ঢাকা ১১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

হাতে গরম তেল পড়লে কি করবেন, জেনে রাখুন

অনেক সময় রান্না করতে গিয়ে হাতে গরম তেল ছিটকে পড়ে যায়। এসময় অনেকেই বরফ লাগান। আসলে বরফ লাগালে উপকার না ক্ষতি তা আগে জানা উচিত। কারণ উপকার করতে গিয়ে নিজের আবার ক্ষতি করে ফেলছেন না তো। তাই সবার আগে জানতে হবে আপনি যে জিনিষটি ব্যবহার করছেন তার প্রয়োগ কতটা সঠিক।

গরম তেল ছিটকে পড়ে গিয়ে ফোস্কা পড়লে তা মোটেই বরফ লাগাবেন না। কারণ পুড়ে যাওয়ার পর বরফ লাগালে ত্বকের ক্ষতি হয়। তবে ফোস্কা পড়া স্থানটি পানির নীচে বেশ খানিক সময় রেখে দিন। হাতের কাছে ওষুধ না থাকলে তাৎক্ষণিক জ্বালাপোড়া কমাতে ঠান্ডা পানি ছাড়া আর কী কী ব্যবহার করতে পারেন?

তবে ক্ষতস্থানে জ্বালাপোড়া কমাতে মধু বেশ উপকারী। তাই ঠান্ডা পানিতে ক্ষতস্থান রাখার পর বেশ খানিকটা মধু লাগিয়ে রাখলে স্বস্তি পাবেন।

এছাড়া ক্ষতস্থানে অ্যালো ভেরা লাগালে সেই স্থান ঠান্ডা হয় ও জ্বালাভাবও কমে। বাড়িতে অ্যালো ভেরা গাছ থাকলে তার পাতা ছিঁড়ে সরাসরি ক্ষতস্থানে লাগান। অ্যালো ভেরা পোড়া অংশের দাগ মেলাতেও সাহায্য করে।

শসার টুকরো ক্ষতস্থানে লাগাবে জ্বালাভাব কমাবে। কারণ এতে এমন ধরনের অ্যান্টিঅক্সিড্যান্ট রয়েছে, যা যে কোনও প্রদাহকে কমাতে সহায়তা করে। এ ছাড়া শসায় থাকা প্যান্টোথেনিক অ্যাসিড ত্বককে মোলায়েম রাখে।

ট্যাগ:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ রাখুন

সংবাদ প্রকাশকের তথ্য

হাতে গরম তেল পড়লে কি করবেন, জেনে রাখুন

আপডেট সময় ০২:০৪:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩

অনেক সময় রান্না করতে গিয়ে হাতে গরম তেল ছিটকে পড়ে যায়। এসময় অনেকেই বরফ লাগান। আসলে বরফ লাগালে উপকার না ক্ষতি তা আগে জানা উচিত। কারণ উপকার করতে গিয়ে নিজের আবার ক্ষতি করে ফেলছেন না তো। তাই সবার আগে জানতে হবে আপনি যে জিনিষটি ব্যবহার করছেন তার প্রয়োগ কতটা সঠিক।

গরম তেল ছিটকে পড়ে গিয়ে ফোস্কা পড়লে তা মোটেই বরফ লাগাবেন না। কারণ পুড়ে যাওয়ার পর বরফ লাগালে ত্বকের ক্ষতি হয়। তবে ফোস্কা পড়া স্থানটি পানির নীচে বেশ খানিক সময় রেখে দিন। হাতের কাছে ওষুধ না থাকলে তাৎক্ষণিক জ্বালাপোড়া কমাতে ঠান্ডা পানি ছাড়া আর কী কী ব্যবহার করতে পারেন?

তবে ক্ষতস্থানে জ্বালাপোড়া কমাতে মধু বেশ উপকারী। তাই ঠান্ডা পানিতে ক্ষতস্থান রাখার পর বেশ খানিকটা মধু লাগিয়ে রাখলে স্বস্তি পাবেন।

এছাড়া ক্ষতস্থানে অ্যালো ভেরা লাগালে সেই স্থান ঠান্ডা হয় ও জ্বালাভাবও কমে। বাড়িতে অ্যালো ভেরা গাছ থাকলে তার পাতা ছিঁড়ে সরাসরি ক্ষতস্থানে লাগান। অ্যালো ভেরা পোড়া অংশের দাগ মেলাতেও সাহায্য করে।

শসার টুকরো ক্ষতস্থানে লাগাবে জ্বালাভাব কমাবে। কারণ এতে এমন ধরনের অ্যান্টিঅক্সিড্যান্ট রয়েছে, যা যে কোনও প্রদাহকে কমাতে সহায়তা করে। এ ছাড়া শসায় থাকা প্যান্টোথেনিক অ্যাসিড ত্বককে মোলায়েম রাখে।