ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

হিরো আলমকে হত্যার হুমকি

আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে দুই দিনের মধ্যে প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে ।শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে ফেসবুক পেজে তিনি নিজেই বিষয়টি জানান। ফেসবুক পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘আবারো হিরো আলমকে গুলি করে মারার হুমকি দুই দিনের ভেতর।’

পোস্টে দেখা যায়, হিরো আলম তার ফেসবুক পেজে হোয়াটসঅ্যাপে দেয়া হুমকির স্ক্রিনশট প্রকাশ করে। সেখানে ট্রান্সজেন্ডার ইস্যুতে আলোচনায় আসা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত শিক্ষক আসিফ মাহাতাবকে নিয়ে মন্তব্যের অভিযোগে এই হুমকি দেয়া হয়।

হিরো আলম গণমাধ্যমে বলেন, বৃহস্পতিবার রাত ৩টা ২০ মিনিটে অজ্ঞাত এক ব্যক্তি +৯৭১ কোড সংবলিত একটি নম্বর থেকে তার হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে গালিগালাজ করে। রাত ৩টা ২৫ মিনিটে ওই ব্যক্তি আরেকটি খুদে বার্তা পাঠায়। সর্বশেষ রাত ৩টা ২৮ মিনিটে পিস্তলের ছবি পাঠিয়ে অজ্ঞাত ওই ব্যক্তি লিখেন, প্রকাশ্যে তোরে গুলি করমু।

তিনি আরও বলেন, বর্তমানে ঢাকার বাইরে আছি আমি। নিরাপত্তার জন্য নিজের অবস্থান কাউকে জানাচ্ছি না। ঢাকায় ফিরে আইনি পদক্ষেপ নেব।

ট্যাগ:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ রাখুন

সংবাদ প্রকাশকের তথ্য

হিরো আলমকে হত্যার হুমকি

আপডেট সময় ০৬:২৫:৫১ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪

আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে দুই দিনের মধ্যে প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে ।শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে ফেসবুক পেজে তিনি নিজেই বিষয়টি জানান। ফেসবুক পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘আবারো হিরো আলমকে গুলি করে মারার হুমকি দুই দিনের ভেতর।’

পোস্টে দেখা যায়, হিরো আলম তার ফেসবুক পেজে হোয়াটসঅ্যাপে দেয়া হুমকির স্ক্রিনশট প্রকাশ করে। সেখানে ট্রান্সজেন্ডার ইস্যুতে আলোচনায় আসা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত শিক্ষক আসিফ মাহাতাবকে নিয়ে মন্তব্যের অভিযোগে এই হুমকি দেয়া হয়।

হিরো আলম গণমাধ্যমে বলেন, বৃহস্পতিবার রাত ৩টা ২০ মিনিটে অজ্ঞাত এক ব্যক্তি +৯৭১ কোড সংবলিত একটি নম্বর থেকে তার হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে গালিগালাজ করে। রাত ৩টা ২৫ মিনিটে ওই ব্যক্তি আরেকটি খুদে বার্তা পাঠায়। সর্বশেষ রাত ৩টা ২৮ মিনিটে পিস্তলের ছবি পাঠিয়ে অজ্ঞাত ওই ব্যক্তি লিখেন, প্রকাশ্যে তোরে গুলি করমু।

তিনি আরও বলেন, বর্তমানে ঢাকার বাইরে আছি আমি। নিরাপত্তার জন্য নিজের অবস্থান কাউকে জানাচ্ছি না। ঢাকায় ফিরে আইনি পদক্ষেপ নেব।