ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

‘কোনো চিকিৎসক গ্রামে যেতে না চাইলে ব্যবস্থা’

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, গ্রামে চিকিৎসকদের থাকার জন্য পরিবেশ উন্নত করার চেষ্টা চলছে। তারপরও কোনো চিকিৎসক গ্রামে যেতে না চাইলে ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার (২৬ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউজ মিলনায়তনে স্বাস্থ্য বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

এ সময় মন্ত্রী বলেন, ভুল চিকিৎসার নাম করে চিকিৎসকদের ওপর হামলা অন্যদিকে চিকিৎসায় গাফেলতির সঙ্গে জড়িত চিকিৎসক কাউকেই ছাড় দেওয়া হবে না।

তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবাকে উন্নত করতে না পারলে দেশের স্বাস্থ্যখাতকে উন্নত করা সম্ভব নয় বলে জানান মন্ত্রী। বলেন, তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবাকে উন্নত করতে উপজেলা পর্যায়ে সম্ভাব্য সব ব্যবস্থা করা হবে।’

মন্ত্রী আরও বলেন, চিকিৎসকদের সুরক্ষা দিতে না পারলে মানুষকে সেবা দেওয়া কষ্টসাধ্য হয়ে যায়। আর তাই কথায় কথায় হাসপাতাল ভাঙচুর, চিকিৎসকদের মারধরের যে অপচেষ্টা তা থেকে বেরিয়ে আসতে হবে।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের উদ্যোগে আয়োজিত সভায় চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, সিভিল সার্জনসহ মহানগর ও উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ রাখুন

সংবাদ প্রকাশকের তথ্য

‘কোনো চিকিৎসক গ্রামে যেতে না চাইলে ব্যবস্থা’

আপডেট সময় ০৭:২৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০২৪

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, গ্রামে চিকিৎসকদের থাকার জন্য পরিবেশ উন্নত করার চেষ্টা চলছে। তারপরও কোনো চিকিৎসক গ্রামে যেতে না চাইলে ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার (২৬ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউজ মিলনায়তনে স্বাস্থ্য বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

এ সময় মন্ত্রী বলেন, ভুল চিকিৎসার নাম করে চিকিৎসকদের ওপর হামলা অন্যদিকে চিকিৎসায় গাফেলতির সঙ্গে জড়িত চিকিৎসক কাউকেই ছাড় দেওয়া হবে না।

তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবাকে উন্নত করতে না পারলে দেশের স্বাস্থ্যখাতকে উন্নত করা সম্ভব নয় বলে জানান মন্ত্রী। বলেন, তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবাকে উন্নত করতে উপজেলা পর্যায়ে সম্ভাব্য সব ব্যবস্থা করা হবে।’

মন্ত্রী আরও বলেন, চিকিৎসকদের সুরক্ষা দিতে না পারলে মানুষকে সেবা দেওয়া কষ্টসাধ্য হয়ে যায়। আর তাই কথায় কথায় হাসপাতাল ভাঙচুর, চিকিৎসকদের মারধরের যে অপচেষ্টা তা থেকে বেরিয়ে আসতে হবে।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের উদ্যোগে আয়োজিত সভায় চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, সিভিল সার্জনসহ মহানগর ও উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।