বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ক্ষেত্রে রাশেদ খান মেনন রাসেল একটি উদাহরণ হতে পারে। একজন সৎ ও নির্ভীক সাংবাদিক হিসেবে টাঙ্গাইলের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে তিনি অতি প্রিয় পরিচিত মুখ। সাংবাদিকতার দীর্ঘ অভিজ্ঞতা, দায়িত্ব, সততা ও সংবাদের বস্তুনিষ্ঠতা তাকে আলোকিত করেছে।
সাংবাদিকতা জীবনে কখনও তিনি অন্যায়ের কাছে মাথা নত করেননি। স্বার্থ, প্রলোভন, অর্থ, বিত্ত তাকে গ্রাস করতে পারেনি। রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী হলেও পত্রিকার নীতিমালার অনুসরণে তিনি কঠোর নিরপেক্ষতা বজায় রাখেন। এমন আদর্শকে ধারণ করে প্রায় ২৯ বছর ধরে টাঙ্গাইলে সাংবাদিকতা করছেন মোঃ রাশেদ খান মেনন (রাসেল)। ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ মুক্তিযুদ্ধের সূতিকাগার টাঙ্গাইলের বিভিন্ন সমস্যা-সম্ভাবনা ও গণমানুষের কথাগুলোকে অবিরাম তুলে ধরেছেন তিনি। পরিবেশ রক্ষা ও লৌহজং নদী উদ্ধার কার্যক্রম’ সহ স্থানীয়, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনে রয়েছে তার পদচারণা। একান্ত আলাপচারিতায় উঠে এসেছে মোঃ রাশেদ খান মেনন (রাসেল) এর প্রায় ২৯ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনের নানান ঘটনার কথা। পারিবারিক সূত্রে জানা যায়, মোঃ রাশেদ খান মেনন (রাসেল) ১৯৮২ সালের ১০ নভেম্বর টাঙ্গাইল জেলা শহরের আকুর টাকুর পাড়া এলাকায় জন্মগ্রহণ করেন। তার বাবা বীর মুক্তিযোদ্ধা মরহুম রকিবুল হোসেন জেলা তথ্য অফিসে চাকরি করতেন। তার মাতা জেসমিন আরা সিদ্দিকা।
সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ রাশেদ খান মেনন (রাসেল) টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯৭ সালে এসএসসি, সরকারি এম এম আলী (কাগমারী) কলেজ থেকে এইচএসসি, সরকারি সাদত (বিশ্ববিদ্যালয়) কলেজ করটিয়া থেকে ব্যবস্থাপনা বিভাগে বিকম (অনার্স) ও এমবিএস (মাস্টার্স) পাস করেন। এরপর জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি পাস করেন। সাংবাদিকতায় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন।
বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের বুনিয়াদি প্রশিক্ষণ সহ বেশ কয়েকটি প্রশিক্ষণ গ্রহণ করেন। স্কুল ও কলেজ জীবনে লেখাপড়ার পাশাপাশি স্কাউট, রেড ক্রিসেন্ট ও বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ‘র বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেন। ২০০৪ সালে শ্রেষ্ঠ বিএনসিসি’র পদক অর্জন করেন। সাংবাদিকতার ইতিহাসঃ শিক্ষা নবীশ স্কুল প্রতিনিধি হিসেবে ১৯৯৩ সালে কামরুল হাসান চৌধুরী সম্পাদিত দৈনিক দেশ কথা পত্রিকার মাধ্যমে কাজ শুরু করেন। কৈশোর জীবন থেকেই লেখালেখির জগতে প্রবেশ করেন। বিভিন্ন সময়ে বিভিন্ন দৈনিক, সাপ্তাহিক, মাসিক পত্রিকা ও ম্যাগাজিনে কবিতা, ছড়া ও বিভিন্ন বিষয় নিয়ে অধ্যবধি লেখালেখি করছেন। সাপ্তাহিক মূলস্রোত, দৈনিক আজকের টেলিগ্রাম, দৈনিক নাগরিক কথা, দৈনিক দেশ বর্তমান ও দৈনিক মজলুমের কন্ঠ পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করেছেন। বর্তমানে জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকায় ও ডিজিটাল গণমাধ্যম CNI এর টাঙ্গাইল জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন।
