তাপপ্রবাহের কারণে সরকারি নির্দেশনায় সারাদেশে স্কুল কলেজ ও কিন্ডারগার্টেন বন্ধ রাখার নির্দেশ থাকলেও এই নির্দেশ অমান্য করে নাটোর শহরে কিছু কিন্ডারগার্ডেন খোলা রাখার অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনেও এর সত্যতাও মিলেছে।
শহরের মনীষা ভবন সৃষ্টি সেন্ট্রাল স্কুলসহ কয়েকটি স্কুলের সামনে শিক্ষার্থীদের অভিভাবকদের দেখা গেছে। তীব্র গরমে স্কুলে এসে চরম বিপাকে পড়ছেন কোমলমতি শিশু ও অভিভাবকরা। সরকারি নির্দেশ না মেনে প্রতিষ্ঠান খোলা রাখাতে অনেক অভিভাবক বাধ্য হয়েই তাদের সন্তানদের স্কুলে নিয়ে এসেছেন বলে জানিয়েছে।
তবে স্কুল কর্তৃপক্ষ দাবি করেছেন পূর্বনির্ধারিত পরীক্ষা থাকায় তারা শুধুমাত্র পরীক্ষা নিয়েই ছেড়ে দিয়েছেন। আগামীকাল থেকে সরকারী নির্দেশনা অনুসরন করে প্রতিষ্ঠান বন্ধ রাখবেন বলে আশ্বাস দেন তারা।
এদিকে প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা অমান্য করে প্রতিষ্ঠান খোলা রাখলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা।