ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

দক্ষিণ সিটির জন্ম সনদ: ভোগান্তির আরেক নাম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জন্ম সনদ নিয়ে বিপাকে আছে সাধারণ মানুষ। এই জন্ম সনদ ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট তৈরি করা যাচ্ছে না।

নিবন্ধন কর্তৃপক্ষকে পাশ কাটিয়ে নিজস্ব সার্ভারে নাগরিকের জন্ম নিবন্ধন করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এসব তথ্য জাতীয় সার্ভারে যাচ্ছে না। এতে নাগরিকরা জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট করতে গিয়ে বিপাকে পড়ছেন। প্রায় ৬ মাস ধরে এই অচলাবস্থা চললেও এর দায় নিচ্ছে না স্থানীয় সরকার মন্ত্রণালয়।

রাজধানীর লালবাগ এলাকা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের অন্তর্ভূক্ত। এখানকার বাসিন্দা বশির আহমেদ সম্প্রতি তার ৬ মাস বয়সী শিশুর পাসপোর্ট করাতে গিয়ে বিপাকে পড়েন। যাত্রাবাড়ি পাসপোর্ট অফিসে প্রায় ৪ ঘন্টা অপেক্ষার পর জানতে পারেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে নেয়া জন্ম সনদ সরকারি সার্ভারে পাওয়া যায় না। জন্ম সনদের তথ্য জাতীয় সার্ভারে না থাকলে কারও পাসপোর্ট করা যায় না।

এভাবেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে জন্ম নিবন্ধন করিয়ে এনআইডি ও পাসপোর্ট করাতে গিয়ে এমন ভোগান্তিতে পড়ছেন হাজার হাজার জন্ম নিবন্ধন থেকে পাওয়া অর্থের ভাগবাটোয়ারা নিয়ে রেজিস্ট্রারার অফিসের সাথে মতবিরোধে গত বছরের জুন মাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দাদের জন্ম নিবন্ধন চার মাসের জন্য স্থগিত ছিল। দুই পক্ষের দ্বন্দ্বের মধ্যেই গেলো বছরের অক্টোবর মাসে জন্ম নিবন্ধন করতে নিজস্ব সার্ভার চালু করে ডিএসসিসি।

জাতীয় সার্ভারের সঙ্গে যুক্ত না হওয়ায় ডিএসসিসির জন্ম নিবন্ধনের তথ্য নাগরিকের অন্য কোন কাজে আসছে না। এ নিয়ে এলাকার মানুষের তোপের মুখে পড়েন কাউন্সিমলররা।

জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ২০০৪ অনুযায়ী, রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের অধীনে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ দেবে। কিন্তু আইন ভঙ্গ করে দক্ষিণ সিটি করপোরেশন নিজস্ব সার্ভার চালু করে নাগরিকের দুর্ভোগ বাড়িয়েছে।

গত বছরের ৪ অক্টোবর ডিএসসিসির নিজস্ব সার্ভার চালু হওয়ার পর থেকে প্রায় এক লাখ জন্ম নিবন্ধন হয়েছে। আর প্রতিটি সনদের জন্য ৫০ টাকা ফি নিয়েছে ডিএসসিসি।

ট্যাগ:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ রাখুন

সংবাদ প্রকাশকের তথ্য

দক্ষিণ সিটির জন্ম সনদ: ভোগান্তির আরেক নাম

আপডেট সময় ০৩:১২:১৩ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জন্ম সনদ নিয়ে বিপাকে আছে সাধারণ মানুষ। এই জন্ম সনদ ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট তৈরি করা যাচ্ছে না।

নিবন্ধন কর্তৃপক্ষকে পাশ কাটিয়ে নিজস্ব সার্ভারে নাগরিকের জন্ম নিবন্ধন করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এসব তথ্য জাতীয় সার্ভারে যাচ্ছে না। এতে নাগরিকরা জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট করতে গিয়ে বিপাকে পড়ছেন। প্রায় ৬ মাস ধরে এই অচলাবস্থা চললেও এর দায় নিচ্ছে না স্থানীয় সরকার মন্ত্রণালয়।

রাজধানীর লালবাগ এলাকা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের অন্তর্ভূক্ত। এখানকার বাসিন্দা বশির আহমেদ সম্প্রতি তার ৬ মাস বয়সী শিশুর পাসপোর্ট করাতে গিয়ে বিপাকে পড়েন। যাত্রাবাড়ি পাসপোর্ট অফিসে প্রায় ৪ ঘন্টা অপেক্ষার পর জানতে পারেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে নেয়া জন্ম সনদ সরকারি সার্ভারে পাওয়া যায় না। জন্ম সনদের তথ্য জাতীয় সার্ভারে না থাকলে কারও পাসপোর্ট করা যায় না।

এভাবেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে জন্ম নিবন্ধন করিয়ে এনআইডি ও পাসপোর্ট করাতে গিয়ে এমন ভোগান্তিতে পড়ছেন হাজার হাজার জন্ম নিবন্ধন থেকে পাওয়া অর্থের ভাগবাটোয়ারা নিয়ে রেজিস্ট্রারার অফিসের সাথে মতবিরোধে গত বছরের জুন মাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দাদের জন্ম নিবন্ধন চার মাসের জন্য স্থগিত ছিল। দুই পক্ষের দ্বন্দ্বের মধ্যেই গেলো বছরের অক্টোবর মাসে জন্ম নিবন্ধন করতে নিজস্ব সার্ভার চালু করে ডিএসসিসি।

জাতীয় সার্ভারের সঙ্গে যুক্ত না হওয়ায় ডিএসসিসির জন্ম নিবন্ধনের তথ্য নাগরিকের অন্য কোন কাজে আসছে না। এ নিয়ে এলাকার মানুষের তোপের মুখে পড়েন কাউন্সিমলররা।

জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ২০০৪ অনুযায়ী, রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের অধীনে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ দেবে। কিন্তু আইন ভঙ্গ করে দক্ষিণ সিটি করপোরেশন নিজস্ব সার্ভার চালু করে নাগরিকের দুর্ভোগ বাড়িয়েছে।

গত বছরের ৪ অক্টোবর ডিএসসিসির নিজস্ব সার্ভার চালু হওয়ার পর থেকে প্রায় এক লাখ জন্ম নিবন্ধন হয়েছে। আর প্রতিটি সনদের জন্য ৫০ টাকা ফি নিয়েছে ডিএসসিসি।