ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

দেশে ব্যাংকের সংখ্যা বেশি

সংস্কারের মাধ্যমে আর্থিক খাত শক্তিশালী করাই হবে সরকারের অন্যতম চ্যালেঞ্জ। অর্থনীতিবিদরা বলছেন, দেশের অর্থনীতির আকার অনুযায়ী ব্যাংকের সংখ্যা বেশি। তাই রাজনৈতিক চাপে নতুন ব্যাংকের অনুমোদন দেয়া যাবে না। বরং বর্তমান সংখ্যা থেকে কমিয়ে আনতে হবে। পাশাপাশি ব্যাংকিং খাতকে স্বচ্ছভাবে ঢেলে সাজানোর পরামর্শ দিলেন অর্থনীতিবিদরা।

দীর্ঘ দিন ধরেই দেশের আর্থিক খাতের অবস্থা টালমাটাল। এ অবস্থার মধ্যেই একের পর এক বাণিজ্যিক ব্যাংকের অনুমোদন দিয়েছে সরকার। দেশে বর্তমানে তালিকাভুক্ত মোট বাণিজ্যিক ব্যাংকের সংখ্যা ৬১টি। এরমধ্যে ৬টি রাষ্ট্রায়ত্ব বাণিজ্যিক ব্যাংক, ৪৩টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক, ৩টি বিশেষায়িত ও ৯টি বিদেশি ব্যাংক। যা দেশের অর্থনীতির আকারের চেয়ে অনেক বেশি। নানা সময়ে অর্থনীতিবিদরা আর্থিক খাতে বিশেষ করে ব্যাংকিং খাতে সংস্কারের কথা বললেও তেমন উদ্যোগ চোখে পড়েনি।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংক কয়েকটি ক্যাটাগরিতে ৪০টি ব্যাংককে দুর্বল হিসেবে চিহ্নিত করেছে। এবং সংস্কারের প্রথম ধাপ হিসেবে ব্যাংক একীভূতকরণের উদ্যোগও নিতে বলেছে। এরই মধ্যে দুর্বল ব্যাংক একীভূত হতে শুরু করেছে। এ প্রক্রিয়ায় ব্যাংকের সংখ্যা কমিয়ে আনার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা।

দেশের ব্যাংকিং খাতকে শক্তিশালী করতে সুশাসন নিশ্চিতসহ বেশ কিছু পরামর্শও দিয়েছেন তারা।

সরকারের কাছ থেকে আর্থিক সহায়তা নিয়ে ব্যাংকগুলোর টিকে থাকার প্রবণতা থেকে বেরিয়ে আসার তাগিদও দেন এই দ্ইু অর্থনীতিবিদ।

ট্যাগ:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ রাখুন

সংবাদ প্রকাশকের তথ্য

দেশে ব্যাংকের সংখ্যা বেশি

আপডেট সময় ০৫:২৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

সংস্কারের মাধ্যমে আর্থিক খাত শক্তিশালী করাই হবে সরকারের অন্যতম চ্যালেঞ্জ। অর্থনীতিবিদরা বলছেন, দেশের অর্থনীতির আকার অনুযায়ী ব্যাংকের সংখ্যা বেশি। তাই রাজনৈতিক চাপে নতুন ব্যাংকের অনুমোদন দেয়া যাবে না। বরং বর্তমান সংখ্যা থেকে কমিয়ে আনতে হবে। পাশাপাশি ব্যাংকিং খাতকে স্বচ্ছভাবে ঢেলে সাজানোর পরামর্শ দিলেন অর্থনীতিবিদরা।

দীর্ঘ দিন ধরেই দেশের আর্থিক খাতের অবস্থা টালমাটাল। এ অবস্থার মধ্যেই একের পর এক বাণিজ্যিক ব্যাংকের অনুমোদন দিয়েছে সরকার। দেশে বর্তমানে তালিকাভুক্ত মোট বাণিজ্যিক ব্যাংকের সংখ্যা ৬১টি। এরমধ্যে ৬টি রাষ্ট্রায়ত্ব বাণিজ্যিক ব্যাংক, ৪৩টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক, ৩টি বিশেষায়িত ও ৯টি বিদেশি ব্যাংক। যা দেশের অর্থনীতির আকারের চেয়ে অনেক বেশি। নানা সময়ে অর্থনীতিবিদরা আর্থিক খাতে বিশেষ করে ব্যাংকিং খাতে সংস্কারের কথা বললেও তেমন উদ্যোগ চোখে পড়েনি।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংক কয়েকটি ক্যাটাগরিতে ৪০টি ব্যাংককে দুর্বল হিসেবে চিহ্নিত করেছে। এবং সংস্কারের প্রথম ধাপ হিসেবে ব্যাংক একীভূতকরণের উদ্যোগও নিতে বলেছে। এরই মধ্যে দুর্বল ব্যাংক একীভূত হতে শুরু করেছে। এ প্রক্রিয়ায় ব্যাংকের সংখ্যা কমিয়ে আনার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা।

দেশের ব্যাংকিং খাতকে শক্তিশালী করতে সুশাসন নিশ্চিতসহ বেশ কিছু পরামর্শও দিয়েছেন তারা।

সরকারের কাছ থেকে আর্থিক সহায়তা নিয়ে ব্যাংকগুলোর টিকে থাকার প্রবণতা থেকে বেরিয়ে আসার তাগিদও দেন এই দ্ইু অর্থনীতিবিদ।