ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সমুদ্রপথে ইউরোপ যাত্রা, নৌডুবিতে ৮ বাংলাদেশির মৃত্যু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৪২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪
  • ৫৩ ভিউ হয়েছে

সমুদ্রপথে ইউরোপ যাবার চেষ্টায় তিউনিসার উপকূলে নৌ-দুর্ঘটনায় নয় জন নিহত হয়েছেন। এদের মধ্যে ৮ জনই বাংলাদেশি। ঐ দূর্ঘটনা থেকে ২৭ জন বাংলাদেশি নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে।

গত ১৪ই ফেব্রুয়ারি স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় লিবিয়ার জুয়ারা উপকূল থেকে একটি নৌকাযোগে অভিবাসন প্রত্যাশীরা ইউরোপের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। নৌকাটি তিউনিসীয় উপকূলে গেলে ভোর ৪টা ৩০ মিনিটে নৌকাডুবি ঘটে। নৌকাটিতে একজন চালকসহ মোট ৫৩ জন আরোহী ছিল।

দুর্ঘটনাস্থল থেকে ৯ জন যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। এদের মধ্যে ৮ জন বাংলাদেশি নাগরিক এবং অপর এক জন পাকিস্তানের নাগরিক। দূর্ঘটনা থেকে উদ্ধার করা হয় ৪৪ জনকে। এদের মধ্যে ২৭ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন এবং বাকিদের মধ্যে আছে পাকিস্তানের ৮ জন, সিরিয়ার ৫ জন, মিসরের ৩ জন ও নৌকা চালক মিশরীয় এক নাগরিক।

নিহত বাংলাদেশিদের মধ্যে আছেন, সজল, গ্রাম: শেনদিয়া, ডাক: খালিয়া, উপজেলা: রাজৈর, জেলা : মাদারীপুর, নয়ন বিশ্বাস, বাবা: পরিতোষ বিশ্বাস, গ্রাম: কদমবাড়ি উত্তরপাড়া, ডাকঘর: কদমবাড়ি, উপজেলা: রাজৈর, জেলা: মাদারীপুর, মামুন সেখ, গ্রাম: সরমঙ্গল, ডাকঘর: খালিয়া (টেকেরহাট ১ নম্বর ব্রিজ), উপজেলা: রাজৈর, জেলা : মাদারীপুর, কাজি সজীব, বাবা : কাজী মিজানুর, মা : রেণু বেগম, গ্রাম : তেলিকান্দি, ইউনিয়ন : বাজিতপুর নতুন বাজার, উপজেলা : রাজৈর, জেলা : মাদারীপুর, কায়সার, গ্রাম : কেশরদিয়া, ইউনিয়ন : কবিরাজপুর, উপজেলা : রাজৈর, জেলা : মাদারীপুর, রিফাত, বাবা : দাদন, গ্রাম : বড়দিয়া, ইউনিয়ন : রাগদী, উপজেলা : মুকসুদপুর, জেলা : গোপালগঞ্জ, রাসেল, গ্রাম : ফতেহপট্রি, ইউনিয়ন : দিগনগর, উপজেলা : মুকসুদপুর, জেলা : গোপালগঞ্জ এবং ইমরুল কায়েস আপন, বাবা : মো. পান্নু শেখ, মা : কামরুন্নাহার কেয়া, গ্রাম : গয়লাকান্দি, ইউনিয়ন : গঙ্গারামপুর গোহালা, উপজেলা : মুকসুদপুর, জেলা : গোপালগঞ্জ।

এছাড়া মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মাদারীপুর জেলার রাজৈর থানার আমগ্রাম ইউনিয়নের মনোরঞ্জন সরকারের ছেলে মনতোষ সরকার।

এসব তথ্য নিশ্চিত করতে লিবিয়ার ত্রিপোলিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মোঃ রাসেল মিয়ার নেতৃত্বে একটি দল তিউনিসিয়ার জারজিস শহরে অবস্থান করছেন। নিহত বাংলাদেশিদের বিস্তারিত তথ্য নিশ্চিত করা এবং স্থানীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ দেশে পাঠানোর জন্য কাজ করছে দূতাবাস।

