ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মারা গেছেন টাইটানিক সিনেমার প্রযোজক ল্যান্ডউ

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ১০:১২:৫২ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪
  • ৩৫ ভিউ হয়েছে

অঙ্কারজয়ী আমেরিকান প্রযোজক জন ল্যান্ডউ মারা গেছেন। গত শুক্রবার (৫ই জুলাই) ক্যান্সারে আক্রন্ত হয়ে তিনি না ফেরার দেশে পাড়ি জমান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৩ বছর।

জন ল্যান্ডউর ঝুলিতে অনেকগুলো ব্যবসাসফল এবং ইতিহাস সৃষ্টি করা সিনেমা রয়েছে। বিশেষভাবে উল্লেখযোগ্য হলো টাইটানিক এবং অ্যাভাটার।

টাইটানিক সিনেমার নির্মাতা জেমস ক্যামেরুনের সঙ্গে তাঁর সম্পর্ক ছিলো নিবিড়। ল্যান্ডউ সবার প্রথমে টাইটানিক সিনেমা প্রযোজনা করে ইতিহাস সৃষ্টি করেন। ১৯৯৭ সালের ডিসেম্বরে মুক্তি পেয়েছিলো টাইটানিক। আটলান্টিক মহাসাগরে জাহাজডুবির ঘটনা নিয়ে ট্রাজেডি এবং রোমান্টিক ঘরনার সিনেমা ‘টাইটানিক’ সেসময় দর্শক সমালোচকদের মন জয় করে নিয়েছিলো। যা এখনও পর্যন্ত হলিউডে সবচেয়ে আয়করা সিনেমার মধ্যে চতুর্থ অবস্থানে রয়েছে। বিশ্বব্যাপী এটি ১ বিলিয়ন ডলারের বেশি আয় করে।

এরপর ল্যান্ডউ এবং ক্যামেরুন মিলে তৈরি করেন হলিউডের সবচেয়ে ব্যবসাসফল বৈজ্ঞানিক কল্পকাহিনী ভিত্তিক সিনেমা অ্যাভাটার। ২০০৯ সালে মুক্তি পায় অ্যাভাটারের প্রথম কিস্তি। যেটি এখন পর্যন্ত হলিউডের সবচেয়ে বেশি আয়করা সিনেমার মধ্যে শীর্ষ স্থান দখল করে আছে। আর ২০২২ সালে মুক্তি পায় অ্যাভাটার সিনেমার দ্বিতীয় কিস্তি।

মৃত্যুর আগে ল্যান্ডউ অ্যাভাটার সিনেমার তৃতীয় কিস্তি নিয়ে কাজ করছিলেন। জেমস ক্যামেরুন এই সিনেমার পাঁচটি পর্ব বানানোর পরিকাল্পনা করেছেন। ২০৩১ সালের মধ্যে এই সিরিজের তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম সিনেমাটি আসবে।

ট্যাগ:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ রাখুন

সংবাদ প্রকাশকের তথ্য

মারা গেছেন টাইটানিক সিনেমার প্রযোজক ল্যান্ডউ

আপডেট সময় ১০:১২:৫২ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪

অঙ্কারজয়ী আমেরিকান প্রযোজক জন ল্যান্ডউ মারা গেছেন। গত শুক্রবার (৫ই জুলাই) ক্যান্সারে আক্রন্ত হয়ে তিনি না ফেরার দেশে পাড়ি জমান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৩ বছর।

জন ল্যান্ডউর ঝুলিতে অনেকগুলো ব্যবসাসফল এবং ইতিহাস সৃষ্টি করা সিনেমা রয়েছে। বিশেষভাবে উল্লেখযোগ্য হলো টাইটানিক এবং অ্যাভাটার।

টাইটানিক সিনেমার নির্মাতা জেমস ক্যামেরুনের সঙ্গে তাঁর সম্পর্ক ছিলো নিবিড়। ল্যান্ডউ সবার প্রথমে টাইটানিক সিনেমা প্রযোজনা করে ইতিহাস সৃষ্টি করেন। ১৯৯৭ সালের ডিসেম্বরে মুক্তি পেয়েছিলো টাইটানিক। আটলান্টিক মহাসাগরে জাহাজডুবির ঘটনা নিয়ে ট্রাজেডি এবং রোমান্টিক ঘরনার সিনেমা ‘টাইটানিক’ সেসময় দর্শক সমালোচকদের মন জয় করে নিয়েছিলো। যা এখনও পর্যন্ত হলিউডে সবচেয়ে আয়করা সিনেমার মধ্যে চতুর্থ অবস্থানে রয়েছে। বিশ্বব্যাপী এটি ১ বিলিয়ন ডলারের বেশি আয় করে।

এরপর ল্যান্ডউ এবং ক্যামেরুন মিলে তৈরি করেন হলিউডের সবচেয়ে ব্যবসাসফল বৈজ্ঞানিক কল্পকাহিনী ভিত্তিক সিনেমা অ্যাভাটার। ২০০৯ সালে মুক্তি পায় অ্যাভাটারের প্রথম কিস্তি। যেটি এখন পর্যন্ত হলিউডের সবচেয়ে বেশি আয়করা সিনেমার মধ্যে শীর্ষ স্থান দখল করে আছে। আর ২০২২ সালে মুক্তি পায় অ্যাভাটার সিনেমার দ্বিতীয় কিস্তি।

মৃত্যুর আগে ল্যান্ডউ অ্যাভাটার সিনেমার তৃতীয় কিস্তি নিয়ে কাজ করছিলেন। জেমস ক্যামেরুন এই সিনেমার পাঁচটি পর্ব বানানোর পরিকাল্পনা করেছেন। ২০৩১ সালের মধ্যে এই সিরিজের তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম সিনেমাটি আসবে।