ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে

রোজা, ঈদ এবং তাপপ্রবাহের কারণে লম্বা ছুটি শেষে আজ থেকে খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান। কিন্তু দেশজুড়ে এখনো তাপপ্রবাহ বয়ে যাওয়ায় স্কুল খোলা নিয়ে দ্বিমত রয়েছে অনেকের। তবে শিশুদের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় প্রাক-প্রাথমিকের পাঠদান বন্ধ রাখাসহ অন্যান্য শ্রেণিতে শিক্ষা কার্যক্রম পরিচালনায় বেশ কিছু নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

এদিকে, গতকাল শনিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান তাপপ্রবাহের কারণে কোমলমতি শিশুদের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত প্রাথমিক বিদ্যালয়গুলো ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলোতে শ্রেণি কার্যক্রম চালুর বিষয়ে নি¤েœাক্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এতে বলা হয়েছে আজ থেকে (২৮ শে এপ্রিল) থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম চলমান থাকবে। এর মধ্যে যে বিদ্যালয়গুলো এক শিফটে পরিচালিত হয় সেগুলো প্রতিদিন সকাল ৮ থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলবে। আর দুই শিফটে পরিচালিত বিদ্যালয়গুলোতে প্রথম শিফট সকাল ৮টা থেকে সকাল সাড়ে ৯টা এবং দ্বিতীয় শিফট সকাল ৯টা ৪৫ মিনিট থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলমান থাকবে। প্রাক-প্রাথমিক শ্রেণির কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

তাপপ্রবাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এছাড়াও শ্রেণি কার্যক্রমের যে অংশটুকু শ্রেণিকক্ষের বাইরে পরিচালিত হয়ে থাকে এবং সূর্যের আলোর সংস্পর্শে আসতে হয়, সেসব কার্যক্রম সীমিত থাকবে।

ট্যাগ:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ রাখুন

সংবাদ প্রকাশকের তথ্য

শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে

আপডেট সময় ০৯:৪৩:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪

রোজা, ঈদ এবং তাপপ্রবাহের কারণে লম্বা ছুটি শেষে আজ থেকে খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান। কিন্তু দেশজুড়ে এখনো তাপপ্রবাহ বয়ে যাওয়ায় স্কুল খোলা নিয়ে দ্বিমত রয়েছে অনেকের। তবে শিশুদের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় প্রাক-প্রাথমিকের পাঠদান বন্ধ রাখাসহ অন্যান্য শ্রেণিতে শিক্ষা কার্যক্রম পরিচালনায় বেশ কিছু নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

এদিকে, গতকাল শনিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান তাপপ্রবাহের কারণে কোমলমতি শিশুদের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত প্রাথমিক বিদ্যালয়গুলো ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলোতে শ্রেণি কার্যক্রম চালুর বিষয়ে নি¤েœাক্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এতে বলা হয়েছে আজ থেকে (২৮ শে এপ্রিল) থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম চলমান থাকবে। এর মধ্যে যে বিদ্যালয়গুলো এক শিফটে পরিচালিত হয় সেগুলো প্রতিদিন সকাল ৮ থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলবে। আর দুই শিফটে পরিচালিত বিদ্যালয়গুলোতে প্রথম শিফট সকাল ৮টা থেকে সকাল সাড়ে ৯টা এবং দ্বিতীয় শিফট সকাল ৯টা ৪৫ মিনিট থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলমান থাকবে। প্রাক-প্রাথমিক শ্রেণির কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

তাপপ্রবাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এছাড়াও শ্রেণি কার্যক্রমের যে অংশটুকু শ্রেণিকক্ষের বাইরে পরিচালিত হয়ে থাকে এবং সূর্যের আলোর সংস্পর্শে আসতে হয়, সেসব কার্যক্রম সীমিত থাকবে।