ঢাকা ১১:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ভারতের স্বপ্নভঙ্গ, বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

চলতি আসরের বিশ্বকাপে ভারতকে হারিয়ে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন হলো অস্ট্রেলিয়া। রোববার (১৯ নভেম্বর) নরেন্দ্র মোদি স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হয়।

এর আগে ১৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭ এবং ২০১৫ তে ওয়ানডে ক্রিকেটে বিশ্বকাপের শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া। ২০২৩ সালের চলতি আসরে ষষ্ঠ বারের মতো শিরোপার স্বাদ নিলো অস্ট্রেলিয়া।

রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এক লাখ ৩০ হাজার দর্শকের সামনে ভারতের কাছ থেকে এ জয় তুলে নেয় তারা। ২৪১ রানের লক্ষে খেলতে নেমে ৪২ বল বাকি থাকতেই ছয় উইকেট হাতে নিয়ে জয়ে বন্দরে পৌঁছে যায় অজিরা।

এদিন ব্যাট হাতে একাই ব্যবধান গড়ে দেন অজি ওপেনার ট্রাভিস হেড। ফাইনালে করেন অনবদ্য সেঞ্চুরি। শেষ জয় থেকে মাত্র দুই রান দূরে থাকতে সিরাজের বলে গিলের হাতে ধরা পড়েন তিনি। ততক্ষণে তার ব্যক্তিগত খাতায় লেখা হয় ১৩৭ রানের এক মহা মূল্যবান ইনিংস। উইনিং শটটি আসে ম্যাক্সওয়েলের ব্যাট থেকে। আর লাবুশেন অপরাজিত থাকেন ৫৮ রানে।

ট্যাগ:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ রাখুন

সংবাদ প্রকাশকের তথ্য

ভারতের স্বপ্নভঙ্গ, বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

আপডেট সময় ০৪:০৭:৩২ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩

চলতি আসরের বিশ্বকাপে ভারতকে হারিয়ে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন হলো অস্ট্রেলিয়া। রোববার (১৯ নভেম্বর) নরেন্দ্র মোদি স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হয়।

এর আগে ১৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭ এবং ২০১৫ তে ওয়ানডে ক্রিকেটে বিশ্বকাপের শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া। ২০২৩ সালের চলতি আসরে ষষ্ঠ বারের মতো শিরোপার স্বাদ নিলো অস্ট্রেলিয়া।

রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এক লাখ ৩০ হাজার দর্শকের সামনে ভারতের কাছ থেকে এ জয় তুলে নেয় তারা। ২৪১ রানের লক্ষে খেলতে নেমে ৪২ বল বাকি থাকতেই ছয় উইকেট হাতে নিয়ে জয়ে বন্দরে পৌঁছে যায় অজিরা।

এদিন ব্যাট হাতে একাই ব্যবধান গড়ে দেন অজি ওপেনার ট্রাভিস হেড। ফাইনালে করেন অনবদ্য সেঞ্চুরি। শেষ জয় থেকে মাত্র দুই রান দূরে থাকতে সিরাজের বলে গিলের হাতে ধরা পড়েন তিনি। ততক্ষণে তার ব্যক্তিগত খাতায় লেখা হয় ১৩৭ রানের এক মহা মূল্যবান ইনিংস। উইনিং শটটি আসে ম্যাক্সওয়েলের ব্যাট থেকে। আর লাবুশেন অপরাজিত থাকেন ৫৮ রানে।