ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

প্রবাসী নারী ডক্টর হুরিয়ার সফলতার গল্প

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ১১:৪৬:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
  • ৬৭ ভিউ হয়েছে

বিশ্বের ভূমন্ডলে প্রতিটি কর্মস্থালে নারীরা স্ব-স্ব কাজের মাধ্যমে বাংলাদেশ তথা নিজের সুনাম অর্জন করে চলেছেন। পুরুষের পাশাপাশি নারীরাও এখন উন্নত জীবনের আশায় আর্থিকভাবে সচ্ছলতার জন্য দ্বীপরাষ্ট্র মালদ্বীপে পাড়ি জমিয়েছেন। কিন্তু পর্যটনের স্বর্গ রাজ্য হিসেবে পরিচিতি এই দেশটিতে তাদের পদচারণা তুলনামূলকভাবে অনেকটা কম হলেও সাফল্য অনেক বেশি। তাই আমাদের চেষ্টা তাদের সফলতার গল্প কালবেলার পাঠকের কাছে তুলে ধরা।

পৃথিবীতে নারী ছাড়া কিছুই সম্ভব নয়, তাদের সাহস, যা আশ্চর্যজনক কোমলতার সঙ্গে নিযুক্ত। যেখানে নারী আছে সেখানেই জাদু আছে। প্রতিটি বাড়ি, প্রতিটি হৃদয়, প্রতিটি অনুভূতি, প্রতিটি মুহূর্ত নারী ছাড়া অসম্পূর্ণ। কেবল নারীরা-ই পারে বিশ্বকে সম্পূর্ণ করতে। নারী হচ্ছে এ পৃথিবীকে দুর্দান্ত করে গড়ে তোলার জন্য ওপর থেকে পাঠানো সৃষ্টিকতার আশীর্বাদ। যাহা সত্যিই প্রমাণিত করেন মালদ্বীপে অবস্থিত এমন একজন প্রবাসী বাংলাদেশী সফল নারী ডক্টর হুরিয়া পারভীন। যিনি তার কর্মব্যস্ততার পাশাপাশি সাহিত্য চর্চা ও করেন। বর্তমানে তার সাহিত্য ও মানব কল্যান বিষয়ক তিনটি বই প্রকাশিত হয়েছে l এছাড়াও তিনি দেশ বিদেশের বিভিন্ন গবেষণার সাথেও জড়িত l

একান্ত সাক্ষাৎকারে ডক্টর হুরিয়া পারভীন তুলে ধরেন তার মালদ্বীপে সফল পরিবর্তনের ইতিকথা। জীবন সংগ্রামে পরিবার-পরিজনকে সুখে রাখার প্রত্যয় নিয়ে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেছিলেন এই নারী । তিনি মালদ্বীপের জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্কুল অব মেডিসিন ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। প্রবাস জীবনে পাড়ি জমানোর আগে বাংলাদেশের সুনামধন্য ঢাকা মেডিকেল কলেজে দীর্ঘ ১১ বছর সহকারী অধ্যাপক হিসেবে নিয়োজিত ছিলেন।

বর্তমানে কর্মের পাশাপাশি মালদ্বীপের বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রজেক্ট কোর্ডিনেটর হিসাবে কাজ করছেন তিনি। সেই সুবাদে দেশটিতে অবস্থিত বাংলাদেশিরা যখন স্বাস্থ্য খাতেই বিভিন্নভাবে অনিরাপদে তখনই ডক্টর হিসাবে তিনি বিশেষ ভূমিকায় অবতীর্ণ হন। ডক্টর হুরিয়া পারভীন -এর জন্মস্থান বাংলাদেশে নড়াইল জেলার মাধবহাটি গ্রামের মরহুম মোহাম্মদ শহিদুল ইসলামের বড় সন্তান। বাবার চাকরির কর্মস্থলের সুবাদে শৈশব ও শিক্ষা জীবন কেটেছে ঢাকা জেলায়। বাবা যমুনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর ডাইরেক্টর হিসাবে কর্মরত ছিলেন এবং মা আইসিডিডিআরবি তে ২৫ বছর কর্মরত ছিলেনl

তিনি ২০২২ সালে যোগ দেন মালদ্বীপের প্রধান গুরুত্বপূর্ণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্কুল অব মেডিসিন ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক হিসেবে। দেশটিতে অসংখ্য প্রবাসী নারী গৃহিণীকর্ম জীবন বেছে নিলেও ব্যতিক্রম ছিলেন ডক্টর হুরিয়া পারভীন । সংসার দেখাশুনা , বাচ্চাদের মানুষ করা থেকে শুরু করে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনে উপস্থিত হন অনায়াসেই। প্রতিনিধির সাথে আলাপচারিতার পরিশেষে ডক্টর হুরিয়া পারভীন প্রবাসীদের সমসাময়িক বিষয়গুলি সকলের কাছে তুলে ধরার জন্য ধন্যবাদ জানান

