ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

শিক্ষক সংকটে বন্ধ সাড়ে তিন হাজার স্কুল

শিক্ষক সংকটে বন্ধ হয়ে গেছে প্রায় সাড়ে তিন হাজার স্কুল। গত দুইমাস ধরে স্কুলগুলো বন্ধ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেন বেলুচিস্তানের তত্ত্বাবধায়ক শিক্ষামন্ত্রী আব্দুল কাদির বখশ বালুচ। তথ্যসূত্র: জিও নিউজ।

আব্দুল কাদির বখশ বালুচ বলেন, প্রাদেশিক শিক্ষা বিভাগ তীব্র শিক্ষক সংকটের সম্মুখীন হচ্ছে। রাজনৈতিক ও বিভাগীয় সীমাবদ্ধতার কারণে ২০১৯ সাল থেকে সেখানে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বন্ধ। অন্যদিকে প্রতি মাসে তিন শতাধিক শিক্ষক অবসর নিচ্ছেন।

শিশুদের স্কুলে ভর্তি না করিয়ে বেলুচিস্তানে সাক্ষরতার হার বাড়ানো অসম্ভব উল্লেখ করে মন্ত্রী জানান, প্রাদেশিক সরকার ১৫০টি প্রাথমিক বিদ্যালয়কে মাধ্যমিকে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া গত বছরের বন্যায় ক্ষতিগ্রস্ত সাড়ে পাঁচ হাজারেরও বেশি স্কুলের মধ্যে এখন পর্যন্ত মাত্র ৫০টি মেরামত হয়েছে বলে জানান তিনি।

সরকারি তথ্য অনুযায়ী, বেলুচিস্তানে প্রায় আট লাখ স্কুলগামী বয়সের শিশু শিক্ষার বাইরে রয়েছে। প্রায় এক হাজার ৯৬৪টি স্কুলে কোনো ভবন নেই। মোট ১২ হাজার প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে অর্ধেক সংখ্যাক প্রতিষ্ঠানে একজন শিক্ষক। একইভাবে ১১ হাজার স্কুলে বিদ্যুৎ নেই, ১০ হাজার স্কুলে পানি নেই এবং এক হাজার ৮০০ স্কুলে টয়লেটের ব্যবস্থা নেই।

ট্যাগ:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ রাখুন

সংবাদ প্রকাশকের তথ্য

শিক্ষক সংকটে বন্ধ সাড়ে তিন হাজার স্কুল

আপডেট সময় ১১:২৫:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩

শিক্ষক সংকটে বন্ধ হয়ে গেছে প্রায় সাড়ে তিন হাজার স্কুল। গত দুইমাস ধরে স্কুলগুলো বন্ধ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেন বেলুচিস্তানের তত্ত্বাবধায়ক শিক্ষামন্ত্রী আব্দুল কাদির বখশ বালুচ। তথ্যসূত্র: জিও নিউজ।

আব্দুল কাদির বখশ বালুচ বলেন, প্রাদেশিক শিক্ষা বিভাগ তীব্র শিক্ষক সংকটের সম্মুখীন হচ্ছে। রাজনৈতিক ও বিভাগীয় সীমাবদ্ধতার কারণে ২০১৯ সাল থেকে সেখানে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বন্ধ। অন্যদিকে প্রতি মাসে তিন শতাধিক শিক্ষক অবসর নিচ্ছেন।

শিশুদের স্কুলে ভর্তি না করিয়ে বেলুচিস্তানে সাক্ষরতার হার বাড়ানো অসম্ভব উল্লেখ করে মন্ত্রী জানান, প্রাদেশিক সরকার ১৫০টি প্রাথমিক বিদ্যালয়কে মাধ্যমিকে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া গত বছরের বন্যায় ক্ষতিগ্রস্ত সাড়ে পাঁচ হাজারেরও বেশি স্কুলের মধ্যে এখন পর্যন্ত মাত্র ৫০টি মেরামত হয়েছে বলে জানান তিনি।

সরকারি তথ্য অনুযায়ী, বেলুচিস্তানে প্রায় আট লাখ স্কুলগামী বয়সের শিশু শিক্ষার বাইরে রয়েছে। প্রায় এক হাজার ৯৬৪টি স্কুলে কোনো ভবন নেই। মোট ১২ হাজার প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে অর্ধেক সংখ্যাক প্রতিষ্ঠানে একজন শিক্ষক। একইভাবে ১১ হাজার স্কুলে বিদ্যুৎ নেই, ১০ হাজার স্কুলে পানি নেই এবং এক হাজার ৮০০ স্কুলে টয়লেটের ব্যবস্থা নেই।