ঢাকা ১১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বাসায় ফেরার পথে অজ্ঞান পার্টির কবলে প্রাণ গেল ব্যবসায়ীর

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অজ্ঞান পার্টির কবলে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তার নাম-ওমর ফারুক খান (৪৫)।তিনি সোনারগাঁও উপজেলার কাঞ্চনপুর গ্রামের মৃত আহমেদ খানের ছেলে।

বুধবার (২৪ জানুয়ারি) বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে মেডিসিন ভবনের ৭০১ নম্বর ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে মারা যান তিনি।

নিহতের ভাই রফিকুল বলেন, আমার ভাইয়ের কাঁচপুর বাজারে ইলেকট্রনিক্সের দোকান রয়েছে। বিকেলের দিকে বাসে বাসায় যাচ্ছিল। এমন সময় বাসের ভেতর প্রতারক চক্রের সদস্যরা কৌশলে তাঁকে কিছু খাইয়ে অচেতন করে রাস্তায় ফেলে যায়। পরে সেখান থেকে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসে। আমরা সংবাদ পেয়ে ঢাকা মেডিকেলে এসে আমার ভাইকে খুঁজে পাই। সেখানে মেডিসিন ভবনের ৭০১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে মারা যান তিনি।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।

ট্যাগ:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ রাখুন

সংবাদ প্রকাশকের তথ্য

বাসায় ফেরার পথে অজ্ঞান পার্টির কবলে প্রাণ গেল ব্যবসায়ীর

আপডেট সময় ০৮:৫৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অজ্ঞান পার্টির কবলে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তার নাম-ওমর ফারুক খান (৪৫)।তিনি সোনারগাঁও উপজেলার কাঞ্চনপুর গ্রামের মৃত আহমেদ খানের ছেলে।

বুধবার (২৪ জানুয়ারি) বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে মেডিসিন ভবনের ৭০১ নম্বর ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে মারা যান তিনি।

নিহতের ভাই রফিকুল বলেন, আমার ভাইয়ের কাঁচপুর বাজারে ইলেকট্রনিক্সের দোকান রয়েছে। বিকেলের দিকে বাসে বাসায় যাচ্ছিল। এমন সময় বাসের ভেতর প্রতারক চক্রের সদস্যরা কৌশলে তাঁকে কিছু খাইয়ে অচেতন করে রাস্তায় ফেলে যায়। পরে সেখান থেকে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসে। আমরা সংবাদ পেয়ে ঢাকা মেডিকেলে এসে আমার ভাইকে খুঁজে পাই। সেখানে মেডিসিন ভবনের ৭০১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে মারা যান তিনি।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।