ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

প্রাথমিকে নিয়োগ পাচ্ছেন ৭ হাজারের বেশি শিক্ষক

সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ৭ হাজারের বেশি শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। এরমধ্যে প্রথম দফার পরীক্ষা হয়েছে। দ্বিতীয় দফা হবে জানুয়ারির শেষে এবং ফেব্রুয়ারিতে তৃতীয় দফা। এদিকে প্রশ্নফাঁস চেষ্টার অভিযোগে ৯৭ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এক বছর আগে প্রাথমিক বিদ্যালয়ে ৭ হাজার সহকারী শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেয় মন্ত্রণালয়। গত শুক্রবার প্রথম ধাপে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের ১৮ জেলায় লিখিত পরীক্ষা হয়েছে। পরীক্ষার আগের রাতে একটি প্রশ্নফাঁস চক্রের খোঁজ পায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ চক্রের ৯৭ জন আটক হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সচিব ফরিদ আহমেদ বলেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রশ্নপত্র প্রণয়ন থেকে হলে পৌঁছানো পর্যন্ত ডিজিটাল পদ্ধতিতে নজরদারি করা হয়েছে।

প্রথম ধাপের পরীক্ষার ফল দেওয়া হবে ডিসেম্বরেই। আর জানুয়ারিতে হবে মৌখিক পরীক্ষা। দ্বিতীয় ধাপে ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগের জেলাগুলোর পরীক্ষা হবে জানুয়ারির শেষে। তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের পরীক্ষা হবে ফেব্রুয়ারিতে।

তিনি আরও জানান, যে পরিমাণ শুণ্য পদ রয়েছে এর বাইরেও আমরা অপেক্ষমান একটা তালিকা রাখব। যেন বিভিন্ন সময় যে পদগুলো খালি হয়, সেখানে যেন সেই তালিকা থেকে শিক্ষক নিয়োগ দেওয়া যায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআরয়ের সহযোগী অধ্যাপক মজিবুর রহমান বলেন, একজন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে শিক্ষক হিসেবে তিনি কেমন হবেন, শিক্ষক হওয়ার তার ইচ্ছা কতটুকু সেটা যাচাইয়ের জন্য টেস্ট সংযোজন জরুরি।

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে ৭৫ নম্বরের লিখিত পরীক্ষা, ১৫ নম্বরের মৌখিক এবং ১০ নম্বর একাডেমিক ফলের ওপর।

ট্যাগ:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ রাখুন

সংবাদ প্রকাশকের তথ্য

প্রাথমিকে নিয়োগ পাচ্ছেন ৭ হাজারের বেশি শিক্ষক

আপডেট সময় ১২:২৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩

সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ৭ হাজারের বেশি শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। এরমধ্যে প্রথম দফার পরীক্ষা হয়েছে। দ্বিতীয় দফা হবে জানুয়ারির শেষে এবং ফেব্রুয়ারিতে তৃতীয় দফা। এদিকে প্রশ্নফাঁস চেষ্টার অভিযোগে ৯৭ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এক বছর আগে প্রাথমিক বিদ্যালয়ে ৭ হাজার সহকারী শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেয় মন্ত্রণালয়। গত শুক্রবার প্রথম ধাপে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের ১৮ জেলায় লিখিত পরীক্ষা হয়েছে। পরীক্ষার আগের রাতে একটি প্রশ্নফাঁস চক্রের খোঁজ পায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ চক্রের ৯৭ জন আটক হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সচিব ফরিদ আহমেদ বলেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রশ্নপত্র প্রণয়ন থেকে হলে পৌঁছানো পর্যন্ত ডিজিটাল পদ্ধতিতে নজরদারি করা হয়েছে।

প্রথম ধাপের পরীক্ষার ফল দেওয়া হবে ডিসেম্বরেই। আর জানুয়ারিতে হবে মৌখিক পরীক্ষা। দ্বিতীয় ধাপে ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগের জেলাগুলোর পরীক্ষা হবে জানুয়ারির শেষে। তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের পরীক্ষা হবে ফেব্রুয়ারিতে।

তিনি আরও জানান, যে পরিমাণ শুণ্য পদ রয়েছে এর বাইরেও আমরা অপেক্ষমান একটা তালিকা রাখব। যেন বিভিন্ন সময় যে পদগুলো খালি হয়, সেখানে যেন সেই তালিকা থেকে শিক্ষক নিয়োগ দেওয়া যায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআরয়ের সহযোগী অধ্যাপক মজিবুর রহমান বলেন, একজন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে শিক্ষক হিসেবে তিনি কেমন হবেন, শিক্ষক হওয়ার তার ইচ্ছা কতটুকু সেটা যাচাইয়ের জন্য টেস্ট সংযোজন জরুরি।

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে ৭৫ নম্বরের লিখিত পরীক্ষা, ১৫ নম্বরের মৌখিক এবং ১০ নম্বর একাডেমিক ফলের ওপর।