ট্যাগ:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ রাখুন

সংবাদ প্রকাশকের তথ্য

সমুদ্রপথে ইউরোপ যাত্রা, নৌডুবিতে ৮ বাংলাদেশির মৃত্যু

আপডেট সময় ০৬:৪২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪

সমুদ্রপথে ইউরোপ যাবার চেষ্টায় তিউনিসার উপকূলে নৌ-দুর্ঘটনায় নয় জন নিহত হয়েছেন। এদের মধ্যে ৮ জনই বাংলাদেশি। ঐ দূর্ঘটনা থেকে ২৭ জন বাংলাদেশি নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে।

গত ১৪ই ফেব্রুয়ারি স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় লিবিয়ার জুয়ারা উপকূল থেকে একটি নৌকাযোগে অভিবাসন প্রত্যাশীরা ইউরোপের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। নৌকাটি তিউনিসীয় উপকূলে গেলে ভোর ৪টা ৩০ মিনিটে নৌকাডুবি ঘটে। নৌকাটিতে একজন চালকসহ মোট ৫৩ জন আরোহী ছিল।

দুর্ঘটনাস্থল থেকে ৯ জন যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। এদের মধ্যে ৮ জন বাংলাদেশি নাগরিক এবং অপর এক জন পাকিস্তানের নাগরিক। দূর্ঘটনা থেকে উদ্ধার করা হয় ৪৪ জনকে। এদের মধ্যে ২৭ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন এবং বাকিদের মধ্যে আছে পাকিস্তানের ৮ জন, সিরিয়ার ৫ জন, মিসরের ৩ জন ও নৌকা চালক মিশরীয় এক নাগরিক।

নিহত বাংলাদেশিদের মধ্যে আছেন, সজল, গ্রাম: শেনদিয়া, ডাক: খালিয়া, উপজেলা: রাজৈর, জেলা : মাদারীপুর, নয়ন বিশ্বাস, বাবা: পরিতোষ বিশ্বাস, গ্রাম: কদমবাড়ি উত্তরপাড়া, ডাকঘর: কদমবাড়ি, উপজেলা: রাজৈর, জেলা: মাদারীপুর, মামুন সেখ, গ্রাম: সরমঙ্গল, ডাকঘর: খালিয়া (টেকেরহাট ১ নম্বর ব্রিজ), উপজেলা: রাজৈর, জেলা : মাদারীপুর, কাজি সজীব, বাবা : কাজী মিজানুর, মা : রেণু বেগম, গ্রাম : তেলিকান্দি, ইউনিয়ন : বাজিতপুর নতুন বাজার, উপজেলা : রাজৈর, জেলা : মাদারীপুর, কায়সার, গ্রাম : কেশরদিয়া, ইউনিয়ন : কবিরাজপুর, উপজেলা : রাজৈর, জেলা : মাদারীপুর, রিফাত, বাবা : দাদন, গ্রাম : বড়দিয়া, ইউনিয়ন : রাগদী, উপজেলা : মুকসুদপুর, জেলা : গোপালগঞ্জ, রাসেল, গ্রাম : ফতেহপট্রি, ইউনিয়ন : দিগনগর, উপজেলা : মুকসুদপুর, জেলা : গোপালগঞ্জ এবং ইমরুল কায়েস আপন, বাবা : মো. পান্নু শেখ, মা : কামরুন্নাহার কেয়া, গ্রাম : গয়লাকান্দি, ইউনিয়ন : গঙ্গারামপুর গোহালা, উপজেলা : মুকসুদপুর, জেলা : গোপালগঞ্জ।

এছাড়া মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মাদারীপুর জেলার রাজৈর থানার আমগ্রাম ইউনিয়নের মনোরঞ্জন সরকারের ছেলে মনতোষ সরকার।

এসব তথ্য নিশ্চিত করতে লিবিয়ার ত্রিপোলিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মোঃ রাসেল মিয়ার নেতৃত্বে একটি দল তিউনিসিয়ার জারজিস শহরে অবস্থান করছেন। নিহত বাংলাদেশিদের বিস্তারিত তথ্য নিশ্চিত করা এবং স্থানীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ দেশে পাঠানোর জন্য কাজ করছে দূতাবাস।