ঢাকা ০৮:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ফুলদানির ফুল অনেক দিন সতেজ রাখবেন যেভাবে

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৫:৩০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪
  • ৫৩ ভিউ হয়েছে

সৌন্দর্যের অনন্য প্রতীক ফুল। বহু প্রাচীন কাল থেকেই প্রিয়জনকে উপহার দিতে, ব্যক্তিগত সাজ-সজ্জায়, এমনকি ঘর সাজাতে মানুষ ব্যবহার ক’রে আসছে নানা রঙের সুগন্ধী ফুল। এ রীতিমত পুরোনো দিনের এক ঐতিহ্য।

উৎসব, আয়োজন, উদযাপনে নিজেদের প্রিয় ঘরকে তাজা ফুল দিয়ে সাজানোর নেই কোন জুড়ি। একদিকে তা যেমন ঘরে সুবাস ছড়ায় ও মনকে ফুরফুরে রাখে, অন্যদিকে তা প্রকাশ করে আমাদের উন্নত রুচিবোধ।

তবে, রোজ তরতাজা ফুল দিয়ে ঘর সাজানো বেশ একটু ব্যয়বহুল ব্যাপার। তাই কিছু উপায় আছে আমাদের প্রিয় ফুলগুলোকে ঘরে একটু বেশি দিন টিকিয়ে রাখার। চলুন জেনে নেয়া যাক উপায়গুলো-

প্রথমত যে পাত্রে ফুল রাখা হবে, সে পাত্রটিকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। তা না হলে পাত্রে সংরক্ষিত ফুল মলিন হয়ে নষ্ট হবে তাড়াতাড়ি।

ফুলের কা- কাটার সময় সোজাসুজি না কেটে একটু বাঁকা করে কাটতে হবে। তহলে দীর্ঘ সময় সতেজ থাকবে ফুল।
ফুলদানির মধ্যে যতটুকু অংশে কাণ্ড ডুবিয়ে রাখবেন, খেয়াল রাখবেন সেখানে যেন পাতা না থাকে। তবে, ফুল দ্রুত পচন ধরা থেকে নিরাপদ থাকবে।

ফুলকে সতেজ রাখার অন্যতম একটি উপায় হচ্ছে ফুলদানির পানিতে কিছুটা অ্যাপেল ভিনেগার এবং চিনি গুলিয়ে দেয়া।
ফুলদানির পানি পরিবর্তন করুন অন্তত দুইদিন পরপর। এতে ফুল টাটকা থাকবে।

অনেকেই ফুল সতেজ রাখতে এর গায়ে পানি ছিটিয়ে দেন। তবে, অভিজ্ঞদের মতে, এভাবে পানি না দেয়াই ভালো কারণ এতে ফুলের পাপড়িতে পচন ধরতে পারে দ্রুত।

ফুলদানিতে ফুল অবশ্যই পাতা ছেটে রাখা ভালো। পাতা ছেঁটে দিলে ফুল বেশি সময় ভালো থাকে।
ফুলদানিতে ফুল রাখার সময়ে যে পানি রাখেন, তাতে সামান্য লবণ মিশিয়ে দিতে পারেন। এতে ফুল বেশ কিছুদিন তরতাজা থাকবে।

গোলাপ ফুল সাজানোর সময় একসাথে অনেকগুলো গোলাপ জড় ক’রে না রেখে অল্প করে রাখাই ভালো। এতে গোলাপ ভালো
থাকবে।

ফুলের তরতাজা ভাব ধরে রাখতে ফুলদানির পানিতে অল্প চা পাতা অথবা লেবুর রস মিশিয়ে দিতে পারেন। আবার, এ পানিতে সামান্য গ্লুকোজও গুলিয়ে দিতে পারেন।

ফুলের আকার এবং পরিমান বুঝে ফুলদানি বাছাই করুন। খুব ছোট ফুলদানিতে বড় ফুল রাখবেন না। শখের ফুলগুলোকে সবসময় ঠান্ডা পানি বা ঘরের তাপমাত্রার পানিতে ভিজিয়ে রাখুন। গরম পানি ব্যবহার করবেন না।

তাজা ফুল সমৃদ্ধ ফুলদানি রাখুন আলো-বাতাসে এবং খোলামেলা স্থানে। তবে খেয়াল রাখুন যেন ফুলে সরাররি সূর্যের আলো না লাগে।

বাজার থেকে ফুল কেনার সময় অর্ধেক ফুটে থাকা ফুল কিনুন। কড়ি কিনলে তা ঠিকমত নাও ফুটতে পারে, আবার সম্পূর্ন ফুটে যাওয়া ফুল দ্রুতই ঝরে যাবে।