ট্যাগ:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ রাখুন

সংবাদ প্রকাশকের তথ্য

প্রবাসী নারী ডক্টর হুরিয়ার সফলতার গল্প

আপডেট সময় ১১:৪৬:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪

বিশ্বের ভূমন্ডলে প্রতিটি কর্মস্থালে নারীরা স্ব-স্ব কাজের মাধ্যমে বাংলাদেশ তথা নিজের সুনাম অর্জন করে চলেছেন। পুরুষের পাশাপাশি নারীরাও এখন উন্নত জীবনের আশায় আর্থিকভাবে সচ্ছলতার জন্য দ্বীপরাষ্ট্র মালদ্বীপে পাড়ি জমিয়েছেন। কিন্তু পর্যটনের স্বর্গ রাজ্য হিসেবে পরিচিতি এই দেশটিতে তাদের পদচারণা তুলনামূলকভাবে অনেকটা কম হলেও সাফল্য অনেক বেশি। তাই আমাদের চেষ্টা তাদের সফলতার গল্প কালবেলার পাঠকের কাছে তুলে ধরা।

পৃথিবীতে নারী ছাড়া কিছুই সম্ভব নয়, তাদের সাহস, যা আশ্চর্যজনক কোমলতার সঙ্গে নিযুক্ত। যেখানে নারী আছে সেখানেই জাদু আছে। প্রতিটি বাড়ি, প্রতিটি হৃদয়, প্রতিটি অনুভূতি, প্রতিটি মুহূর্ত নারী ছাড়া অসম্পূর্ণ। কেবল নারীরা-ই পারে বিশ্বকে সম্পূর্ণ করতে। নারী হচ্ছে এ পৃথিবীকে দুর্দান্ত করে গড়ে তোলার জন্য ওপর থেকে পাঠানো সৃষ্টিকতার আশীর্বাদ। যাহা সত্যিই প্রমাণিত করেন মালদ্বীপে অবস্থিত এমন একজন প্রবাসী বাংলাদেশী সফল নারী ডক্টর হুরিয়া পারভীন। যিনি তার কর্মব্যস্ততার পাশাপাশি সাহিত্য চর্চা ও করেন। বর্তমানে তার সাহিত্য ও মানব কল্যান বিষয়ক তিনটি বই প্রকাশিত হয়েছে l এছাড়াও তিনি দেশ বিদেশের বিভিন্ন গবেষণার সাথেও জড়িত l

একান্ত সাক্ষাৎকারে ডক্টর হুরিয়া পারভীন তুলে ধরেন তার মালদ্বীপে সফল পরিবর্তনের ইতিকথা। জীবন সংগ্রামে পরিবার-পরিজনকে সুখে রাখার প্রত্যয় নিয়ে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেছিলেন এই নারী । তিনি মালদ্বীপের জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্কুল অব মেডিসিন ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। প্রবাস জীবনে পাড়ি জমানোর আগে বাংলাদেশের সুনামধন্য ঢাকা মেডিকেল কলেজে দীর্ঘ ১১ বছর সহকারী অধ্যাপক হিসেবে নিয়োজিত ছিলেন।

বর্তমানে কর্মের পাশাপাশি মালদ্বীপের বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রজেক্ট কোর্ডিনেটর হিসাবে কাজ করছেন তিনি। সেই সুবাদে দেশটিতে অবস্থিত বাংলাদেশিরা যখন স্বাস্থ্য খাতেই বিভিন্নভাবে অনিরাপদে তখনই ডক্টর হিসাবে তিনি বিশেষ ভূমিকায় অবতীর্ণ হন। ডক্টর হুরিয়া পারভীন -এর জন্মস্থান বাংলাদেশে নড়াইল জেলার মাধবহাটি গ্রামের মরহুম মোহাম্মদ শহিদুল ইসলামের বড় সন্তান। বাবার চাকরির কর্মস্থলের সুবাদে শৈশব ও শিক্ষা জীবন কেটেছে ঢাকা জেলায়। বাবা যমুনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর ডাইরেক্টর হিসাবে কর্মরত ছিলেন এবং মা আইসিডিডিআরবি তে ২৫ বছর কর্মরত ছিলেনl

তিনি ২০২২ সালে যোগ দেন মালদ্বীপের প্রধান গুরুত্বপূর্ণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্কুল অব মেডিসিন ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক হিসেবে। দেশটিতে অসংখ্য প্রবাসী নারী গৃহিণীকর্ম জীবন বেছে নিলেও ব্যতিক্রম ছিলেন ডক্টর হুরিয়া পারভীন । সংসার দেখাশুনা , বাচ্চাদের মানুষ করা থেকে শুরু করে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনে উপস্থিত হন অনায়াসেই। প্রতিনিধির সাথে আলাপচারিতার পরিশেষে ডক্টর হুরিয়া পারভীন প্রবাসীদের সমসাময়িক বিষয়গুলি সকলের কাছে তুলে ধরার জন্য ধন্যবাদ জানান