বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের দুই কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।
বুধবার (১৩ নভেম্বর) সকালে টঙ্গীর তারা টেক্স অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা এক মাসের বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে।
আজ সকালে তারা মিছিল সহকারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এসে অবরোধ সৃষ্টি করেন। এতে ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধের ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
এ সময় আন্দোলনরত শ্রমিকরা বলেন, দীর্ঘদিন যাবত মালিকপক্ষ তাদেরকে বেতন নিয়মিতভাবে দিচ্ছে না।
পরে বকেয়া পাওনা আশ্বাস পেলে প্রায় দেড় ঘন্টা পর অবরোধ প্রত্যাহার করে শ্রমিকেরা।
অপরদিকে, শ্রীপুরের বাঘের বাজারে এক মাসের বকেয়া বেতন ও শ্রমিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে লিথি কারখানা শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা।
এর আগে বকেয়া বেতনের দাবিতে গত শনিবার থেকে টানা তিনদিন ঢাকা-ময়মনসিংহ মহসড়ক অবরোধ করে রাখেন শ্রমিকরা। সোমবার রাত সাড়ে দশটার দিকে তারা এই অবরোধ প্রত্যাহার করলে ওই মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।