ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

নওগাঁ-২ আসনে নৌকার প্রার্থী শহীদুজ্জামান জয়ী

  • নওগাঁ প্রতিনিধি
  • আপডেট সময় ১২:০০:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪
  • ৪১ ভিউ হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত হওয়া নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী মো. শহিদুজ্জামান সরকার বেসরকারিভাবে ঘোষিত ফলে বিজয়ী হয়েছেন।

সোমবার (১২ ফেব্রুয়ারি) রিটার্নিং অফিসার মো. গোলাম মাওলা এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে টানা চতুর্থ মেয়াদে সংসদ সদস্য নির্বাচিত হলেন তিনি।

ঘোষিত ফল অনুযায়ী, ১ লাখ ১৮ হাজার ৯৪০ ভোট পেয়েছেন শহিদুজ্জামান সরকার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের ইঞ্জিনিয়ার এইচ এম আখতারুল আলম পেয়েছেন ৭৪ হাজার ৩৬৩ ভোট।

এ ছাড়া জাতীয় পার্টির প্রার্থী লাঙ্গল প্রতীকে অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন পেয়েছেন ৪ হাজার ৯৪ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী ঈগল পাখি প্রতীকের মেহেদী মাহমুদ রেজা পেয়েছেন ১ হাজার ৪৭৯ ভোট।

নওগাঁর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা গোলাম মওলা বলেন, গত ৭ জানুয়ারির মতো এ নির্বাচন যথেষ্ট সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করার কারণে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। পরিস্থিতি খুবই সন্তোষজনক ছিল। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা গোলাম মওলা স্বাক্ষরিত ফলে জানা যায়, ধামইরহাট ও পত্নীতলা উপজেলা নিয়ে গঠিত নওগা-২ আসনে মোট ভোটার ৩ লাখ ৫৬ হাজার ১৩২ জন। এর মধ্যে ১ লাখ ৯৮ হাজার ৮৬৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। মোট ভোট পড়েছে ৫৭ দশমিক ৪৮ শতাংশ।

নির্বাচনে ৭১ জন প্রিসাইডিং কর্মকর্তা ও ৪০২ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তাসহ পোলিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন ৮০৪ জন। ৭১টি ভোটকেন্দ্রে স্থায়ী ভোট কক্ষের সংখ্যা ছিল ৪০২ এবং অস্থায়ী ২৮টি। ভোটগ্রহণের জন্য মোট ৮৩০ জন কর্মকর্তা নিয়োজিত ছিল। এদের মধ্যে ১২৪ জন প্রিসাইডিং অফিসার এবং ৭০৬ জন সহকারী প্রিসাইডিং অফিসার।

ট্যাগ:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ রাখুন

সংবাদ প্রকাশকের তথ্য

নওগাঁ-২ আসনে নৌকার প্রার্থী শহীদুজ্জামান জয়ী

আপডেট সময় ১২:০০:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত হওয়া নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী মো. শহিদুজ্জামান সরকার বেসরকারিভাবে ঘোষিত ফলে বিজয়ী হয়েছেন।

সোমবার (১২ ফেব্রুয়ারি) রিটার্নিং অফিসার মো. গোলাম মাওলা এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে টানা চতুর্থ মেয়াদে সংসদ সদস্য নির্বাচিত হলেন তিনি।

ঘোষিত ফল অনুযায়ী, ১ লাখ ১৮ হাজার ৯৪০ ভোট পেয়েছেন শহিদুজ্জামান সরকার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের ইঞ্জিনিয়ার এইচ এম আখতারুল আলম পেয়েছেন ৭৪ হাজার ৩৬৩ ভোট।

এ ছাড়া জাতীয় পার্টির প্রার্থী লাঙ্গল প্রতীকে অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন পেয়েছেন ৪ হাজার ৯৪ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী ঈগল পাখি প্রতীকের মেহেদী মাহমুদ রেজা পেয়েছেন ১ হাজার ৪৭৯ ভোট।

নওগাঁর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা গোলাম মওলা বলেন, গত ৭ জানুয়ারির মতো এ নির্বাচন যথেষ্ট সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করার কারণে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। পরিস্থিতি খুবই সন্তোষজনক ছিল। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা গোলাম মওলা স্বাক্ষরিত ফলে জানা যায়, ধামইরহাট ও পত্নীতলা উপজেলা নিয়ে গঠিত নওগা-২ আসনে মোট ভোটার ৩ লাখ ৫৬ হাজার ১৩২ জন। এর মধ্যে ১ লাখ ৯৮ হাজার ৮৬৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। মোট ভোট পড়েছে ৫৭ দশমিক ৪৮ শতাংশ।

নির্বাচনে ৭১ জন প্রিসাইডিং কর্মকর্তা ও ৪০২ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তাসহ পোলিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন ৮০৪ জন। ৭১টি ভোটকেন্দ্রে স্থায়ী ভোট কক্ষের সংখ্যা ছিল ৪০২ এবং অস্থায়ী ২৮টি। ভোটগ্রহণের জন্য মোট ৮৩০ জন কর্মকর্তা নিয়োজিত ছিল। এদের মধ্যে ১২৪ জন প্রিসাইডিং অফিসার এবং ৭০৬ জন সহকারী প্রিসাইডিং অফিসার।