এছাড়াও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের অঙ্গ সংগঠন “মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড” টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দেশের বৃহৎ মানবাধিকার সংস্থা “হিউমান রাইটস্ রিভিউ সোসাইটি” টাঙ্গাইল জেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি বলেন, হাজারো পেশার মধ্যে সাংবাদিকতা একটি মহৎ ও সম্মানজনক পেশা। তবে এর সঙ্গে আর অন্য দশটি পেশার পার্থক্য অনেক। একজন ভালো ও পেশাদার সাংবাদিক হওয়ার জন্য শিক্ষা ও মনুষত্ব প্রয়োজন। আজকের প্রতিষ্ঠিত ও সম্মানিত সাংবাদিকদের অনেকেই বিভিন্ন বিষয়ে পড়ালেখা করে এসেছেন। ভালো সাংবাদিক হওয়ার জন্য সাংবাদিকতায়ই পড়তে হবে এমনটা জরুরি নয়। তবে বিষয়টি পড়া থাকলে একজনকে ভালো সাংবাদিক হতে তা অবশ্যই সাহায্য করে। সাংবাদিকদের ‘সব কাজের কাজী’ হতে হয়। অর্থাৎ অনেক বিষয়ে মৌলিক জ্ঞান থাকা একজন সাংবাদিকের জন্য জরুরি। বাংলাদেশে ইতিপূর্বে প্রিন্ট মিডিয়া (সংবাদপত্র) ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কাজের সুযোগ থাকলেও বর্তমানে ইন্টারনেটের কল্যাণে আরেকটি ক্ষেত্রে কাজের সুযোগ সৃষ্টি হয়েছে। সেটি হলো- অনলাইন মিডিয়া। তিনি আরো বলেন, সাংবাদিক হলে যেসব গুণ থাকা দরকারঃ ১.সিদ্ধান্ত ২.সততা ৩.ব্যক্তিত্ব ৪.ব্যবহার ৫.সাহসিকতা ৬.বস্তুনিষ্ঠতা ৭.অধ্যবসায় ৮.নিয়মানুবর্তিতা ও যোগাযোগ ৯.দায়বদ্ধতা ও ১০. বিচক্ষণতা।
বর্তমান প্রেক্ষাপটে একথা স্বীকার করতেই হবে, এ পেশায় আজও বেশিরভাগ প্রশিক্ষণহীন। সাংবাদিকতায় পড়ালেখা করে এ পেশায় এসেছেন এমন লোকের সংখ্যা কম। অথচ একটি সম্ভাবনাময় ও চ্যালেঞ্জিং পেশা হিসেবে সাংবাদিকতা আজ দেশে-বিদেশে অনেক উঁচু মাপের পেশা। পৃথিবীতে যতগুলো পেশা আছে সাংবাদিকতা তার মধ্যে প্রথম সারিতে অবস্থান করছে। সাংবাদিকতায় অধ্যায়ন ও প্রশিক্ষণের মাধ্যমে এ পেশায় প্রবেশ করতে পারলে একটি সম্ভাবনাময় ও উজ্জ্বল ক্যরিয়ার গড়া সম্ভব। সাংবাদিক হতে শিক্ষাগত যোগ্যতা : ১. জাতীয় পত্রিকা/অনলাইন/ইলেক্ট্রনিক মিডিয়ায় কাজ করতে হলে তাকে কমপক্ষে অর্নাস অথবা সমমানের ডিগ্রিধারী হতে হবে। তবে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা মফস্বলের ক্ষেত্রে শিথিলযোগ্য। সাংবাদিকতার উপর স্নাতক ও স্নাতকোত্তর থাকলে ভালো। সাংবাদিকতায় প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও সাংবাদিকতার উপর যেকোনো কোর্স করলে সহজেই সাংবাদিকতার পেশায় হাতেখড়ি হতে পারে।