প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনি বিতর্কে মুখোমুখি ডেমোক্র্যাট কমলা হ্যারিস ও রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। বিতর্ক শুরুতেই মূল্যস্ফিতি নিয়ে কথা বলেন দুই প্রার্থী। এছাড়া কর, অভিবাসন, অস্ত্র আইনসহ ইসরায়েল-হামাস যুদ্ধ, ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে অবস্থান তুলে ধরেন দুই প্রার্থী।
স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টায় (বাংলাদেশ সময় বুধবার সকাল ৭টায়) ফিলাডেলফিয়ায় দুই প্রার্থীর মধ্যে বিতর্ক শুরু হয়।
বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প-কমলার ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা রাখছে এই বিতর্ক।
ফিলাডেলফিয়ার ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টারে এবিসি নিউজের আয়োজনে শুরু হয় বিতর্ক। চলে ৯০ মিনিট। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনি বিতর্কে প্রথমবারের মতো মুখোমুখি হন ট্রাম্প-হ্যারিস।
প্রথমেই অর্থনীতি ইস্যুতে শুরু হয় বিতর্ক। ডেমোক্র্যাট জো বাইডেনের অধীনে গেল বছর মাকিনীদের বার্ষিক আয় ৪ শতাংশ বাড়লেও মূল্যস্ফিতি স্পষ্ট। ট্রাম্প তার সময়ে অর্থনীতি এর চেয়ে ভালো ছিলো বলে দাবি করেন।