ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

প্রথম প্রেম নিবেদন কে করেন, জানুন এই কাহিনি

শুরু হয়ে গেল ভালবাসার মৌসুম। আর বসন্তের এই সময়ের সঙ্গেই জড়িয়ে ভ্যালেনটাইনস উইক। সাতদিনের দ্বিতীয় দিনটি প্রপোজ ডে। অর্থাৎ ভালবাসার প্রস্তাব জানানোর দিন। নিজের কাছের মানুষটিকে এই দিন মনের কথা জানানোর দিন। গভীরতম অনুভূতি শব্দে প্রকাশের দিন। তবে মনের মানুষকে এই প্রস্তাব জানানোর রীতি কবে থেকে শুরু হল ?

এর কোনও নির্দিষ্ট ইতিহাস নেই বটে। এপরও বেশ কিছু প্রেম প্রস্তাব আজও ইতিহাসের পাতায় বিখ্যাত হয়ে আছে। এর থেকে এটুকু আন্দাজ করা যায়, মনের মানুষকে মনের কথা জানানোর চল এখনকার নয়। বরং বহুকাল আগে থেকেই তা হয়ে চলেছে।

অস্ট্রিয়ান আর্চডিউক ও মেরি অব বার্গ্যান্ডির প্রেম : বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, অস্ট্রিয়ান আর্চডিউকের প্রপোজালকে এমন প্রেম প্রস্তাব বলে মনে করা হয় যা আজও ইতিহাস স্মরণে রেখেছে। মনে করা হয়,এটিই প্রথম প্রোপোজাল যার উল্লেখ ইতিহাসে পাওয়া যায়। ১৪৭৭ খ্রিষ্টাব্দে অস্ট্রিয়ান আর্চডিউক ম্যাক্সিমিলান মেরি অব বার্গ্যান্ডিকে প্রপোজ করেন। খালি হাতে নয়। একটি হিরের আংটি পরিয়ে তাকে প্রপোজ করেন তিনি।

হিরের আংটি দিয়ে প্রপোজ : এখন ভ্যালেনটাইনস উইকের আগে এই বিশেষ দিনটি পালন করা হয়। ১৪৭৭ খ্রিষ্টাব্দে ভ্যালেনটাইনস ডে-এর সঙ্গে এই দিনটির যোগাযোগ ছিল না। আশ্চর্যের কথা, তখনকার দিনে হিরের আংটি উপহার হিসেবে দেওয়ার চল ছিল না। এমনকি বিয়ের প্রস্তাব জানিয়েও এই আংটি দেওয়া দস্তুর ছিল না। প্রস্তাব জানানোর পর অন্য উপহার দেওয়ার রীতি ছিল। উপহার হিসেবে গবাদি পশু যেমন দুগ্ধবতী গাভী উপহার দেওয়ার চল ছিল। অস্ট্রিয়ান আর্চডিউক সেদিক থেকে সত্যিকারের ইতিহাস গড়েন।

প্রপোজ ডে-এর গুরুত্ব: প্রপোজ ডে আলাদা করে একটি ঘোষিত দিন বটে।তবে এই ডে দিনটির অর্থও যেন কিছুটা সহজ করে দেয়। যা বলার থাকে, প্রপোজের সময় তার সবটা বলে উঠতে পারেন না অনেকে। বলার সুযোগ পান না। এই বিশেষ দিন সেই সুরটা আগে থেকেই বেঁধে দেয়। প্রেমিক প্রেমিকাদের মধ্যে প্রাথমিক শুরুয়াৎ করে দেয় প্রপোজ ডে। তাই যুগলদের কাছে বরাবরই বিশেষ গুরুত্ব রয়েছে দিনটির। ম্যাক্সিমিলানের মতো এখনও অনেকে হিরের আংটি দিয়ে প্রপোজ করে থাকেন।

তবে এর বাইরেও সাধ ও সাধ্যের মতো প্রপোজের জন্য উপহার হিসেবে উঠে এসেছে নানা জিনিস। টেডি, চকোলেট, গোলাপ ইত্য়াদি দিয়ে অনেকে প্রপোজ করেন। অনেকে আবার সঙ্গী বা সঙ্গিনীর প্রিয় জিনিসটি উপহার দিয়ে প্রপোজ করেন। ৮ ফেব্রুয়ারি এই দিনটি তাতে আরও বিশেষ হয়ে ওঠে।

