানামুখি বৈজ্ঞানিক পদক্ষেপ গ্রহনের ফলে দেশে ইলিশের উৎপাদন একসময়ের ১.৯৮ লাখ টন থেকে ২০২১-২২ সালে ৫.৬৬ লাখ টনে উন্নীত হয়েছে। যা গত অর্থ বছরে পৌনে ৬ লাখ টনে উন্নীত হয়েছে বলে মৎস্য অধিদপ্তর দাবি করছে। এরমধ্যে বরিশাল বিভাগে গত অর্থ বছরে আগের বছরে চেয়ে প্রায় ১৪ হাজার টন বেশী ৩.৮৪ লাখ টন ইলিশ উৎপাদান ও আহরন হয়েছে।

আমাদের অর্থনীতিতে জাতীয় মাছ ইলিশের একক অবদান এখন ১%-এর বেশী। আর মৎস্য খাতে অবদান প্রায় ১২.৫০%। সারা বিশে^র ৬০% ভাগেরও বেশী ইলিশ এখন বাংলাদেশেই উৎপাদন হচ্ছে।