ঢাকা ০৭:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

কেএনএফের প্রধান নাথান, যেভাবে তার উত্থান

পার্বত্য চট্টগ্রামের কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট-কেএনএফ এর প্রতিষ্ঠাতা নাথান লনচেও বম। বান্দরবান জেলার রুমা উপজেলার ২ নম্বর রুমা সদর ইউনিয়নের ইডেনপাড়ার মৃত জাওতন লনচেওর ছেলে। বাবা পেশায় জুমচাষি। মা মৃত রৌকিল বম গৃহিণী ছিলেন। বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকের যেখানে ডাকাতি সংঘটিত হয়েছে, সেখান থেকে দুই কিলোমিটার দূরে রুমা বাজারসংলগ্ন ইডেনপাড়া।

স্থানীয় অধিবাসীদের বরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টের তথ্য অনুযায়ী, অভাবী পরিবারের সন্তান নাথান বম বিশেষ কোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে লেখাপড়া করেন। ১৯৯৬ সালে নাথান বম ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আবেদন করলেও ভর্তি পরীক্ষায় পাস করতে পারেননি। পরীক্ষায় পাস না করলেও নাথান পাহাড়ী ছাত্র পরিষদ নেতাদের চাপে ঢাবি’র তৎকালীন ভিসি এমাজউদ্দীনের সহায়তায় চারুকলা অনুষদে ভর্তির সুযোগ পান।

সেই নাথান এখন দেশের বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছেন, মসজিদ ঘেরাও করে মুসল্লি ব্যাংক ম্যানেজারকে তুলে নিয়ে ব্যাংক ডাকাতি, থানা ও স্থানীয় বাজারে সশস্ত্র হামলা করে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীকে চ্যালেঞ্জ করছেন।

নাথানের স্ত্রী লেলসমকিম বম রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্স হিসেবে কর্মরত। ২০০৯ সালে নাথানকে বিয়ে করেন তিনি। ছোট ছেলে স্কেন্ডিকে নিয়ে থাকেন নাথান বমের বাড়িতে। তাদের আরেক ছেলে ১৫ বছর বয়সী স্কলার থাকে ভারতে। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রধান সন্তু লারমার অনুসারী নাথান বম স্ত্রী ও পরিবারের অনেক সদস্যদের সরকারি চাকরি পাইয়ে দিতে সহায়তা নেন সন্তুর লারমার। নাথান বম দেশে থাকেন না। থাকেন ভারতের বান্দরবান সীমান্তের পাশ্ববর্তী ভারতের মিজোরাম বা ইউরোপের বিভিন্ন দেশে। নাথান দেশে না থাকলেও তার স্ত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্স হিসেবে কাজ করে যাচ্ছেন দিব্যি।

সরকারি কৃপায় দেশের সবোর্চ্চ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া, নিজের স্ত্রীকে সরকারি চাকরি বাগিয়ে নেয়া নাথান বমরা আবার দেশের বিরুদ্ধে অস্ত্র ধরে। বলা যায় পাহাড়ে নতুন সন্তু লারমা নাথান বম।

ট্যাগ:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ রাখুন

সংবাদ প্রকাশকের তথ্য

কেএনএফের প্রধান নাথান, যেভাবে তার উত্থান

আপডেট সময় ১২:০৮:১২ পূর্বাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪

পার্বত্য চট্টগ্রামের কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট-কেএনএফ এর প্রতিষ্ঠাতা নাথান লনচেও বম। বান্দরবান জেলার রুমা উপজেলার ২ নম্বর রুমা সদর ইউনিয়নের ইডেনপাড়ার মৃত জাওতন লনচেওর ছেলে। বাবা পেশায় জুমচাষি। মা মৃত রৌকিল বম গৃহিণী ছিলেন। বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকের যেখানে ডাকাতি সংঘটিত হয়েছে, সেখান থেকে দুই কিলোমিটার দূরে রুমা বাজারসংলগ্ন ইডেনপাড়া।

স্থানীয় অধিবাসীদের বরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টের তথ্য অনুযায়ী, অভাবী পরিবারের সন্তান নাথান বম বিশেষ কোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে লেখাপড়া করেন। ১৯৯৬ সালে নাথান বম ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আবেদন করলেও ভর্তি পরীক্ষায় পাস করতে পারেননি। পরীক্ষায় পাস না করলেও নাথান পাহাড়ী ছাত্র পরিষদ নেতাদের চাপে ঢাবি’র তৎকালীন ভিসি এমাজউদ্দীনের সহায়তায় চারুকলা অনুষদে ভর্তির সুযোগ পান।

সেই নাথান এখন দেশের বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছেন, মসজিদ ঘেরাও করে মুসল্লি ব্যাংক ম্যানেজারকে তুলে নিয়ে ব্যাংক ডাকাতি, থানা ও স্থানীয় বাজারে সশস্ত্র হামলা করে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীকে চ্যালেঞ্জ করছেন।

নাথানের স্ত্রী লেলসমকিম বম রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্স হিসেবে কর্মরত। ২০০৯ সালে নাথানকে বিয়ে করেন তিনি। ছোট ছেলে স্কেন্ডিকে নিয়ে থাকেন নাথান বমের বাড়িতে। তাদের আরেক ছেলে ১৫ বছর বয়সী স্কলার থাকে ভারতে। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রধান সন্তু লারমার অনুসারী নাথান বম স্ত্রী ও পরিবারের অনেক সদস্যদের সরকারি চাকরি পাইয়ে দিতে সহায়তা নেন সন্তুর লারমার। নাথান বম দেশে থাকেন না। থাকেন ভারতের বান্দরবান সীমান্তের পাশ্ববর্তী ভারতের মিজোরাম বা ইউরোপের বিভিন্ন দেশে। নাথান দেশে না থাকলেও তার স্ত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্স হিসেবে কাজ করে যাচ্ছেন দিব্যি।

সরকারি কৃপায় দেশের সবোর্চ্চ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া, নিজের স্ত্রীকে সরকারি চাকরি বাগিয়ে নেয়া নাথান বমরা আবার দেশের বিরুদ্ধে অস্ত্র ধরে। বলা যায় পাহাড়ে নতুন সন্তু লারমা নাথান বম।