ঢাকা ০২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

হাসপাতালে কবীর সুমন

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সংগীতকার কবীর সুমন। সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে এক ফেসবুক পোস্টে এ খবর জানিয়েছেন শিল্পী কবীর সুমনের ঘনিষ্ঠজন মনীষা দাশগুপ্ত।

তিনি লিখেছেন, ‘কবীর সুমন শ্বাসকষ্ট নিয়ে আজ সকালে কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি হয়েছেন। চিকিৎসা চলছে। ডাক্তারদের নির্দেশে দেখা করার ওপর বিধিনিষেধ রয়েছে।’

এই সময় পত্রিকার খবরে বলা হয়েছে, শিল্পীর জন্য মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়েছে বলে হাসপাতালের পক্ষ থেকে বলা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন কবীর সুমন। গুরুতর অসুস্থ অবস্থায় মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিসিইউতে ভর্তি করানো হয়েছে তাকে।

শিল্পীর অসুস্থতার খবরে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন ভক্তরা। তার শরীরে অন্য আর কোনো সমস্যা হয়েছে কি না, ঠিক কী কী অসুবিধার জন্য হঠাৎ ভর্তি করানো হলো, তা এখনও পর্যন্ত জানা যায়নি।

হাসপাতালে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার চিকিৎসা শুরু হয়ে যায়। কবীর সুমনের শ্বাসকষ্ট জনিত সমস্যা আগে থেকেই রয়েছে।


আগেও একবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন কবীর সুমন। তখনও তার শ্বাসকষ্ট ও গলায় ব্যথা হয়েছিল। সেই সময়ও শিল্পীকে মধ্যরাতে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি করানো হয়েছিলো। চিকিৎসা শুরু হওয়ায় জানা গিয়েছে আপাতত স্থিতিশীল রয়েছেন শিল্পী।

গত বছরের নভেম্বরে সর্বশেষ ঢাকায় আসেন কবীর সুমন। তখন চার দিনের বাংলা খেয়াল কর্মশালার জন্য ঢাকায় আসেন তিনি।

এর আগে ২০২২ সালের অক্টোবরে ঢাকায় এসেছিলেন তিনি। তার প্রথম আধুনিক গানের অ্যালবাম ‘তোমাকে চাই’ প্রকাশ হয় ১৯৯২ সালে। বাংলা গানের গতিপথ বদলে দেওয়া এ অ্যালবাম প্রকাশের ৩০ বছর পূর্ণ হয় ২০২২ সালে। এ উপলক্ষে ঢাকায় ‘তোমাকে চাই-এর ৩০ বছর উদ্‌যাপন’ শিরোনামে গানের অনুষ্ঠানে অংশ নেন এই সংগীতকার। বাংলা খেয়াল নিয়ে আলাদা একটি অনুষ্ঠানও করেন তিনি।

ওই অনুষ্ঠানে নিজের অসুস্থতার কথা জানিয়ে কবীর সুমন বলেছিলেন, ‘আমার একটা অসুখ হয়েছে, এই অসুখের কারণে আমি যেমন হাতে লিখতে পারি না, তেমনই গিটারও বাজাতে পারি না। আর কোনো দিন পারবো না। একটানা বসে থাকলেও সমস্যা হয়। মাঝে মাঝে মনে হয় শুয়ে শুয়ে গান গাই! তবে এ জন্য আমার আলাদা কোনো দুঃখ নেই। গুরুদের কৃপায় আমি এখনো একটু একটু গান গাইতে পারি, এটাই আনন্দ।’

গত বেশ কয়েকবছর ধরে বাংলা খেয়াল নিয়ে কাজ করছেন কবীর সুমন। যাকে শিল্পী নিজেই বলেছেন তার জীবনের ‘শ্রেষ্ঠ কাজ’।

১৯৯৬ সালে মুক্তিযুদ্ধ জাদুঘর তৈরিতে তহবিল সংগ্রহের জন্য আয়োজিত কনসার্টে প্রথম ঢাকায় আসেন সুমন। এরপর বিভিন্ন সময়ে ঢাকায় এসে অনুষ্ঠান করে গেছেন এই শিল্পী।

