ঢাকা ১১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কা জানুয়ারিতে

ডিসেম্বরেই শুরু হয়েছে শীতের সাথে ঘন কুয়াশা। ঢাকার তাপমাত্রা কমেছে ২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। তবে ‘এল নিনো’র প্রভাবে উষ্ণায়নের কারণে আগামী জানুয়ারির আগে তীব্রমাত্রার শৈত্যপ্রবাহের আশঙ্কা নেই।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত ২ দিনে সারাদেশে রাতের তাপমাত্রা কমেছে ১ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তবে আবহাওয়াবিদরা মনে করছেন এল নিনোর প্রভাবে মার্চ-এপ্রিল পর্যন্ত উষ্ণতা বজায় থাকতে পারে। তাই স্বাভাবিক তীব্র শীতের সাথে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহে দেশ আক্রান্ত হবে কি না তা বলা যাবে জানুয়ারির প্রথম সপ্তাহে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ২১ ডিসেম্বর পর্যন্ত তাপমাত্রা কমার প্রবনতা অব্যাহত থাকবে। দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের কয়েক জেলায় বিচ্ছিন্নভাবে মৃদু শৈত্য প্রবাহ হবে।

আবহাওয়াবিদরা বলেন, গত ৫ ডিসেম্বর ঘুর্ণিঝড় ‘মিগজাউম’ ভারতের তামিলনাডু ও অন্ধ্র প্রদেশে আঘাত হানে। এর প্রভাবে ব্যাপক জ্বলীয় বাষ্প প্রবেশ করে ৬ ও ৭ ডিসেম্বর সারাদেশে প্রবল বৃষ্টি হয়। সৃষ্টি করে ঘন কুয়াশার। তবে গত দু’দিনে জ্বলীয় বাষ্প কমে রাতের তাপমাত্রা কমছে।

ট্যাগ:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ রাখুন

সংবাদ প্রকাশকের তথ্য

তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কা জানুয়ারিতে

আপডেট সময় ০২:০৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩

ডিসেম্বরেই শুরু হয়েছে শীতের সাথে ঘন কুয়াশা। ঢাকার তাপমাত্রা কমেছে ২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। তবে ‘এল নিনো’র প্রভাবে উষ্ণায়নের কারণে আগামী জানুয়ারির আগে তীব্রমাত্রার শৈত্যপ্রবাহের আশঙ্কা নেই।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত ২ দিনে সারাদেশে রাতের তাপমাত্রা কমেছে ১ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তবে আবহাওয়াবিদরা মনে করছেন এল নিনোর প্রভাবে মার্চ-এপ্রিল পর্যন্ত উষ্ণতা বজায় থাকতে পারে। তাই স্বাভাবিক তীব্র শীতের সাথে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহে দেশ আক্রান্ত হবে কি না তা বলা যাবে জানুয়ারির প্রথম সপ্তাহে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ২১ ডিসেম্বর পর্যন্ত তাপমাত্রা কমার প্রবনতা অব্যাহত থাকবে। দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের কয়েক জেলায় বিচ্ছিন্নভাবে মৃদু শৈত্য প্রবাহ হবে।

আবহাওয়াবিদরা বলেন, গত ৫ ডিসেম্বর ঘুর্ণিঝড় ‘মিগজাউম’ ভারতের তামিলনাডু ও অন্ধ্র প্রদেশে আঘাত হানে। এর প্রভাবে ব্যাপক জ্বলীয় বাষ্প প্রবেশ করে ৬ ও ৭ ডিসেম্বর সারাদেশে প্রবল বৃষ্টি হয়। সৃষ্টি করে ঘন কুয়াশার। তবে গত দু’দিনে জ্বলীয় বাষ্প কমে রাতের তাপমাত্রা কমছে।