ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের চূড়ান্ত প্রতিবেদনে যা জানা গেল

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৩:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪
  • ১১ ভিউ হয়েছে

ইরানের সাবেক প্রেসিডেন্ট ইবরাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণেই বিধ্বস্ত হয়েছিল বলে জানিয়েছে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স।

বুধবার একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে তারা এ তথ্য জানায়।

সূত্র জানায়, দুর্ঘটনার পর গঠিত তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদনে দুর্ঘটনার জন্য দুর্যোগপূর্ণ আবহাওয়াকে দায়ী করা হয়েছে।

ইরানের সেনাবাহিনীর একটি প্রাথমিক প্রতিবেদনে মে মাসে বলা হয়েছিল, দুর্ঘটনার তদন্তের সময় কোনো পক্ষের হস্তক্ষেপ বা হামলার প্রমাণ পাওয়া যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তা সূত্র বার্তা সংস্থা ফার্সকে বলেছে, ‘আয়াতুল্লাহ রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনার তদন্ত শেষ হয়েছে… সম্পূর্ণ নিশ্চিত যে যা ঘটেছে তা একটি দুর্ঘটনা।’

দুর্ঘটনার দুটি কারণ চিহ্নিত করা হয়েছে, আবহাওয়ার পরিস্থিতি অনুকূল ছিল না এবং হেলিকপ্টারটি ওজন সামলাতে অক্ষম ছিল, যার ফলে এটি একটি পাহাড়ে বিধ্বস্ত হয়।

ইরানে গত ২১ মে মাসে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের তৎকালীন প্রেসিডেন্ট ইবরাহিম রাইসি নিহত হন। ৬৩ বছর বয়সী রাইসি ও তার সফরসঙ্গীদের বহনকারী হেলিকপ্টারটি ইরানের উত্তরাঞ্চলে একটি কুয়াশাচ্ছন্ন পাহাড়ে বিধ্বস্ত হয়।

এতে প্রেসিডেন্ট ও অন্য সাতজন নিহত হন, যার মধ্যে পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানও ছিলেন।

এই ঘটনায় ইরানজুড়ে কয়েকদিন ধরে চলে রাষ্ট্রীয় শোক। প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে রাস্তায় লাখ লাখ মানুষের ঢল নেমেছিল। সব আনুষ্ঠানিকতা শেষে নিজ শহর মাশহাদে দাফন করা হয় ইব্রাহিম রাইসিকে।

ট্যাগ:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ রাখুন

সংবাদ প্রকাশকের তথ্য

রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের চূড়ান্ত প্রতিবেদনে যা জানা গেল

আপডেট সময় ১০:৫৩:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪

ইরানের সাবেক প্রেসিডেন্ট ইবরাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণেই বিধ্বস্ত হয়েছিল বলে জানিয়েছে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স।

বুধবার একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে তারা এ তথ্য জানায়।

সূত্র জানায়, দুর্ঘটনার পর গঠিত তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদনে দুর্ঘটনার জন্য দুর্যোগপূর্ণ আবহাওয়াকে দায়ী করা হয়েছে।

ইরানের সেনাবাহিনীর একটি প্রাথমিক প্রতিবেদনে মে মাসে বলা হয়েছিল, দুর্ঘটনার তদন্তের সময় কোনো পক্ষের হস্তক্ষেপ বা হামলার প্রমাণ পাওয়া যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তা সূত্র বার্তা সংস্থা ফার্সকে বলেছে, ‘আয়াতুল্লাহ রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনার তদন্ত শেষ হয়েছে… সম্পূর্ণ নিশ্চিত যে যা ঘটেছে তা একটি দুর্ঘটনা।’

দুর্ঘটনার দুটি কারণ চিহ্নিত করা হয়েছে, আবহাওয়ার পরিস্থিতি অনুকূল ছিল না এবং হেলিকপ্টারটি ওজন সামলাতে অক্ষম ছিল, যার ফলে এটি একটি পাহাড়ে বিধ্বস্ত হয়।

ইরানে গত ২১ মে মাসে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের তৎকালীন প্রেসিডেন্ট ইবরাহিম রাইসি নিহত হন। ৬৩ বছর বয়সী রাইসি ও তার সফরসঙ্গীদের বহনকারী হেলিকপ্টারটি ইরানের উত্তরাঞ্চলে একটি কুয়াশাচ্ছন্ন পাহাড়ে বিধ্বস্ত হয়।

এতে প্রেসিডেন্ট ও অন্য সাতজন নিহত হন, যার মধ্যে পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানও ছিলেন।

এই ঘটনায় ইরানজুড়ে কয়েকদিন ধরে চলে রাষ্ট্রীয় শোক। প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে রাস্তায় লাখ লাখ মানুষের ঢল নেমেছিল। সব আনুষ্ঠানিকতা শেষে নিজ শহর মাশহাদে দাফন করা হয় ইব্রাহিম রাইসিকে।