ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

হাড় কাঁপানো শীত পঞ্চগড়ে, দেখা নেই সূর্যের

পঞ্চগড়ে চারদিন ধরে মেঘলা আকাশ ও কুয়াশার কারণে ঠিকমতো দেখা মেলেনি সূর্যের। সাথে উত্তরের হিমশীতল বাতাসে বেড়েছে শীতের প্রকোপ। দেখা দিয়েছে জনদুর্ভোগ। রাতের তাপমাত্রা কিছুটা বাড়লেও দিনের তাপমাত্রা কমে যাওয়ায় কনকনে শীত অনুভূত হচ্ছে সর্বত্র।

শুক্রবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় সর্বনিম্ন ১১ দশমিক ৯ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। দিনের তাপমাত্রা আরও কমে রেকর্ড করা হয় ১৬ ডিগ্রি সেলসিয়াস। বুধবার দিনের তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে মঙ্গলবার থেকে রাতে ঘনকুয়াশা আর দিনে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে থাকছে। ঠিকমতো সূর্যের দেখা না মেলায় শীতের তীব্রতা যেন বেড়েই চলেছে। আজ শুক্রবার বেলা ১১টা পর্যন্ত দেখা মেলেনি সূর্যের। শিরশির বাতাসের দুর্ভোগ বেড়েছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের। সকালে কাজে যেতে পারছেন না দিনমজুরসহ রিকশা-ভ্যানচালকেরা।

তেঁতুলিয়া উপজেলার সদরের দর্জিপাড়া এলাকার চা শ্রমিক জয়নাল আবেদীন বলেন, ‘আমরা ভোর থেকে চা বাগানে কাজ করি। আমাদের অবস্থা খুব খারাপ। ঠান্ডার কারণে হাত-পা অবশ হয়ে আসে। ঠিকমতো কাজ করতে পারি না। হাত দিয়ে কোনো কিছু ধরা যায় না। আঙুল ব্যথা করে।’

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, বর্তমানে শৈত্যপ্রবাহ নেই। তবে দিনে মেঘাচ্ছন্ন আকাশ আর রাতে ঘনকুয়াশা থাকছে। চারদিন ধরে সূর্যের উত্তাপ নেই কিন্তু বাতাস রয়েছে। কুয়াশার সাথে ৮ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ায় শীতের প্রকোপ বেড়েছে।

ট্যাগ:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ রাখুন

সংবাদ প্রকাশকের তথ্য

হাড় কাঁপানো শীত পঞ্চগড়ে, দেখা নেই সূর্যের

আপডেট সময় ১২:২৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০২৪

পঞ্চগড়ে চারদিন ধরে মেঘলা আকাশ ও কুয়াশার কারণে ঠিকমতো দেখা মেলেনি সূর্যের। সাথে উত্তরের হিমশীতল বাতাসে বেড়েছে শীতের প্রকোপ। দেখা দিয়েছে জনদুর্ভোগ। রাতের তাপমাত্রা কিছুটা বাড়লেও দিনের তাপমাত্রা কমে যাওয়ায় কনকনে শীত অনুভূত হচ্ছে সর্বত্র।

শুক্রবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় সর্বনিম্ন ১১ দশমিক ৯ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। দিনের তাপমাত্রা আরও কমে রেকর্ড করা হয় ১৬ ডিগ্রি সেলসিয়াস। বুধবার দিনের তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে মঙ্গলবার থেকে রাতে ঘনকুয়াশা আর দিনে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে থাকছে। ঠিকমতো সূর্যের দেখা না মেলায় শীতের তীব্রতা যেন বেড়েই চলেছে। আজ শুক্রবার বেলা ১১টা পর্যন্ত দেখা মেলেনি সূর্যের। শিরশির বাতাসের দুর্ভোগ বেড়েছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের। সকালে কাজে যেতে পারছেন না দিনমজুরসহ রিকশা-ভ্যানচালকেরা।

তেঁতুলিয়া উপজেলার সদরের দর্জিপাড়া এলাকার চা শ্রমিক জয়নাল আবেদীন বলেন, ‘আমরা ভোর থেকে চা বাগানে কাজ করি। আমাদের অবস্থা খুব খারাপ। ঠান্ডার কারণে হাত-পা অবশ হয়ে আসে। ঠিকমতো কাজ করতে পারি না। হাত দিয়ে কোনো কিছু ধরা যায় না। আঙুল ব্যথা করে।’

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, বর্তমানে শৈত্যপ্রবাহ নেই। তবে দিনে মেঘাচ্ছন্ন আকাশ আর রাতে ঘনকুয়াশা থাকছে। চারদিন ধরে সূর্যের উত্তাপ নেই কিন্তু বাতাস রয়েছে। কুয়াশার সাথে ৮ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ায় শীতের প্রকোপ বেড়েছে।