ঢাকা ১১:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বুয়েটের প্রথম ধাপের পরীক্ষা ২৬ ফেব্রুয়ারি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তির প্রিলিমিনারি ও চূড়ান্ত পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। আগামী ২৬ ফেব্রুয়ারি প্রিলিমিনারি এবং ৯ মার্চ চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়াও ২৫ জানুয়ারি থেকে ভর্তি আবেদন শুরু হবে।

বুধবার (১০ জানুয়ারি) দুপুরে বুয়েটের একাডেমিক কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা সূত্রে জানা গেছে, পবিত্র রমজান উপলক্ষে বুয়েটের চূড়ান্ত পরীক্ষার সময় এক সপ্তাহ এগিয়ে আনা হয়েছে। আর প্রিলিমিনারি পরীক্ষা দু’দিন পিছিয়েছে কর্তৃপক্ষ।

নতুন এ সূচি অনুযায়ী, চলতি সপ্তাহে বুয়েটের ওয়েবসাইটে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। এছাড়া ১৪ জানুয়ারির মধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে ভর্তি পরীক্ষার বিষয়টি জানানো হবে।

জানা গেছে, এবারও দুই ধাপে বুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে প্রিলিমিনারি বা প্রাক-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণদের নিয়ে বুয়েট ক্যাম্পাসে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ট্যাগ:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ রাখুন

সংবাদ প্রকাশকের তথ্য

বুয়েটের প্রথম ধাপের পরীক্ষা ২৬ ফেব্রুয়ারি

আপডেট সময় ০৮:২৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তির প্রিলিমিনারি ও চূড়ান্ত পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। আগামী ২৬ ফেব্রুয়ারি প্রিলিমিনারি এবং ৯ মার্চ চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়াও ২৫ জানুয়ারি থেকে ভর্তি আবেদন শুরু হবে।

বুধবার (১০ জানুয়ারি) দুপুরে বুয়েটের একাডেমিক কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা সূত্রে জানা গেছে, পবিত্র রমজান উপলক্ষে বুয়েটের চূড়ান্ত পরীক্ষার সময় এক সপ্তাহ এগিয়ে আনা হয়েছে। আর প্রিলিমিনারি পরীক্ষা দু’দিন পিছিয়েছে কর্তৃপক্ষ।

নতুন এ সূচি অনুযায়ী, চলতি সপ্তাহে বুয়েটের ওয়েবসাইটে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। এছাড়া ১৪ জানুয়ারির মধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে ভর্তি পরীক্ষার বিষয়টি জানানো হবে।

জানা গেছে, এবারও দুই ধাপে বুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে প্রিলিমিনারি বা প্রাক-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণদের নিয়ে বুয়েট ক্যাম্পাসে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।