ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

শীতের তীব্রতা বেড়েছে, চুয়াডাঙ্গা-মেহেরপুরে মৃদু শৈত্যপ্রবাহ

শীতের তীব্রতা সারা দেশেই বেড়েছে। চুয়াডাঙ্গা ও মেহেরপুরের ওপর দিয়ে দ্বিতীয় দিনের মতো বইছে মৃদু শৈত্যপ্রবাহ। শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল কিশোরগঞ্জের নিকলি ও চুয়াডাঙ্গায় ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

শনিবার (১৩ জানুয়ারি)সকাল ৬টায় চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। সেই সঙ্গে রয়েছে ঘন কুয়াশা।

তীব্র শীত থাকায় চুয়াডাঙ্গা শহরে মানুষের তেমন উপস্থিতি লক্ষ্য করা যায়নি। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হচ্ছে না। তবে পেটের তাগিদে দিনমজুর মানুষদের কাজের সন্ধানে ঘরের বাইরে আসতে হচ্ছে। রিকশা-ভ্যানচালকরা আশানুরুপ যাত্রী পাচ্ছে না। কৃষকরাও মাঠে কাজে যেতে পারছেন না।

এদিকে শীতজনিত রোগবালাইও বেড়েছে। প্রতিদিনই শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে অনেকেই আসছেন হাসপাতালে।

মেহেরপুরে গতকাল শুক্রবার সারাদিনে দেখা মেলেনি সূর্যের। আজও তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রির নিচে। দিনভর মাঝারি বাতাস থাকায় শীতের তীব্রতা বেড়েছে কয়েকগুন। হাড়কাপানো শীতে দুর্ভোগ বেড়েছে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষদের।

স্থানীয় এক দিনমজুন বলছেন, গতকাল থেকে যে শীত পড়ছে তাতে মানুষ বাইরে বের হতে পারছে না। সূর্যের আলো দেখা যাচ্ছে না বলে শীতের দাপট বেড়েছে বহুগুণে। ফলে মানুষের দুর্ভোগও অনেকগুণে বেড়ে গেছে।

তীব্র শীতের মধ্যেও পেটের তাগিদে বাইরে বের হওয়া এক ভ্যানচালক জানান, ‘ভ্যান চালাই পেটের তাগিদে, খাবারের সমস্যা কি করব। কষ্ট করে ভ্যান চালাই। এত শীতের মধ্যেও ভ্যান নিয়ে বের হয়েছি।’

ট্যাগ:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ রাখুন

সংবাদ প্রকাশকের তথ্য

শীতের তীব্রতা বেড়েছে, চুয়াডাঙ্গা-মেহেরপুরে মৃদু শৈত্যপ্রবাহ

আপডেট সময় ০৯:৫৭:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪

শীতের তীব্রতা সারা দেশেই বেড়েছে। চুয়াডাঙ্গা ও মেহেরপুরের ওপর দিয়ে দ্বিতীয় দিনের মতো বইছে মৃদু শৈত্যপ্রবাহ। শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল কিশোরগঞ্জের নিকলি ও চুয়াডাঙ্গায় ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

শনিবার (১৩ জানুয়ারি)সকাল ৬টায় চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। সেই সঙ্গে রয়েছে ঘন কুয়াশা।

তীব্র শীত থাকায় চুয়াডাঙ্গা শহরে মানুষের তেমন উপস্থিতি লক্ষ্য করা যায়নি। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হচ্ছে না। তবে পেটের তাগিদে দিনমজুর মানুষদের কাজের সন্ধানে ঘরের বাইরে আসতে হচ্ছে। রিকশা-ভ্যানচালকরা আশানুরুপ যাত্রী পাচ্ছে না। কৃষকরাও মাঠে কাজে যেতে পারছেন না।

এদিকে শীতজনিত রোগবালাইও বেড়েছে। প্রতিদিনই শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে অনেকেই আসছেন হাসপাতালে।

মেহেরপুরে গতকাল শুক্রবার সারাদিনে দেখা মেলেনি সূর্যের। আজও তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রির নিচে। দিনভর মাঝারি বাতাস থাকায় শীতের তীব্রতা বেড়েছে কয়েকগুন। হাড়কাপানো শীতে দুর্ভোগ বেড়েছে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষদের।

স্থানীয় এক দিনমজুন বলছেন, গতকাল থেকে যে শীত পড়ছে তাতে মানুষ বাইরে বের হতে পারছে না। সূর্যের আলো দেখা যাচ্ছে না বলে শীতের দাপট বেড়েছে বহুগুণে। ফলে মানুষের দুর্ভোগও অনেকগুণে বেড়ে গেছে।

তীব্র শীতের মধ্যেও পেটের তাগিদে বাইরে বের হওয়া এক ভ্যানচালক জানান, ‘ভ্যান চালাই পেটের তাগিদে, খাবারের সমস্যা কি করব। কষ্ট করে ভ্যান চালাই। এত শীতের মধ্যেও ভ্যান নিয়ে বের হয়েছি।’