ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ছিনতাইকারীর কবলে নারী পুলিশ, ঢাবি শিক্ষার্থী আটক

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এক নারী পুলিশ সদস্য ও তার ভাইকে মারধর করে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঢাবির এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

পুলিশ সদস্য জেসমিন জানান, তিনি গোপালগঞ্জে কনস্টেবল হিসেবে কর্মরত। গত রাতে সোহরাওয়ার্দী উদ্যানে তার ভাইকে নিয়ে ঘুরতে আসেন। এ সময় ঢাবির একদল শিক্ষার্থী তাদের উত্ত্যক্ত করে। এর প্রতিবাদ করলে ওই শিক্ষার্থীরা তাদের মারধর করে সঙ্গে থাকা ৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। পেশাগত পরিচয় দেওয়ার পরেও তারা শোনেনি।

এ সময় ফলিত গণিত বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী আজহারকে হাতেনাতে ধরে ফেলেন ওই নারী পুলিশ সদস্য।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, ছিনতাইকারীর মারধরে আহত হয়ে গত রাতে চিকিৎসা নিতে আসেন ওই নারী পুলিশ সদস্য। পরে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান তাঁরা।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘এ বিষয়ে ওই নারী পুলিশ সদস্য লিখিত অভিযোগ দায়ের করলে আমরা ওই শিক্ষার্থীকে আটক করি।’

ওসি জানান, এ ছাড়াও ঢাবির অভিযুক্ত অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন-মিউজিক বিভাগের শিক্ষার্থী মোর্তজা হাসান খান, ইতিহাস বিভাগের শিক্ষার্থী তৌফিফ আজীম, স্বাস্থ্য অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মনোয়ার হোসেন, শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের শিক্ষার্থী রিয়াদ হোসেন। এঁরা সবাই ঢাবির ২০২১-২২ সেশনের শিক্ষার্থী। তাঁদের খুব দ্রুতই গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলে জানান ওসি মোস্তাফিজুর।

ট্যাগ:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ রাখুন

সংবাদ প্রকাশকের তথ্য

ছিনতাইকারীর কবলে নারী পুলিশ, ঢাবি শিক্ষার্থী আটক

আপডেট সময় ১২:১৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এক নারী পুলিশ সদস্য ও তার ভাইকে মারধর করে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঢাবির এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

পুলিশ সদস্য জেসমিন জানান, তিনি গোপালগঞ্জে কনস্টেবল হিসেবে কর্মরত। গত রাতে সোহরাওয়ার্দী উদ্যানে তার ভাইকে নিয়ে ঘুরতে আসেন। এ সময় ঢাবির একদল শিক্ষার্থী তাদের উত্ত্যক্ত করে। এর প্রতিবাদ করলে ওই শিক্ষার্থীরা তাদের মারধর করে সঙ্গে থাকা ৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। পেশাগত পরিচয় দেওয়ার পরেও তারা শোনেনি।

এ সময় ফলিত গণিত বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী আজহারকে হাতেনাতে ধরে ফেলেন ওই নারী পুলিশ সদস্য।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, ছিনতাইকারীর মারধরে আহত হয়ে গত রাতে চিকিৎসা নিতে আসেন ওই নারী পুলিশ সদস্য। পরে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান তাঁরা।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘এ বিষয়ে ওই নারী পুলিশ সদস্য লিখিত অভিযোগ দায়ের করলে আমরা ওই শিক্ষার্থীকে আটক করি।’

ওসি জানান, এ ছাড়াও ঢাবির অভিযুক্ত অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন-মিউজিক বিভাগের শিক্ষার্থী মোর্তজা হাসান খান, ইতিহাস বিভাগের শিক্ষার্থী তৌফিফ আজীম, স্বাস্থ্য অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মনোয়ার হোসেন, শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের শিক্ষার্থী রিয়াদ হোসেন। এঁরা সবাই ঢাবির ২০২১-২২ সেশনের শিক্ষার্থী। তাঁদের খুব দ্রুতই গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলে জানান ওসি মোস্তাফিজুর।