ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বরিশালে হাসপাতালে বাড়ছে ঠাণ্ডাজনিত রোগী

বরিশালে ঠান্ডার কারণে লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিউমোনিয়া, ব্রঙ্কিওলাইটিস, অ্যাজমা, শ্বাসকষ্ট ও ডায়রিয়াসহ শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগে আক্রান্ত রোগী।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ১২ জানুয়ারি শিশু ওয়ার্ডে ৩১ শিশু ভর্তি হয়েছিল, একজনের মৃত্যু হয়। ১৩ জানুয়ারি ভর্তি হয়েছিল ৩০ শিশু, মারা যায় এক শিশু। ১৪ জানুয়ারি ৩১ শিশু ভর্তি হয়েছিল, মারা গিয়েছিল এক শিশু। ১৫ জানুয়ারি ৩০ শিশু ভর্তি হয়েছিল।

১৬ জানুয়ারি ৩১ শিশু ভর্তি হয়েছিল, মারা গিয়েছিল এক শিশু। ১২ জানুয়ারির আগে আরও দুই শিশুর মৃত্যু হয়। শয্যা না পেয়ে অধিকাংশ রোগী মেঝেতে বিছানা পেতে নিয়েছেন। এরমধ্যে বেশিরভাগ শিশু ও বয়স্ক ব্যক্তি।

ডা. এইচএম সাইফুল ইসলাম বলেন, ঠান্ডাজনিত কারণে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি রোগী আসছে প্রতিদিন। জ্বর ও নিউমোনিয়ায় আক্রান্ত বেশিরভাগই শিশু। শিশু ওয়ার্ডে শয্যার সংখ্যা অপ্রতুল। এজন্য অনেককে মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। আমাদের অপ্রতুলতা রয়েছে।

তিনি বলেন, তারপরও চিকিৎসকদের আন্তরিকতার ঘাটতি নেই। চিকিৎসকরা সীমাবদ্ধতার মধ্যে সর্বোচ্চ সেবা দিচ্ছেন। জ্বর-সর্দি, কাশি ও নিউমোনিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা এর মধ্যে সবচেয়ে বেশি।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ড, শিশু ওয়ার্ডসহ সবকটি ওয়ার্ড রোগীতে ঠাসা। বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ড ৪৫টি সিটের বিপরীতে ভর্তি আছে ২৯০ জন শিশু। বেড সংকট হওয়ায় অতিরিক্ত আরো কিছু বেড বাড়িয়ে শিশুদের চিকিৎসা দেয়া হচ্ছে। তবে কর্তৃপক্ষ বলছে শয্যা সংকট মোকাবেলায় তারা প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিয়ে রেখেছেন।

ট্যাগ:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ রাখুন

সংবাদ প্রকাশকের তথ্য

বরিশালে হাসপাতালে বাড়ছে ঠাণ্ডাজনিত রোগী

আপডেট সময় ০৫:২৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪

বরিশালে ঠান্ডার কারণে লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিউমোনিয়া, ব্রঙ্কিওলাইটিস, অ্যাজমা, শ্বাসকষ্ট ও ডায়রিয়াসহ শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগে আক্রান্ত রোগী।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ১২ জানুয়ারি শিশু ওয়ার্ডে ৩১ শিশু ভর্তি হয়েছিল, একজনের মৃত্যু হয়। ১৩ জানুয়ারি ভর্তি হয়েছিল ৩০ শিশু, মারা যায় এক শিশু। ১৪ জানুয়ারি ৩১ শিশু ভর্তি হয়েছিল, মারা গিয়েছিল এক শিশু। ১৫ জানুয়ারি ৩০ শিশু ভর্তি হয়েছিল।

১৬ জানুয়ারি ৩১ শিশু ভর্তি হয়েছিল, মারা গিয়েছিল এক শিশু। ১২ জানুয়ারির আগে আরও দুই শিশুর মৃত্যু হয়। শয্যা না পেয়ে অধিকাংশ রোগী মেঝেতে বিছানা পেতে নিয়েছেন। এরমধ্যে বেশিরভাগ শিশু ও বয়স্ক ব্যক্তি।

ডা. এইচএম সাইফুল ইসলাম বলেন, ঠান্ডাজনিত কারণে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি রোগী আসছে প্রতিদিন। জ্বর ও নিউমোনিয়ায় আক্রান্ত বেশিরভাগই শিশু। শিশু ওয়ার্ডে শয্যার সংখ্যা অপ্রতুল। এজন্য অনেককে মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। আমাদের অপ্রতুলতা রয়েছে।

তিনি বলেন, তারপরও চিকিৎসকদের আন্তরিকতার ঘাটতি নেই। চিকিৎসকরা সীমাবদ্ধতার মধ্যে সর্বোচ্চ সেবা দিচ্ছেন। জ্বর-সর্দি, কাশি ও নিউমোনিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা এর মধ্যে সবচেয়ে বেশি।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ড, শিশু ওয়ার্ডসহ সবকটি ওয়ার্ড রোগীতে ঠাসা। বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ড ৪৫টি সিটের বিপরীতে ভর্তি আছে ২৯০ জন শিশু। বেড সংকট হওয়ায় অতিরিক্ত আরো কিছু বেড বাড়িয়ে শিশুদের চিকিৎসা দেয়া হচ্ছে। তবে কর্তৃপক্ষ বলছে শয্যা সংকট মোকাবেলায় তারা প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিয়ে রেখেছেন।