ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

জাপার মনোনয়ন ফরমের দাম ৩০ হাজার

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে জাতীয় পার্টি। সোমবার (২০ নভেম্বর) দুুপুর ১২টার দিকে চেয়ারম্যানের পক্ষে মনোনয়ন বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন সাবেক মন্ত্রী ও দলটির নেতা আনিসুল ইসলাম।

জানা গেছে, মঙ্গলবার (২১ নভেম্বর) পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত জমা দেওয়া যাবে ফরম। মনোনয়ন ফরমের দাম ৩০ হাজার টাকা।

এর আগে সোমবার দলের প্রেসিডিয়াম মেম্বার ফখরুল ইমাম জানান, নির্বাচনের ব্যাপারে সোমবার কেন্দ্রীয় নেতাদের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। মনোনয়ন ফরম বিক্রির জন্য চেয়ারম্যানের কার্যালয় প্রস্তুত করা হয়েছে। দেশের বিভাগভিত্তিক আলাদা বুথ থেকে ফরম বিক্রির করা হবে।

আগামী ব৭ জানুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি হবে ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। রিটার্নিং অফিসাররা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর।

১৯৯৬ সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে ৩২ আসন পায় জাতীয় পার্টি। ওই নির্বাচনের পর আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের সরকার গঠনে জাতীয় পার্টি সমর্থন দিয়েছিল। এরপর ২০০৯ ও ২০১৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের অংশ হয়ে জাতীয় পার্টি ভোটে অংশ নেয়। ২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনে ২২টি আসন পায় জাতীয় পার্টি ।

দশম (২০১৪) ও একাদশ (২০১৮) সংসদে প্রধান বিরোধীদলের ভূমিকা পালন করেছে জাতীয় পার্টি।

ট্যাগ:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ রাখুন

সংবাদ প্রকাশকের তথ্য

জাপার মনোনয়ন ফরমের দাম ৩০ হাজার

আপডেট সময় ০৭:১৯:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে জাতীয় পার্টি। সোমবার (২০ নভেম্বর) দুুপুর ১২টার দিকে চেয়ারম্যানের পক্ষে মনোনয়ন বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন সাবেক মন্ত্রী ও দলটির নেতা আনিসুল ইসলাম।

জানা গেছে, মঙ্গলবার (২১ নভেম্বর) পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত জমা দেওয়া যাবে ফরম। মনোনয়ন ফরমের দাম ৩০ হাজার টাকা।

এর আগে সোমবার দলের প্রেসিডিয়াম মেম্বার ফখরুল ইমাম জানান, নির্বাচনের ব্যাপারে সোমবার কেন্দ্রীয় নেতাদের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। মনোনয়ন ফরম বিক্রির জন্য চেয়ারম্যানের কার্যালয় প্রস্তুত করা হয়েছে। দেশের বিভাগভিত্তিক আলাদা বুথ থেকে ফরম বিক্রির করা হবে।

আগামী ব৭ জানুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি হবে ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। রিটার্নিং অফিসাররা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর।

১৯৯৬ সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে ৩২ আসন পায় জাতীয় পার্টি। ওই নির্বাচনের পর আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের সরকার গঠনে জাতীয় পার্টি সমর্থন দিয়েছিল। এরপর ২০০৯ ও ২০১৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের অংশ হয়ে জাতীয় পার্টি ভোটে অংশ নেয়। ২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনে ২২টি আসন পায় জাতীয় পার্টি ।

দশম (২০১৪) ও একাদশ (২০১৮) সংসদে প্রধান বিরোধীদলের ভূমিকা পালন করেছে জাতীয় পার্টি।