ট্যাগ:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ রাখুন

সংবাদ প্রকাশকের তথ্য

প্রথম প্রেম নিবেদন কে করেন, জানুন এই কাহিনি

আপডেট সময় ১১:৫২:১৮ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪

শুরু হয়ে গেল ভালবাসার মৌসুম। আর বসন্তের এই সময়ের সঙ্গেই জড়িয়ে ভ্যালেনটাইনস উইক। সাতদিনের দ্বিতীয় দিনটি প্রপোজ ডে। অর্থাৎ ভালবাসার প্রস্তাব জানানোর দিন। নিজের কাছের মানুষটিকে এই দিন মনের কথা জানানোর দিন। গভীরতম অনুভূতি শব্দে প্রকাশের দিন। তবে মনের মানুষকে এই প্রস্তাব জানানোর রীতি কবে থেকে শুরু হল ?

এর কোনও নির্দিষ্ট ইতিহাস নেই বটে। এপরও বেশ কিছু প্রেম প্রস্তাব আজও ইতিহাসের পাতায় বিখ্যাত হয়ে আছে। এর থেকে এটুকু আন্দাজ করা যায়, মনের মানুষকে মনের কথা জানানোর চল এখনকার নয়। বরং বহুকাল আগে থেকেই তা হয়ে চলেছে।

অস্ট্রিয়ান আর্চডিউক ও মেরি অব বার্গ্যান্ডির প্রেম : বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, অস্ট্রিয়ান আর্চডিউকের প্রপোজালকে এমন প্রেম প্রস্তাব বলে মনে করা হয় যা আজও ইতিহাস স্মরণে রেখেছে। মনে করা হয়,এটিই প্রথম প্রোপোজাল যার উল্লেখ ইতিহাসে পাওয়া যায়। ১৪৭৭ খ্রিষ্টাব্দে অস্ট্রিয়ান আর্চডিউক ম্যাক্সিমিলান মেরি অব বার্গ্যান্ডিকে প্রপোজ করেন। খালি হাতে নয়। একটি হিরের আংটি পরিয়ে তাকে প্রপোজ করেন তিনি।

হিরের আংটি দিয়ে প্রপোজ : এখন ভ্যালেনটাইনস উইকের আগে এই বিশেষ দিনটি পালন করা হয়। ১৪৭৭ খ্রিষ্টাব্দে ভ্যালেনটাইনস ডে-এর সঙ্গে এই দিনটির যোগাযোগ ছিল না। আশ্চর্যের কথা, তখনকার দিনে হিরের আংটি উপহার হিসেবে দেওয়ার চল ছিল না। এমনকি বিয়ের প্রস্তাব জানিয়েও এই আংটি দেওয়া দস্তুর ছিল না। প্রস্তাব জানানোর পর অন্য উপহার দেওয়ার রীতি ছিল। উপহার হিসেবে গবাদি পশু যেমন দুগ্ধবতী গাভী উপহার দেওয়ার চল ছিল। অস্ট্রিয়ান আর্চডিউক সেদিক থেকে সত্যিকারের ইতিহাস গড়েন।

প্রপোজ ডে-এর গুরুত্ব: প্রপোজ ডে আলাদা করে একটি ঘোষিত দিন বটে।তবে এই ডে দিনটির অর্থও যেন কিছুটা সহজ করে দেয়। যা বলার থাকে, প্রপোজের সময় তার সবটা বলে উঠতে পারেন না অনেকে। বলার সুযোগ পান না। এই বিশেষ দিন সেই সুরটা আগে থেকেই বেঁধে দেয়। প্রেমিক প্রেমিকাদের মধ্যে প্রাথমিক শুরুয়াৎ করে দেয় প্রপোজ ডে। তাই যুগলদের কাছে বরাবরই বিশেষ গুরুত্ব রয়েছে দিনটির। ম্যাক্সিমিলানের মতো এখনও অনেকে হিরের আংটি দিয়ে প্রপোজ করে থাকেন।

তবে এর বাইরেও সাধ ও সাধ্যের মতো প্রপোজের জন্য উপহার হিসেবে উঠে এসেছে নানা জিনিস। টেডি, চকোলেট, গোলাপ ইত্য়াদি দিয়ে অনেকে প্রপোজ করেন। অনেকে আবার সঙ্গী বা সঙ্গিনীর প্রিয় জিনিসটি উপহার দিয়ে প্রপোজ করেন। ৮ ফেব্রুয়ারি এই দিনটি তাতে আরও বিশেষ হয়ে ওঠে।