ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

৯ লাখ পাউন্ডে বিক্রি হলো প্রিন্সেস ডায়নার পোশাক

প্রায় ৯ লাখ পাউন্ডে বিক্রি হয়েছে প্রিন্সেস ডায়নার পোশাকটি। যা নিলামের প্রত্যাশিত দামের চেয়ে প্রায় ১১ গুণ বেশি। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

হলিউডের জুলিয়েনস অকশনস আয়োজিত নিলামে বিক্রি হওয়া ডায়ানার পরা সবচেয়ে দামি পোশাক হিসেবে নতুন রেকর্ড তৈরি করেছে ব্যালেরিনা গাউনটি। এটি তৈরি করেছিলেন মরোক্ক বংশোদ্ভূত ব্রিটিশ ফ্যাশন ডিজাইনার জ্যাক আজাগুরি। কালো রংয়ের জমকালো পোশাকটি ১৯৮৫ সালে ইতালির ফ্লোরেন্সে আয়োজিত একটি ডিনার পার্টিতে পরেছিলেন ডায়না। সেই সময় সঙ্গে ছিলেন তাঁর স্বামী চালর্সও। এরপর ১৯৮৬ সালে ভ্যানকুভার সিম্ফনি অর্কেস্টায় ড্রেসটি পরেছিলেন ডায়না।

কালো রঙের ভেলভেট ইভিনিং ড্রেসটি নিলামে ৭৮ হাজার পাউন্ড দাম পাবে বলে প্রথমে ধারণা করা হয়েছিল। পরে ১১ গুণ দামে বিক্রি হয়। মার্কিন মুদ্রায় যা ছিল প্রায় ১১ লক্ষ ৪৮ হাজার ৮০ ডলার। আর বাংলাদেশি মুদ্রায় সাড়ে ১২ কোটি টাকার বেশি।

এর আগে ১৯৯১ সালে প্রিন্সেস ডায়নার একটি ভেলভেট গাউন নিলামে উঠেছিল। সেই সময় সেটি বিক্রি হয়েছিল প্রায় ৪ লাখ ৭৬ হাজার পাউন্ডে। এটিই ছিল এতদিন নিলামে ডায়নার পোশাক বিক্রির সর্বোচ্চ রেকর্ড। কিন্তু হলিউডের জুলিয়েনস অকশনসে আয়োজিত নিলামের সবশেষ দাম সব কিছুকে ছাপিয়ে গেছে। নিলামের আয়োজক মার্টিন নোলান জানান, যিনি ডায়নার পোশাকটি কিনেছেন ভবিষ্যতে পোশাকটি প্রদর্শনের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

লিউডের জুলিয়েনস অকশনসের সাম্প্রতিক আয়োজনে জমকালো ড্রেসটি ছাড়াও ডায়নার পরা আরও বেশ কয়েকটি সামগ্রী নিলামে উঠেছিল। এর মধ্যে রয়েছে তাঁর পরা একটি ব্লাউজ। এটি ৩ লাখ ইউরোতে বিক্রি হয়েছে বলে জানা গেছে। যদিও এটি ৬৩ হাজার ইউরোতে বিক্রি হতে পারে বলে আশা করা হয়েছিল।

জমাকালো ড্রেসটি ১৯৮১ সালে চালর্সের সঙ্গে বাগদানের সময় পরেছিলেন ডায়না। নিলামে রেকর্ড দামে বিক্রি পোশাকটি ১৯৯৭ সালে জুন মাসে বিক্রি করেছিলেন ডায়না। একটি দাতব্য চিকিৎসার জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে সেটি বিক্রি করেছিলেন তিনি।

ট্যাগ:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ রাখুন

সংবাদ প্রকাশকের তথ্য

৯ লাখ পাউন্ডে বিক্রি হলো প্রিন্সেস ডায়নার পোশাক

আপডেট সময় ০১:১৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩

প্রায় ৯ লাখ পাউন্ডে বিক্রি হয়েছে প্রিন্সেস ডায়নার পোশাকটি। যা নিলামের প্রত্যাশিত দামের চেয়ে প্রায় ১১ গুণ বেশি। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

হলিউডের জুলিয়েনস অকশনস আয়োজিত নিলামে বিক্রি হওয়া ডায়ানার পরা সবচেয়ে দামি পোশাক হিসেবে নতুন রেকর্ড তৈরি করেছে ব্যালেরিনা গাউনটি। এটি তৈরি করেছিলেন মরোক্ক বংশোদ্ভূত ব্রিটিশ ফ্যাশন ডিজাইনার জ্যাক আজাগুরি। কালো রংয়ের জমকালো পোশাকটি ১৯৮৫ সালে ইতালির ফ্লোরেন্সে আয়োজিত একটি ডিনার পার্টিতে পরেছিলেন ডায়না। সেই সময় সঙ্গে ছিলেন তাঁর স্বামী চালর্সও। এরপর ১৯৮৬ সালে ভ্যানকুভার সিম্ফনি অর্কেস্টায় ড্রেসটি পরেছিলেন ডায়না।

কালো রঙের ভেলভেট ইভিনিং ড্রেসটি নিলামে ৭৮ হাজার পাউন্ড দাম পাবে বলে প্রথমে ধারণা করা হয়েছিল। পরে ১১ গুণ দামে বিক্রি হয়। মার্কিন মুদ্রায় যা ছিল প্রায় ১১ লক্ষ ৪৮ হাজার ৮০ ডলার। আর বাংলাদেশি মুদ্রায় সাড়ে ১২ কোটি টাকার বেশি।

এর আগে ১৯৯১ সালে প্রিন্সেস ডায়নার একটি ভেলভেট গাউন নিলামে উঠেছিল। সেই সময় সেটি বিক্রি হয়েছিল প্রায় ৪ লাখ ৭৬ হাজার পাউন্ডে। এটিই ছিল এতদিন নিলামে ডায়নার পোশাক বিক্রির সর্বোচ্চ রেকর্ড। কিন্তু হলিউডের জুলিয়েনস অকশনসে আয়োজিত নিলামের সবশেষ দাম সব কিছুকে ছাপিয়ে গেছে। নিলামের আয়োজক মার্টিন নোলান জানান, যিনি ডায়নার পোশাকটি কিনেছেন ভবিষ্যতে পোশাকটি প্রদর্শনের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

লিউডের জুলিয়েনস অকশনসের সাম্প্রতিক আয়োজনে জমকালো ড্রেসটি ছাড়াও ডায়নার পরা আরও বেশ কয়েকটি সামগ্রী নিলামে উঠেছিল। এর মধ্যে রয়েছে তাঁর পরা একটি ব্লাউজ। এটি ৩ লাখ ইউরোতে বিক্রি হয়েছে বলে জানা গেছে। যদিও এটি ৬৩ হাজার ইউরোতে বিক্রি হতে পারে বলে আশা করা হয়েছিল।

জমাকালো ড্রেসটি ১৯৮১ সালে চালর্সের সঙ্গে বাগদানের সময় পরেছিলেন ডায়না। নিলামে রেকর্ড দামে বিক্রি পোশাকটি ১৯৯৭ সালে জুন মাসে বিক্রি করেছিলেন ডায়না। একটি দাতব্য চিকিৎসার জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে সেটি বিক্রি করেছিলেন তিনি।