ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

দাম নিয়ে কারসাজি, পেঁয়াজ ব্যবসায়ীদের ফোন ট্র্যাক!

পেঁয়াজের দামে নিয়ে কারসাজি বন্ধ করতে ব্যবসায়ীদের মোবাইল ফোন ট্র্যাক করার কথা জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (১৩ ডিসেম্বর) সকালে পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সভায় এ কথা জানানো হয়।

সংস্থার মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ব্যবসায়ী কমিনিউটির যারা আছেন, তাদের এনগেজমেন্ট চাচ্ছি। আপনাদের এনগেজমেন্ট ছাড়া, আপনাদের অংশগ্রহণ ছাড়া আমরা একপাক্ষিকভাবে একটি করতে পারব না। আমরা আশা করছি, এক্ষেত্রে আপনারা দায়িত্বশীলতার পরিচয় দেবেন এবং যারা যারা এটা করছে তাঁরা যেন আর না করতে পারেন, নিবৃত্ত করার জন্য আপনাদের পক্ষ থেকে যা করার করবেন।

বাংলাদেশে আমদানি হওয়া পেঁয়াজের প্রায় পুরোটাই আসে ভারত থেকে। গত শুক্রবার তিন মাসের জন্য পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় দেশটি। ভারতের ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড জানিয়েছে, আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা থাকবে।

পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় গত ২৯ অক্টোবর বাড়তি রপ্তানি মূল্য নির্ধারণ করে ভারত। চলতি মাসের ৩১ তারিখ পর্যন্ত এ বিধিনিষেধ দেওয়া হলেও তা আরও তিন মাসের জন্য বাড়ানো হয়।

আগের নির্দেশনায় বলা হয়েছিল, বিশ্বের যেকোনো দেশেই পেঁয়াজ রপ্তানি করা যাবে। তবে প্রতি টন পেঁয়াজের ন্যূনতম মূল্য ৮০০ ডলার রাখতে হবে। পরিবহন ও বীমা খরচ এ দামের সাথে অন্তর্ভুক্ত নয় বলেও জানানো হয়।

ভারতের রপ্তানি বন্ধের ঘোষণার পর দেশের বাজারে একরাতের ব্যবধানে পেঁয়াজের দাম দ্বিগুণ হয়ে যায়। যদিও দেশি বা বিদেশি পেঁয়াজের সংকট নেই বাজারে।

কিন্তু অস্বাভাবিক দাম বাড়ার কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। শ্যামবাজারে পেঁয়াজের আড়তদাররা জানান, ভারতের ঘোষণার পরপরই ঐ দেশের রপ্তানিকারকরা জানিয়ে দেন হিলি, বেনাপোল ও ভোমরার আমদানিকারকদের। এসএমএসে জানান, দাম বাড়িয়ে দিতে। এরপর আমদানিকারকরা সে বার্তা ছড়িয়ে দেন নিজস্ব এজেন্টদের কাছে। সবাই একযোগে বাড়িয়ে দেয় পেঁয়াজের দাম।

ভোক্তা অধিকারের মহাপরিচালক বলেন, ‘বাংলাদেশে অর্থনীতির সাধারণ সূত্র কাজ করে না। কোনো কিছুর দাম বাড়লে, তা কিনতে মানুষের আগ্রহ বেড়ে যায়।’

এদিকে, অভিযানের কারণে রাজধানীর কারওয়ান বাজারে কেজিতে আরও ২০ টাকা কমেছে পেঁয়াজের দাম। দেশি নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকা এবং পুরনো পেঁয়াজ ১২০ টাকায়। আর ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ১১০ টাকায়।

ট্যাগ:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ রাখুন

সংবাদ প্রকাশকের তথ্য

দাম নিয়ে কারসাজি, পেঁয়াজ ব্যবসায়ীদের ফোন ট্র্যাক!

আপডেট সময় ০৭:৫৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩

পেঁয়াজের দামে নিয়ে কারসাজি বন্ধ করতে ব্যবসায়ীদের মোবাইল ফোন ট্র্যাক করার কথা জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (১৩ ডিসেম্বর) সকালে পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সভায় এ কথা জানানো হয়।

সংস্থার মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ব্যবসায়ী কমিনিউটির যারা আছেন, তাদের এনগেজমেন্ট চাচ্ছি। আপনাদের এনগেজমেন্ট ছাড়া, আপনাদের অংশগ্রহণ ছাড়া আমরা একপাক্ষিকভাবে একটি করতে পারব না। আমরা আশা করছি, এক্ষেত্রে আপনারা দায়িত্বশীলতার পরিচয় দেবেন এবং যারা যারা এটা করছে তাঁরা যেন আর না করতে পারেন, নিবৃত্ত করার জন্য আপনাদের পক্ষ থেকে যা করার করবেন।

বাংলাদেশে আমদানি হওয়া পেঁয়াজের প্রায় পুরোটাই আসে ভারত থেকে। গত শুক্রবার তিন মাসের জন্য পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় দেশটি। ভারতের ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড জানিয়েছে, আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা থাকবে।

পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় গত ২৯ অক্টোবর বাড়তি রপ্তানি মূল্য নির্ধারণ করে ভারত। চলতি মাসের ৩১ তারিখ পর্যন্ত এ বিধিনিষেধ দেওয়া হলেও তা আরও তিন মাসের জন্য বাড়ানো হয়।

আগের নির্দেশনায় বলা হয়েছিল, বিশ্বের যেকোনো দেশেই পেঁয়াজ রপ্তানি করা যাবে। তবে প্রতি টন পেঁয়াজের ন্যূনতম মূল্য ৮০০ ডলার রাখতে হবে। পরিবহন ও বীমা খরচ এ দামের সাথে অন্তর্ভুক্ত নয় বলেও জানানো হয়।

ভারতের রপ্তানি বন্ধের ঘোষণার পর দেশের বাজারে একরাতের ব্যবধানে পেঁয়াজের দাম দ্বিগুণ হয়ে যায়। যদিও দেশি বা বিদেশি পেঁয়াজের সংকট নেই বাজারে।

কিন্তু অস্বাভাবিক দাম বাড়ার কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। শ্যামবাজারে পেঁয়াজের আড়তদাররা জানান, ভারতের ঘোষণার পরপরই ঐ দেশের রপ্তানিকারকরা জানিয়ে দেন হিলি, বেনাপোল ও ভোমরার আমদানিকারকদের। এসএমএসে জানান, দাম বাড়িয়ে দিতে। এরপর আমদানিকারকরা সে বার্তা ছড়িয়ে দেন নিজস্ব এজেন্টদের কাছে। সবাই একযোগে বাড়িয়ে দেয় পেঁয়াজের দাম।

ভোক্তা অধিকারের মহাপরিচালক বলেন, ‘বাংলাদেশে অর্থনীতির সাধারণ সূত্র কাজ করে না। কোনো কিছুর দাম বাড়লে, তা কিনতে মানুষের আগ্রহ বেড়ে যায়।’

এদিকে, অভিযানের কারণে রাজধানীর কারওয়ান বাজারে কেজিতে আরও ২০ টাকা কমেছে পেঁয়াজের দাম। দেশি নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকা এবং পুরনো পেঁয়াজ ১২০ টাকায়। আর ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ১১০ টাকায়।