ঢাকা ০৭:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ফরেনসিক শিক্ষায় নারীদের আগ্রহ কম

চিকিৎসা পেশায় ফরেনসিক বিভাগে নারীদের আগ্রহ কম। নানা কারণে তারা এই বিভাগের আসতে চায় না। সারা দেশে ৩৭টি সরকারি হাসপাতালে ফরেনসিক বিভাগে কাজ করেন মাত্র ৪৬ জন নারী চিকিৎসক। ঢাকার বাইরে এই সংখ্যা একেবারে নেই বললেই চলে। ফলে ময়নাতদন্ত ও ধর্ষণের শিকার নারী-শিশুদের শারীরিক পরীক্ষা করাতে ভোগান্তিতে পড়ে মানুষ।

রাজধানীর সোহরওয়ার্দী হাসপতালের মর্গের সামনে চাচাত বোনের মৃতদেহ নিয়ে প্রায় চার ঘণ্টা ধরে বসে আছেন রহিম। সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া তার বোনের ময়নাতদন্ত হবে। একজন নারী চিকিৎসক দিয়ে ময়নাতদন্ত করাতে চান পরিবারের সদস্যরা। কিন্তু হাসপাতালে দায়িত্বরত কোন নারী ফরেনসিক চিকিৎসক নেই।

ঢাকা মেডিকেলের মর্গের সামনে অপেক্ষায় থাকা মোহাম্মদ সমোলয়মানও একই পরিস্থিতির মুখোমুখি। তিনি তার খালার ময়নাতদন্তপুরুষ চিকিৎসক দিয়ে করাতে চান না, ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিয়ে যেতে চান।

খোঁজ নিয়ে জানা যায়, সরকারি হাসপাতালগুলোতে নারী ফরেনসিক চিকিৎসকের সংখ্যা একেবারেই কম। ১৮০টি পদের বিপরীতে নারী ফরেনসিক চিকিৎসক আছেন মাত্র ৪৬ জন। এই বিভাগে নারী চিকিৎসকদের দায়িত্ব পালনে নানা জটিলতার কথা জানান ঢাকা মেডিকেল কলেজ ফরেনসিক বিভাগের প্রভাষক জাকিয়া তাসনিম ও শহীদ সোহরওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল সহকারী অধ্যাপক নিশাত জাবিন।

ফরেনসিক মেডিসিনের চিকিৎসক সংকট থাকায় বেশিরভাগ ক্ষেত্রে অন্য বিভাগের চিকিৎসক দিয়ে ধর্ষণ ও নির্যাতনের শিকার ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষা করানো হয় বলে জানান শহীদ সোহ্রাওয়াার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ফরেনসিক মেডিসিনের অধ্যাপক সোহেল মাহমুদ।

ময়নাতদন্ত বা ধর্ষণের শারীরিক পরীক্ষার প্রতিবেদন পাল্টে দেওয়ার জন্য প্রভাবশালী মহলের চাপ ও হুমকি, আদালতে সাক্ষ্য দেয়ার ঝঁক্কি এবং নিরাপত্তাহীনতার জন্যই নারী ফরেনসিক বিশেষজ্ঞ তৈরি হচ্ছে না বলে মনে করেন ফরেনসিক বিশেষজ্ঞরা।

ট্যাগ:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ রাখুন

সংবাদ প্রকাশকের তথ্য

ফরেনসিক শিক্ষায় নারীদের আগ্রহ কম

আপডেট সময় ১১:০৯:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

চিকিৎসা পেশায় ফরেনসিক বিভাগে নারীদের আগ্রহ কম। নানা কারণে তারা এই বিভাগের আসতে চায় না। সারা দেশে ৩৭টি সরকারি হাসপাতালে ফরেনসিক বিভাগে কাজ করেন মাত্র ৪৬ জন নারী চিকিৎসক। ঢাকার বাইরে এই সংখ্যা একেবারে নেই বললেই চলে। ফলে ময়নাতদন্ত ও ধর্ষণের শিকার নারী-শিশুদের শারীরিক পরীক্ষা করাতে ভোগান্তিতে পড়ে মানুষ।

রাজধানীর সোহরওয়ার্দী হাসপতালের মর্গের সামনে চাচাত বোনের মৃতদেহ নিয়ে প্রায় চার ঘণ্টা ধরে বসে আছেন রহিম। সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া তার বোনের ময়নাতদন্ত হবে। একজন নারী চিকিৎসক দিয়ে ময়নাতদন্ত করাতে চান পরিবারের সদস্যরা। কিন্তু হাসপাতালে দায়িত্বরত কোন নারী ফরেনসিক চিকিৎসক নেই।

ঢাকা মেডিকেলের মর্গের সামনে অপেক্ষায় থাকা মোহাম্মদ সমোলয়মানও একই পরিস্থিতির মুখোমুখি। তিনি তার খালার ময়নাতদন্তপুরুষ চিকিৎসক দিয়ে করাতে চান না, ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিয়ে যেতে চান।

খোঁজ নিয়ে জানা যায়, সরকারি হাসপাতালগুলোতে নারী ফরেনসিক চিকিৎসকের সংখ্যা একেবারেই কম। ১৮০টি পদের বিপরীতে নারী ফরেনসিক চিকিৎসক আছেন মাত্র ৪৬ জন। এই বিভাগে নারী চিকিৎসকদের দায়িত্ব পালনে নানা জটিলতার কথা জানান ঢাকা মেডিকেল কলেজ ফরেনসিক বিভাগের প্রভাষক জাকিয়া তাসনিম ও শহীদ সোহরওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল সহকারী অধ্যাপক নিশাত জাবিন।

ফরেনসিক মেডিসিনের চিকিৎসক সংকট থাকায় বেশিরভাগ ক্ষেত্রে অন্য বিভাগের চিকিৎসক দিয়ে ধর্ষণ ও নির্যাতনের শিকার ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষা করানো হয় বলে জানান শহীদ সোহ্রাওয়াার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ফরেনসিক মেডিসিনের অধ্যাপক সোহেল মাহমুদ।

ময়নাতদন্ত বা ধর্ষণের শারীরিক পরীক্ষার প্রতিবেদন পাল্টে দেওয়ার জন্য প্রভাবশালী মহলের চাপ ও হুমকি, আদালতে সাক্ষ্য দেয়ার ঝঁক্কি এবং নিরাপত্তাহীনতার জন্যই নারী ফরেনসিক বিশেষজ্ঞ তৈরি হচ্ছে না বলে মনে করেন ফরেনসিক বিশেষজ্ঞরা।