ঢাকা ০১:২০ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মনোনয়ন যুদ্ধ: প্রতি আসনে নৌকার দাবিদার ১১ জন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭ জানুয়ারি। এরই মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে মনোনয়ন ফরম বিক্রিও শেষ হয়ে গেছে। তিন শ আসনে নৌকার প্রার্থী হতে তিন হাজার ৩৬২ জন ফরম কিনেছেন। গড়ে প্রতি আসনে মনোনয়নের দাবিদার ১১ জনের বেশি। এবার পালা প্রার্থী তালিকা চূড়ান্ত করা। এবার বেশি মনোননয়ন ফরম বিক্রি করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

এদিকে, দলীয় মনোনয়ন পেতে হাইকমান্ডে দৌড়ঝাঁপ শুরু করেছেন আওয়ামী লীগের নেতারা। তবে নির্বাচনী প্রচার-প্রচারণায় আওয়ামী লীগের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীরা অত্যন্ত সরব হলেও বিএনপির সম্ভাব্য প্রার্থীরা নিরব। বিএনপি যেহেতু দলীয় সরকারের অধীনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন না করার ঘোষণা দিয়ে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করছে সেহেতু এ আসনে বিএনপির সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীরা গণসংযোগ এবং নির্বাচনী প্রচার-প্রচারণা থেকে দূরে রয়েছেন।

দ্বাদশ সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ আসনে শেখ হাসিনার মনোনয়ন ফরম জমা দিয়েছেন প্রধানমন্ত্রীর চাচা শেখ কবির হোসেন। ফরম বিক্রি করে চার দিনে আওয়ামী লীগের আয় ১৬ কোটি ৮১ লাখ টাকা। বৃহস্পতিবার দলের সংসদীয় বোর্ডের সভায় চূড়ান্ত হবে মনোনয়ন।

২৩ নভেম্বর (বৃহস্পতিবার) আওয়ামী লীগ সংসদীয় বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। তাতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। তাঁরাই মনোনয়নপত্র সংক্রান্ত সিদ্ধান্ত চূড়ান্ত করবেন।

এর আগে, শনিবার (১৮ নভেম্বর) থেকে দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু করে আওয়ামী লীগ। ২১ নভেম্বর পর্যন্ত চলে এই কার্যক্রম।

বুধবার (১৫ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ভোটগ্রহণ হবে ২০২৪ সালের ৭ জানুয়ারি। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর আর প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। প্রচারণা শুরু হবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।

ট্যাগ:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ রাখুন

সংবাদ প্রকাশকের তথ্য

মনোনয়ন যুদ্ধ: প্রতি আসনে নৌকার দাবিদার ১১ জন

আপডেট সময় ০৬:০৭:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭ জানুয়ারি। এরই মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে মনোনয়ন ফরম বিক্রিও শেষ হয়ে গেছে। তিন শ আসনে নৌকার প্রার্থী হতে তিন হাজার ৩৬২ জন ফরম কিনেছেন। গড়ে প্রতি আসনে মনোনয়নের দাবিদার ১১ জনের বেশি। এবার পালা প্রার্থী তালিকা চূড়ান্ত করা। এবার বেশি মনোননয়ন ফরম বিক্রি করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

এদিকে, দলীয় মনোনয়ন পেতে হাইকমান্ডে দৌড়ঝাঁপ শুরু করেছেন আওয়ামী লীগের নেতারা। তবে নির্বাচনী প্রচার-প্রচারণায় আওয়ামী লীগের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীরা অত্যন্ত সরব হলেও বিএনপির সম্ভাব্য প্রার্থীরা নিরব। বিএনপি যেহেতু দলীয় সরকারের অধীনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন না করার ঘোষণা দিয়ে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করছে সেহেতু এ আসনে বিএনপির সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীরা গণসংযোগ এবং নির্বাচনী প্রচার-প্রচারণা থেকে দূরে রয়েছেন।

দ্বাদশ সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ আসনে শেখ হাসিনার মনোনয়ন ফরম জমা দিয়েছেন প্রধানমন্ত্রীর চাচা শেখ কবির হোসেন। ফরম বিক্রি করে চার দিনে আওয়ামী লীগের আয় ১৬ কোটি ৮১ লাখ টাকা। বৃহস্পতিবার দলের সংসদীয় বোর্ডের সভায় চূড়ান্ত হবে মনোনয়ন।

২৩ নভেম্বর (বৃহস্পতিবার) আওয়ামী লীগ সংসদীয় বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। তাতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। তাঁরাই মনোনয়নপত্র সংক্রান্ত সিদ্ধান্ত চূড়ান্ত করবেন।

এর আগে, শনিবার (১৮ নভেম্বর) থেকে দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু করে আওয়ামী লীগ। ২১ নভেম্বর পর্যন্ত চলে এই কার্যক্রম।

বুধবার (১৫ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ভোটগ্রহণ হবে ২০২৪ সালের ৭ জানুয়ারি। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর আর প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। প্রচারণা শুরু হবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।