ট্যাগ:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ রাখুন

সংবাদ প্রকাশকের তথ্য

হাসপাতালে কবীর সুমন

আপডেট সময় ০৬:৪৫:৩১ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সংগীতকার কবীর সুমন। সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে এক ফেসবুক পোস্টে এ খবর জানিয়েছেন শিল্পী কবীর সুমনের ঘনিষ্ঠজন মনীষা দাশগুপ্ত।

তিনি লিখেছেন, ‘কবীর সুমন শ্বাসকষ্ট নিয়ে আজ সকালে কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি হয়েছেন। চিকিৎসা চলছে। ডাক্তারদের নির্দেশে দেখা করার ওপর বিধিনিষেধ রয়েছে।’

এই সময় পত্রিকার খবরে বলা হয়েছে, শিল্পীর জন্য মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়েছে বলে হাসপাতালের পক্ষ থেকে বলা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন কবীর সুমন। গুরুতর অসুস্থ অবস্থায় মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিসিইউতে ভর্তি করানো হয়েছে তাকে।

শিল্পীর অসুস্থতার খবরে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন ভক্তরা। তার শরীরে অন্য আর কোনো সমস্যা হয়েছে কি না, ঠিক কী কী অসুবিধার জন্য হঠাৎ ভর্তি করানো হলো, তা এখনও পর্যন্ত জানা যায়নি।

হাসপাতালে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার চিকিৎসা শুরু হয়ে যায়। কবীর সুমনের শ্বাসকষ্ট জনিত সমস্যা আগে থেকেই রয়েছে।


আগেও একবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন কবীর সুমন। তখনও তার শ্বাসকষ্ট ও গলায় ব্যথা হয়েছিল। সেই সময়ও শিল্পীকে মধ্যরাতে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি করানো হয়েছিলো। চিকিৎসা শুরু হওয়ায় জানা গিয়েছে আপাতত স্থিতিশীল রয়েছেন শিল্পী।

গত বছরের নভেম্বরে সর্বশেষ ঢাকায় আসেন কবীর সুমন। তখন চার দিনের বাংলা খেয়াল কর্মশালার জন্য ঢাকায় আসেন তিনি।

এর আগে ২০২২ সালের অক্টোবরে ঢাকায় এসেছিলেন তিনি। তার প্রথম আধুনিক গানের অ্যালবাম ‘তোমাকে চাই’ প্রকাশ হয় ১৯৯২ সালে। বাংলা গানের গতিপথ বদলে দেওয়া এ অ্যালবাম প্রকাশের ৩০ বছর পূর্ণ হয় ২০২২ সালে। এ উপলক্ষে ঢাকায় ‘তোমাকে চাই-এর ৩০ বছর উদ্‌যাপন’ শিরোনামে গানের অনুষ্ঠানে অংশ নেন এই সংগীতকার। বাংলা খেয়াল নিয়ে আলাদা একটি অনুষ্ঠানও করেন তিনি।

ওই অনুষ্ঠানে নিজের অসুস্থতার কথা জানিয়ে কবীর সুমন বলেছিলেন, ‘আমার একটা অসুখ হয়েছে, এই অসুখের কারণে আমি যেমন হাতে লিখতে পারি না, তেমনই গিটারও বাজাতে পারি না। আর কোনো দিন পারবো না। একটানা বসে থাকলেও সমস্যা হয়। মাঝে মাঝে মনে হয় শুয়ে শুয়ে গান গাই! তবে এ জন্য আমার আলাদা কোনো দুঃখ নেই। গুরুদের কৃপায় আমি এখনো একটু একটু গান গাইতে পারি, এটাই আনন্দ।’

গত বেশ কয়েকবছর ধরে বাংলা খেয়াল নিয়ে কাজ করছেন কবীর সুমন। যাকে শিল্পী নিজেই বলেছেন তার জীবনের ‘শ্রেষ্ঠ কাজ’।

১৯৯৬ সালে মুক্তিযুদ্ধ জাদুঘর তৈরিতে তহবিল সংগ্রহের জন্য আয়োজিত কনসার্টে প্রথম ঢাকায় আসেন সুমন। এরপর বিভিন্ন সময়ে ঢাকায় এসে অনুষ্ঠান করে গেছেন এই শিল্পী।