ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মেডিকেল কোচিং সেন্টার বন্ধ থাকবে একমাস

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বরেছেন, মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার জন্য আগামী ৯ জানুয়ারি থেকে পরবর্তী একমাস সারা দেশে মেডিকেল কোচিং সেন্টার বন্ধ থাকবে।

রোববার (২৪ ডিসেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, আগামী ৯ ফেব্রুয়ারি সারা দেশে সকাল ১০টায় এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষা শুরু হবে। আগের মতই পরীক্ষার ন্যূনতম পাস নম্বর ৪০ রাখা হয়েছে। ১০ জানুয়ারির থেকে আবেদন শুরু হবে, চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত।

মন্ত্রী বলেন, দেশে সরকারি মেডিকেল কলেজে এবার ৫ হাজার ৩৮০টি আসন। গেলবারের চেয়ে এবার ১ হাজার ৩০টি আসন বাড়ানো হয়েছে। বেসরকারি মেডিকেল কলেজে আসন ৬ হাজার ৩৪৮টি।

মন্ত্রী বলেন, রাজনৈতিক কারণে কোনো বেসরকারি মেডিকেল কলেজ করা হয়নি। প্রয়োজনের জন্যই হয়েছে। দেশে এখনও চিকিৎসকের অভাব আছে। তবে, যেসব বেসরকারি মেডিকেল কলেজ থেকে মানসম্মত চিকিৎসক তৈরি হয় না, সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিতে অনলাইনে আবেদনের শেষ তারিখ ২৩ জানুয়ারি। ফি জমা দেওয়ার জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ জানুয়ারি। রোল নম্বর ও সিট প্রদান ২৬ জানুয়ারির মধ্যে এবং প্রবেশপত্র বিতরণ ৫ ফেব্রুয়ারির মধ্যে হয়ে যাবে। ৮ ফেব্রুয়ারি আসন প্রদান। ৯ ফেব্রুয়ারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ট্যাগ:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ রাখুন

সংবাদ প্রকাশকের তথ্য

মেডিকেল কোচিং সেন্টার বন্ধ থাকবে একমাস

আপডেট সময় ০২:২২:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বরেছেন, মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার জন্য আগামী ৯ জানুয়ারি থেকে পরবর্তী একমাস সারা দেশে মেডিকেল কোচিং সেন্টার বন্ধ থাকবে।

রোববার (২৪ ডিসেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, আগামী ৯ ফেব্রুয়ারি সারা দেশে সকাল ১০টায় এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষা শুরু হবে। আগের মতই পরীক্ষার ন্যূনতম পাস নম্বর ৪০ রাখা হয়েছে। ১০ জানুয়ারির থেকে আবেদন শুরু হবে, চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত।

মন্ত্রী বলেন, দেশে সরকারি মেডিকেল কলেজে এবার ৫ হাজার ৩৮০টি আসন। গেলবারের চেয়ে এবার ১ হাজার ৩০টি আসন বাড়ানো হয়েছে। বেসরকারি মেডিকেল কলেজে আসন ৬ হাজার ৩৪৮টি।

মন্ত্রী বলেন, রাজনৈতিক কারণে কোনো বেসরকারি মেডিকেল কলেজ করা হয়নি। প্রয়োজনের জন্যই হয়েছে। দেশে এখনও চিকিৎসকের অভাব আছে। তবে, যেসব বেসরকারি মেডিকেল কলেজ থেকে মানসম্মত চিকিৎসক তৈরি হয় না, সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিতে অনলাইনে আবেদনের শেষ তারিখ ২৩ জানুয়ারি। ফি জমা দেওয়ার জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ জানুয়ারি। রোল নম্বর ও সিট প্রদান ২৬ জানুয়ারির মধ্যে এবং প্রবেশপত্র বিতরণ ৫ ফেব্রুয়ারির মধ্যে হয়ে যাবে। ৮ ফেব্রুয়ারি আসন প্রদান। ৯ ফেব্রুয়ারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।