ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ত্বকী হত্যা মামলায় আজমেরী ওসমানের গাড়িচালক গ্রেফতার

নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র ত্বকী হত্যা মামলায় আজমেরী ওসমানের গাড়িচালক জামশেদকে গ্রেফতার করেছে র‌্যাব।

নারায়ণগঞ্জের আলোচিত মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলায় প্রয়াত সংসদ সদস্য এ কে এম নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের গাড়িচালক জামশেদ শেখকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

বুধবার ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১ ’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল তানভীর মাহমুদ পাশা জানান, জামশেদ শেখ ত্বকী হত্যার সঙ্গে সরাসরি জড়িত। এ নিয়ে গত তিন দিনে চার জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ সদস্যরা।

গতকাল মঙ্গলবার মোঃ শাফায়েত হোসেন শিপন, মামুন মিয়া ও মোঃ কাজল হাওলাদারকে আদালতে হাজির করে ৬ দিনের রিমান্ডে নিয়েছে।

এদিকে দ্রুত ত্বকী হত্যা মামলার সকল আসামীদের গ্রেফতার সহ আদালতে অভিযোগ পত্র দাখিল ও মামলার বিচার কাজ শুরু করার দাবী জানিয়েছেন মামলার বাদী নিহত ত্বকীর পিতা সন্ত্রাস নির্মুল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি। পতন হওয়া সরকারের আশ্রয়ে থাকায় হত্যায় জড়িতদের পরিচয় প্রকাশের পরও বিগত বছর গুলোতে তাদের গ্রেফতার করা হয়নি বলে অভিযোগ করেন রাব্বি।

উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ বিকেলে বঙ্গবন্ধু সড়ক থেকে তানভীর মুহাম্মদ ত্বকীকে অপহরণ করে নির্মম নির্যাতন করে হত্যা করা হয়। একদিন পর ৮ মার্চ শীতলক্ষ্যায় মেলে ত্বকীর লাশ। ত্বকী হত্যার সাথে ওসমান পরিবারের সদস্যরা জড়িত আছেন বলে শুরু থেকে অভিযোগ করে আসছে তার পরিবার।

শুরুতে নারায়ণগঞ্জ সদর মডেল থানা তদন্ত করলেও উচ্চ আদালতের নির্দেশে ত্বকী হত্যা মামলার তদন্ত র‌্যাব-১১ এর নিকট অর্পণ করা হয়। তবে, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এই হত্যকাণ্ডের তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র জমা দিতে পারেনি তদন্তকারী দল।

ট্যাগ:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ রাখুন

সংবাদ প্রকাশকের তথ্য

ত্বকী হত্যা মামলায় আজমেরী ওসমানের গাড়িচালক গ্রেফতার

আপডেট সময় ০৫:১৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪

নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র ত্বকী হত্যা মামলায় আজমেরী ওসমানের গাড়িচালক জামশেদকে গ্রেফতার করেছে র‌্যাব।

নারায়ণগঞ্জের আলোচিত মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলায় প্রয়াত সংসদ সদস্য এ কে এম নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের গাড়িচালক জামশেদ শেখকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

বুধবার ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১ ’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল তানভীর মাহমুদ পাশা জানান, জামশেদ শেখ ত্বকী হত্যার সঙ্গে সরাসরি জড়িত। এ নিয়ে গত তিন দিনে চার জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ সদস্যরা।

গতকাল মঙ্গলবার মোঃ শাফায়েত হোসেন শিপন, মামুন মিয়া ও মোঃ কাজল হাওলাদারকে আদালতে হাজির করে ৬ দিনের রিমান্ডে নিয়েছে।

এদিকে দ্রুত ত্বকী হত্যা মামলার সকল আসামীদের গ্রেফতার সহ আদালতে অভিযোগ পত্র দাখিল ও মামলার বিচার কাজ শুরু করার দাবী জানিয়েছেন মামলার বাদী নিহত ত্বকীর পিতা সন্ত্রাস নির্মুল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি। পতন হওয়া সরকারের আশ্রয়ে থাকায় হত্যায় জড়িতদের পরিচয় প্রকাশের পরও বিগত বছর গুলোতে তাদের গ্রেফতার করা হয়নি বলে অভিযোগ করেন রাব্বি।

উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ বিকেলে বঙ্গবন্ধু সড়ক থেকে তানভীর মুহাম্মদ ত্বকীকে অপহরণ করে নির্মম নির্যাতন করে হত্যা করা হয়। একদিন পর ৮ মার্চ শীতলক্ষ্যায় মেলে ত্বকীর লাশ। ত্বকী হত্যার সাথে ওসমান পরিবারের সদস্যরা জড়িত আছেন বলে শুরু থেকে অভিযোগ করে আসছে তার পরিবার।

শুরুতে নারায়ণগঞ্জ সদর মডেল থানা তদন্ত করলেও উচ্চ আদালতের নির্দেশে ত্বকী হত্যা মামলার তদন্ত র‌্যাব-১১ এর নিকট অর্পণ করা হয়। তবে, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এই হত্যকাণ্ডের তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র জমা দিতে পারেনি তদন্তকারী দল।