ঢাকা ০৭:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

কৃত্রিম চোখের পাপড়ি বিদেশে রপ্তানি হচ্ছে

আজকের দিনে নারীর সাজসজ্জার অন্যতম অনুষঙ্গ চোখের কৃত্রিম পাপড়ি বা ‘আইল্যাশ’। আধুনিক নারীদের কাছে এর চাহিদা আকাশছোঁয়া। আর এই চোখের পাপড়ি তৈরি হচ্ছে নীলফামারীর সৈয়দপুরে। উদ্যোক্তা লাবিব-মিন্নি দম্পতির প্রতিষ্ঠানে তৈরি এসব পাপড়ি যাচ্ছে বিদেশেও। তাদের কারখানায় যেমন নারী-পুরুষের কর্মসংস্থান হয়েছে, তেমনি আয় হচ্ছে বৈদেশিক মুদ্রা।

নীলফামারীর সৈয়দপুর শহরের নিমবাগান এলাকার মেয়ে মিন্নি আকতার মিথুন। ২০২২ সালে সৈয়দপুরে এক অনুষ্ঠানে পরিচয় হয় চীনের নাগরিক লীন ঝানরুই’র সাথে। ২০২৩ সালে ১৮ জুলাই ভালোবেসে বিয়ে করেন তারা। মুসলিম ধর্মগ্রহণ করে লীন ঝানরুই নিজের নাম রাখেন লাবিব ইসলাম। বিয়ের পর উত্তরা ইপিজেডের টিএইচটি-স্পেস ইলেট্রিক্যাল কোম্পানি থেকে দুজনেই চাকরিচ্যুত হলে বেকারত্ব নিরসনে এই দম্পতি গড়ে তোলেন চোখের কৃত্রিম পাপড়ি বা আইল্যাশ কারখানা।

সৈয়দপুর শহরের ওয়াপদা মোড়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নিচতলা ভাড়া নিয়ে গড়ে তোলা হয়েছে ‘মিন্নি ট্রেড ইন্টারন্যাশনাল’। এই পাপড়ি তৈরির কাঁচামাল আনা হচ্ছে চীন থেকে। এসব পাপড়ি যাচ্ছে বিদেশে।

লাবিব ইসলাম জানান, তাদের পরিকল্পনা আছে কারখানাটিতে ৩০০ শ্রমিক নিয়োগ দেবার এবং কাঁচামাল সংগ্রহ করে সম্পূর্ণভাবে পণ্যটি বাংলাদেশেই তৈরি করার। মিন্নি আকতার জানান, তাদের লক্ষ্য হচ্ছে এলাকার বেকারত্ব নিরসন করা এবং প্রশিক্ষণের মাধ্যমে নতুন শ্রমিকদের দক্ষ শ্রমিকে পরিণত করা।

তাদের কারখানায় কাজ করে স্বাবলম্বী হয়েছেন ৩০ জন শ্রমিক। তারা প্রত্যেকে দৈনিক আয় করছেন ৪শ’ থেকে ৫’শ টাকা। এই দম্পতির সাফল্য দেখে দেশীয় উদ্যোক্তার সংখ্যা আরও বাড়বে বলে মনে করছেন স্থানীয়রা।

ট্যাগ:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ রাখুন

সংবাদ প্রকাশকের তথ্য

কৃত্রিম চোখের পাপড়ি বিদেশে রপ্তানি হচ্ছে

আপডেট সময় ১২:৫৫:১০ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪

আজকের দিনে নারীর সাজসজ্জার অন্যতম অনুষঙ্গ চোখের কৃত্রিম পাপড়ি বা ‘আইল্যাশ’। আধুনিক নারীদের কাছে এর চাহিদা আকাশছোঁয়া। আর এই চোখের পাপড়ি তৈরি হচ্ছে নীলফামারীর সৈয়দপুরে। উদ্যোক্তা লাবিব-মিন্নি দম্পতির প্রতিষ্ঠানে তৈরি এসব পাপড়ি যাচ্ছে বিদেশেও। তাদের কারখানায় যেমন নারী-পুরুষের কর্মসংস্থান হয়েছে, তেমনি আয় হচ্ছে বৈদেশিক মুদ্রা।

নীলফামারীর সৈয়দপুর শহরের নিমবাগান এলাকার মেয়ে মিন্নি আকতার মিথুন। ২০২২ সালে সৈয়দপুরে এক অনুষ্ঠানে পরিচয় হয় চীনের নাগরিক লীন ঝানরুই’র সাথে। ২০২৩ সালে ১৮ জুলাই ভালোবেসে বিয়ে করেন তারা। মুসলিম ধর্মগ্রহণ করে লীন ঝানরুই নিজের নাম রাখেন লাবিব ইসলাম। বিয়ের পর উত্তরা ইপিজেডের টিএইচটি-স্পেস ইলেট্রিক্যাল কোম্পানি থেকে দুজনেই চাকরিচ্যুত হলে বেকারত্ব নিরসনে এই দম্পতি গড়ে তোলেন চোখের কৃত্রিম পাপড়ি বা আইল্যাশ কারখানা।

সৈয়দপুর শহরের ওয়াপদা মোড়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নিচতলা ভাড়া নিয়ে গড়ে তোলা হয়েছে ‘মিন্নি ট্রেড ইন্টারন্যাশনাল’। এই পাপড়ি তৈরির কাঁচামাল আনা হচ্ছে চীন থেকে। এসব পাপড়ি যাচ্ছে বিদেশে।

লাবিব ইসলাম জানান, তাদের পরিকল্পনা আছে কারখানাটিতে ৩০০ শ্রমিক নিয়োগ দেবার এবং কাঁচামাল সংগ্রহ করে সম্পূর্ণভাবে পণ্যটি বাংলাদেশেই তৈরি করার। মিন্নি আকতার জানান, তাদের লক্ষ্য হচ্ছে এলাকার বেকারত্ব নিরসন করা এবং প্রশিক্ষণের মাধ্যমে নতুন শ্রমিকদের দক্ষ শ্রমিকে পরিণত করা।

তাদের কারখানায় কাজ করে স্বাবলম্বী হয়েছেন ৩০ জন শ্রমিক। তারা প্রত্যেকে দৈনিক আয় করছেন ৪শ’ থেকে ৫’শ টাকা। এই দম্পতির সাফল্য দেখে দেশীয় উদ্যোক্তার সংখ্যা আরও বাড়বে বলে মনে করছেন স্থানীয়রা।