ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বিদেশি মুসল্লিদের জন্য হজ নিবন্ধন শুরু

বিদেশি মুসল্লিদের জন্য পবিত্র হজের নতুন মৌসুম – ২০২৪ সালের নিবন্ধন প্রক্রিয়া শুরু করেছে সৌদি সরকার। দেশটির আন্তর্জাতিক যোগাযোগ কেন্দ্র (সিআইসি) সোমবার (২৫ ডিসেম্বর) এই তথ্য প্রকাশ করেছে। সংস্থাটি বলেছে,‘বিশ্বের সকল মুসল্লিরা তাদের পরিবারসহ এখন নুসুক অ্যাপের মাধ্যমে ১৪৪৫/২০২৪ সালের হজের নিবন্ধন করতে পারবেন।’

হজের জন্য এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা এবং ওশেনিয়া অঞ্চলের মানুষ নুসুক হজ অ্যাপসের মাধ্যমে আবেদন করতে পারবেন। এ ব্যাপারে আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে hajj.nusuk.sa এই ওয়েবসাইটে। খবর সৌদি গ্যাজেট।

অত্যাধুনিক ও ওয়ান-স্টক সেবাদানকারী নুসুক অ্যাপে হজবিষয়ক যাবতীয় তথ্যাবলী রয়েছে। সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় পরিচালিত এই অ্যাপে হজ পালনে আগ্রহী সাধারণ মানুষ বিভিন্ন প্যাকেজ দেখতে পাবেন। যেসব অফার দিয়ে থাকে বিভিন্ন সেবা প্রদানকারী সংস্থা। যারা হজে পালনে আগ্রহী তাদের নুসুক অ্যাপে নিজের নামে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। এতে ব্যবহার করতে হবে ইমেইল এড্রেস। এরপর নিজ দেশ বাছাই করতে হবে।

ইসলামের পঞ্চম স্তম্ভ হলো হজ। নামাজ ও রোজার মতো হজও বিধি-বিধান মেনে পালন করার বাধ্যবাধকতা রয়েছে। আর্থিক ও শারীরিকভাবে সামর্থ্যবান নারী-পুরুষের উপর জীবনে অন্তত একবার হজ পালন করা অবশ্যই পালনীয় বা ফরজ।

এদিকে, বিশ্বব্যাপী করোনা মহামারি পরবর্তী সময়ে ২০২৩ সালে প্রথমবারের মতো কোনো রকমের স্বাস্থ্যগত বিধি-নিষেধ ছাড়াই হজ পালিত হয়। করোনা সংক্রামণের পর টানা তিন বছর নির্দিষ্ট সংখ্যক মুসল্লিকে হজ পালনের সুযোগ দেয়া হয়। তবে গত বছর সব বিধি-নিষেধ তুলে দেয়া হয়।

এর আগে, চলতি বছরের ২ আগস্ট ধর্ম মন্ত্রণালয়ের সভা কক্ষে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু আ হামিদ জমাদ্দারের সভাপতিত্বে সভায় বলা হয় ২০২৪ সালের ১ মার্চ থেকে হজ ভিসা ইস্যুকরণ শুরু হয়ে সৌদি ই-হজ সিস্টেমে ২৯ এপ্রিল বন্ধ হবে ভিসা ইস্যু। ৯ মে থেকে হজ ফ্লাইট শুরু হবে।

ট্যাগ:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ রাখুন

সংবাদ প্রকাশকের তথ্য

বিদেশি মুসল্লিদের জন্য হজ নিবন্ধন শুরু

আপডেট সময় ০৭:০১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩

বিদেশি মুসল্লিদের জন্য পবিত্র হজের নতুন মৌসুম – ২০২৪ সালের নিবন্ধন প্রক্রিয়া শুরু করেছে সৌদি সরকার। দেশটির আন্তর্জাতিক যোগাযোগ কেন্দ্র (সিআইসি) সোমবার (২৫ ডিসেম্বর) এই তথ্য প্রকাশ করেছে। সংস্থাটি বলেছে,‘বিশ্বের সকল মুসল্লিরা তাদের পরিবারসহ এখন নুসুক অ্যাপের মাধ্যমে ১৪৪৫/২০২৪ সালের হজের নিবন্ধন করতে পারবেন।’

হজের জন্য এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা এবং ওশেনিয়া অঞ্চলের মানুষ নুসুক হজ অ্যাপসের মাধ্যমে আবেদন করতে পারবেন। এ ব্যাপারে আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে hajj.nusuk.sa এই ওয়েবসাইটে। খবর সৌদি গ্যাজেট।

অত্যাধুনিক ও ওয়ান-স্টক সেবাদানকারী নুসুক অ্যাপে হজবিষয়ক যাবতীয় তথ্যাবলী রয়েছে। সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় পরিচালিত এই অ্যাপে হজ পালনে আগ্রহী সাধারণ মানুষ বিভিন্ন প্যাকেজ দেখতে পাবেন। যেসব অফার দিয়ে থাকে বিভিন্ন সেবা প্রদানকারী সংস্থা। যারা হজে পালনে আগ্রহী তাদের নুসুক অ্যাপে নিজের নামে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। এতে ব্যবহার করতে হবে ইমেইল এড্রেস। এরপর নিজ দেশ বাছাই করতে হবে।

ইসলামের পঞ্চম স্তম্ভ হলো হজ। নামাজ ও রোজার মতো হজও বিধি-বিধান মেনে পালন করার বাধ্যবাধকতা রয়েছে। আর্থিক ও শারীরিকভাবে সামর্থ্যবান নারী-পুরুষের উপর জীবনে অন্তত একবার হজ পালন করা অবশ্যই পালনীয় বা ফরজ।

এদিকে, বিশ্বব্যাপী করোনা মহামারি পরবর্তী সময়ে ২০২৩ সালে প্রথমবারের মতো কোনো রকমের স্বাস্থ্যগত বিধি-নিষেধ ছাড়াই হজ পালিত হয়। করোনা সংক্রামণের পর টানা তিন বছর নির্দিষ্ট সংখ্যক মুসল্লিকে হজ পালনের সুযোগ দেয়া হয়। তবে গত বছর সব বিধি-নিষেধ তুলে দেয়া হয়।

এর আগে, চলতি বছরের ২ আগস্ট ধর্ম মন্ত্রণালয়ের সভা কক্ষে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু আ হামিদ জমাদ্দারের সভাপতিত্বে সভায় বলা হয় ২০২৪ সালের ১ মার্চ থেকে হজ ভিসা ইস্যুকরণ শুরু হয়ে সৌদি ই-হজ সিস্টেমে ২৯ এপ্রিল বন্ধ হবে ভিসা ইস্যু। ৯ মে থেকে হজ ফ্লাইট শুরু হবে।