খেয়াল রাখবেন, ফুলের পাশে যেন পাকা ফলমূল না থাকে। এতে ফুল দ্রুত পঁচে যায়।

ট্যাগ:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ রাখুন

সংবাদ প্রকাশকের তথ্য

ফুলদানির ফুল অনেক দিন সতেজ রাখবেন যেভাবে

আপডেট সময় ০৫:৩০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪

সৌন্দর্যের অনন্য প্রতীক ফুল। বহু প্রাচীন কাল থেকেই প্রিয়জনকে উপহার দিতে, ব্যক্তিগত সাজ-সজ্জায়, এমনকি ঘর সাজাতে মানুষ ব্যবহার ক’রে আসছে নানা রঙের সুগন্ধী ফুল। এ রীতিমত পুরোনো দিনের এক ঐতিহ্য।

উৎসব, আয়োজন, উদযাপনে নিজেদের প্রিয় ঘরকে তাজা ফুল দিয়ে সাজানোর নেই কোন জুড়ি। একদিকে তা যেমন ঘরে সুবাস ছড়ায় ও মনকে ফুরফুরে রাখে, অন্যদিকে তা প্রকাশ করে আমাদের উন্নত রুচিবোধ।

তবে, রোজ তরতাজা ফুল দিয়ে ঘর সাজানো বেশ একটু ব্যয়বহুল ব্যাপার। তাই কিছু উপায় আছে আমাদের প্রিয় ফুলগুলোকে ঘরে একটু বেশি দিন টিকিয়ে রাখার। চলুন জেনে নেয়া যাক উপায়গুলো-

প্রথমত যে পাত্রে ফুল রাখা হবে, সে পাত্রটিকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। তা না হলে পাত্রে সংরক্ষিত ফুল মলিন হয়ে নষ্ট হবে তাড়াতাড়ি।

ফুলের কা- কাটার সময় সোজাসুজি না কেটে একটু বাঁকা করে কাটতে হবে। তহলে দীর্ঘ সময় সতেজ থাকবে ফুল।
ফুলদানির মধ্যে যতটুকু অংশে কাণ্ড ডুবিয়ে রাখবেন, খেয়াল রাখবেন সেখানে যেন পাতা না থাকে। তবে, ফুল দ্রুত পচন ধরা থেকে নিরাপদ থাকবে।

ফুলকে সতেজ রাখার অন্যতম একটি উপায় হচ্ছে ফুলদানির পানিতে কিছুটা অ্যাপেল ভিনেগার এবং চিনি গুলিয়ে দেয়া।
ফুলদানির পানি পরিবর্তন করুন অন্তত দুইদিন পরপর। এতে ফুল টাটকা থাকবে।

অনেকেই ফুল সতেজ রাখতে এর গায়ে পানি ছিটিয়ে দেন। তবে, অভিজ্ঞদের মতে, এভাবে পানি না দেয়াই ভালো কারণ এতে ফুলের পাপড়িতে পচন ধরতে পারে দ্রুত।

ফুলদানিতে ফুল অবশ্যই পাতা ছেটে রাখা ভালো। পাতা ছেঁটে দিলে ফুল বেশি সময় ভালো থাকে।
ফুলদানিতে ফুল রাখার সময়ে যে পানি রাখেন, তাতে সামান্য লবণ মিশিয়ে দিতে পারেন। এতে ফুল বেশ কিছুদিন তরতাজা থাকবে।

গোলাপ ফুল সাজানোর সময় একসাথে অনেকগুলো গোলাপ জড় ক’রে না রেখে অল্প করে রাখাই ভালো। এতে গোলাপ ভালো
থাকবে।

ফুলের তরতাজা ভাব ধরে রাখতে ফুলদানির পানিতে অল্প চা পাতা অথবা লেবুর রস মিশিয়ে দিতে পারেন। আবার, এ পানিতে সামান্য গ্লুকোজও গুলিয়ে দিতে পারেন।

ফুলের আকার এবং পরিমান বুঝে ফুলদানি বাছাই করুন। খুব ছোট ফুলদানিতে বড় ফুল রাখবেন না। শখের ফুলগুলোকে সবসময় ঠান্ডা পানি বা ঘরের তাপমাত্রার পানিতে ভিজিয়ে রাখুন। গরম পানি ব্যবহার করবেন না।

তাজা ফুল সমৃদ্ধ ফুলদানি রাখুন আলো-বাতাসে এবং খোলামেলা স্থানে। তবে খেয়াল রাখুন যেন ফুলে সরাররি সূর্যের আলো না লাগে।

বাজার থেকে ফুল কেনার সময় অর্ধেক ফুটে থাকা ফুল কিনুন। কড়ি কিনলে তা ঠিকমত নাও ফুটতে পারে, আবার সম্পূর্ন ফুটে যাওয়া ফুল দ্রুতই ঝরে যাবে।

খেয়াল রাখবেন, ফুলের পাশে যেন পাকা ফলমূল না থাকে। এতে ফুল দ্রুত পঁচে যায়।